"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৪৩ [তারিখ : ২৯-১১-২০২৩]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shyamshundor
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর) । আমি বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ওদের বাচতে দিন by @shyamshundor (date 28.11.2023 )
প্রকৃতি আমাদের মায়ের স্বরূপ। মা যেমন প্রত্যেক সন্তানকে জন্ম থেকে লালন পালন করে বড় করে তোলে, তেমনি প্রকৃতি মাতৃকা আমাদের বাঁচার জন্য সমস্ত দিকগুলো প্রদান করে চলেছে। অথচ সেই প্রকৃতির উপরেই আমরা অত্যাচার করে চলেছি।
শ্যামসুন্দর ভাইয়ের লেখার মধ্যে সেই আর্তনাদ খুঁজে পেলাম, যেটা আপনারা প্রথম আলোর থেকে পাবলিশ হওয়ার ছবিটা দেখে কিছুটা হলেও বুঝতে পারবেন। একটা সময় ছিল যখন মানুষ জাতির কাছে নিজের ভরণ পোষণের জন্য যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য ছিল না। সময় বদলেছে, আজ সবুজ বিপ্লবের সৌজন্যে মানুষের চরম অভাব নেই। আর যারা আমাদের মতো নদীমাতৃক দেশগুলোতে জন্মেছি তাদের খাদ্যের সমাহার। প্রকৃতি মায়ের অঢেল দানের জন্য আমাদের দেশের মানুষ খাদ্য শস্যের অভাব বুঝতে পারে না।
বর্তমানে অভাবের তাড়না না থাকলেও আমরা প্রকৃতি মাকে কষ্ট দিতে পিছপা হচ্ছি না। প্রকৃতি মাতৃকার অন্য সন্তানদের নির্দ্বিধায় হত্যা করে চলেছি, শুধুমাত্র আরো কয়েকটা দানা শস্য বাঁচবে বলে। যেটা হয়তো পড়ে বা ফেলে নষ্ট হওয়ার তুলনায় অনেকটাই কম। পাখিরা যেমন দানা খায় তেমনি পাখিরা অনেক ক্ষতিকারক পোকামাকড় খেয়েও আমাদের শস্য সংরক্ষণ করে। ক্ষমতার দম্ভে যা আমরা ভুলতে বসেছি। চলুন আমরা দম্ভ ভুলে কিছুটা মানবিক হই, যে প্রকৃতি মা আমাদের সব দিয়েছে তাকে সংরক্ষণ করি।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আসলে প্রকৃতি যেমন ধ্বংস হচ্ছে সেই সাথে প্রকৃতির মাঝে বসবাস করা প্রাণীদের ওপর নির্মম অত্যাচার হচ্ছে। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।
আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। প্রকৃতির ধ্বংস হচ্ছে তেমনি পশুপাখি ও আমাদের হাতে প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতির সম্পদ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। বেশ সুন্দর লিখছেন ভাই। ফিচার্ড আর্টিকেলে পোস্টটি নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় ব্যতিক্রমধর্মী কিছু করার চেষ্টা করে থাকে। তবে আজকে আমার বাংলা ব্লগ একটি চমৎকার টপিক সেরা হিসেবে ঘোষণা করেছেন।
মূলত আমরা অনেকেই আছি শুধুমাত্র নিজেদের খাদ্যের কথা চিন্তা করে এবং অন্যান্য প্রাণীদের কথা আমাদের মাথায় আসে না এবং আমরা অন্যান্য প্রাণীদের অযথাই হত্যা করতে বিন্দুমাত্র চিন্তা করি না।
সত্যিই পোস্টটি পড়ে আমি বেশ কষ্ট পেয়েছি। আমার বাংলা ব্লগ আজকে যে এত চমৎকার একটি পোস্টকে সিলেকশন করেছে তার জন্য আমার বাংলা ব্লগের প্রতি আমি চির কৃতজ্ঞ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
শ্যামসুন্দর ভাইকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই। তবে এতোটুকুই বলবো আজকের এবং আগামী সেরা লেখক আপনি। শুভকামনা রইল প্রিয় ভাই আপনার প্রতি।
খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট ছিল। আসলে পাখিরা খাবে কি। তাই ফসলের মাঠ থেকে তারা কিছু খাবার খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করেন। কিন্তু প্রকৃতিকে কোলাহল করে রাখে পাখিগুলো। সকালে পাখির কলরব আমাদের পরিবেশকে সুন্দর করে। বিকেলে পাখির কলরব আমাদের পরিবেশকে খুব সুন্দর মাতিয়ে তুলে। তাই আমাদের পরিবেশটা সুন্দর রাখতে হলে এসব পাখিদেরকে বাঁচাতে হবে। তাই পাখি হত্যা থেকে আমাদেরকে সচেতন হতে হবে। অনেক ভালো লাগলো ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে এই পোস্টটি।
এই পোস্ট সবে মাত্রই পড়লাম, পাখিদের উপরে যে জুলুম করা হচ্ছে সেটাই তিনি আমাদেরকে জানিয়েছেন তাছাড়া চীনে এই ঘটনা নিয়ে ছোট্ট বিষয়টিও তুলে ধরেছেন। গুরুত্বপূর্ণ এই পোস্ট টি ফিচারড আর্টিকেলে যুক্ত হওয়া প্রাপ্ত ছিল।