Steemit Engagement Challenge-S12W5 | Favorite Travel Destination

in Steem Fashion&Style11 months ago
Blue & white creative marketing agency facebook post_20231007_233301_0000.png Edited by Canva

Hello Friends,
Hope you are all fine and healthy. I am also fine by the grace of God. Now I am so excited to see this attractive topic. Like others, I love traveling. Now I want to share my favorite travel destination with you. So let's start the main topic.

‣ What's your favorite travel destination & why?

1000010143-01.jpeg

আমার প্রিয় গন্তব্য, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি অংশ সুন্দরবন ও চালের গুদাম (সাইলো)।

যে কারণে আমার কাছে প্রিয়:-

1000010144-01.jpeg

এখানে আছে নিঃস্বার্থ প্রকৃতি যেটা আমাদের নতুন করে জীবন সাজাতে উৎসাহিত করে। এই প্রকৃতির মধ্যে বিচরণ করা মাত্রই নিজেকে একজন প্রকৃতির পূজারী মনে হয়।

দেখা মেলে বিচিত্র সামুদ্রিক প্রাণীর সাথে। আবার এখানে আছে আমার দেশের একটি বিখ্যাত চালের গুদাম। এই চালের গুদামের দুই-তৃতীয়াংশ অবস্থিত জলের মধ্যে। এই স্থানে থাকা সবকিছু আমার কাছে অনেক অনেক বেশি আকর্ষণীয়।

এখানে কৃত্রিমতার কোনো স্পর্শ নেই। শুধুমাত্র এই চালের গুদাম ছাড়া বাকি সব কিছুই প্রাকৃতিক। ঈশ্বরের সৃষ্টির বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছুক হলে, বার বার ফিরে আসতে হবে এখানেই।

‣ Any speciality of that particular area.

IMG20231005153645.jpg

সুন্দরবন পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভবন/লোনাপানির বন নামে পরিচিত। প্রতিদিন জোয়ারের জলে প্লাবিত হয় এই বন। সুন্দরী গাছের নামানুসারেই নামকরণ করা হয়েছে সুন্দরবন। বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল এই সুন্দরবন।

সুন্দরবনের গোলপাতা খুবই পরিচিত, কারণ এই গোলপাতা ঘরের ছাউনী হিসেবে ব্যবহার করা হয়। হাজার হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই গোলপাতা সংগ্রহ করে। তবে এটাতে থাকে অনেক ঝুঁকি। কারণ সুন্দরবনে আছে রয়েল-বেঙ্গল-টাইগার ‌।

কেওড়া খেতে ঝাঁক বেঁধে আসে হরিণের দল। এই স্থান সবচাইতে বিপদজনক, কারণ বাঘ হরিণ শিকারের জন্য খাপ পেতে বসে থাকে।

তাছাড়া আমার ব্যক্তিগত অভিমত এটাই যে আমার জন্য এই স্থান ভ্রমণ ব্যয়বহুল না‌। বরং সাস্থ্যসম্মত প্রকৃতিকে উপভোগ করার সুবর্ণ সুযোগ। তাছাড়া নদী উপকূলীয় মানুষের জীবন-যাপন খুব কাছ থেকে পরিদর্শন।

সুন্দরবন আমাদের দেশের জন্য বট বৃক্ষের ছায়া। অধিকাংশ প্রাকৃতিক বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এই সুন্দরবন। এটাই হলো আমাদের সুন্দরবনের বিশেষত্ব।

‣ Any special moment/ incident related your favorite travel destination.

1000010142-01.jpeg

আমরা নদীপথে পৌঁছেছিলাম এই পশুর নদীর পাড়ে অবস্থিত চালের গুদামে। এখানে ও একটি গ্রাম আছে। তবে আমরা একটু অবাক হয়েছিলাম, কারণ রাস্তাতে কোনো জনমানব ছিল। চালের গুদামের মেইন দরজার সামনে ছিল না কোনো পাহারাদার।

IMG_20231007_235700.jpg

চালের গুদামের দক্ষিণ পাশেই একটা ছোট খাল তবে গভীর। আবার ভাটার সময় জল কমার জন্য বাঘ মামা মাঝেমধ্যেই গ্রামে প্রবেশ করে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে।

1000010147-01.jpeg

আমরা সবাই হাঁটাহাঁটি করতেছিলাম ও ছবি তুলেছিলাম। হঠাৎ কেউ একজন কর্কশ কন্ঠে চিৎকার করে উঠল। এবং আমাদেরকে বলল যে আমরা যেন কোনো একটা কক্ষে প্রবেশ করে দরজা লক করা।

আমরা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম। কি করবো, কিছুই বুঝে ওঠার আগে ঐ ভদ্রলোক আমাদের শাসনের ছলে একটি কক্ষে নিয়ে গিয়েছিলেন। তারপর দরজাটা লক করে হাঁপাতে হাঁপাতে বললেন যে গত রাতে একটা বাঘ নদী পার হয়ে গ্রামে প্রবেশ করেছিল।

এটা গ্রামের লোকজন দেখেছিল কিন্ত আবার বনে ফিরে গিয়েছে কি না কেউ বলতে পারছে না‌। ইতিমধ্যে মাইকিং করা হয়েছে যাহাতে কেউ ঘর থেকে বাইরে না আসে। এটা জানার পর আমাদের সবার অবস্থা বেহাল।

তারপর নৌকার মাঝিকে কল করে সব কিছু জানিয়েছিলাম। কিছুক্ষণ বাদেই পুলিশের গাড়ির শব্দ শুনে একটু হালকা মনে হচ্ছিল। তারপর ঐ পুলিশের দুই হাবিলদার আমাদেরকে সাথে নিয়ে নৌকা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তারপর সন্ধ্যার মধ্যেই যে যার বাড়িতে পৌঁছেছিলাম।

‣ Conclusion:-

ভ্রমণের জন্য আমরা সেই স্থানটি নির্বাচন করি, মেটা আমাদের কাছে নতুন। আবার যেখান থেকে অনেক কিছু জানতে পারবো বা জ্ঞান অর্জন করতে পারবো। যাইহোক, আমার দৃষ্টিকোণ থেকে আমি উপরোক্ত প্রশ্নোত্তর গুলো উপস্থাপন করেছি।

I would like to invite some of my honourable friends, @rosselena, @mireyalongart, @munaa, @noelisdc and @enamul17 to participate this attractive topic.

Sort:  
Loading...
 11 months ago 

আপনার লেখা পড়ে তু আমিই ভয় পেয়ে গিয়েছি বাঘের। সুন্দর বনের বাঘ লোকালয়ে এসে কিছু দিন পর পর মানুষ নিয়ে যায়। আমি প্রায়ই নিউজপেপারে পড়ি। জায়গাটি অনেক সুন্দর। বাংলাদেশের পর্যটন কেন্দ্রের মধ্যে সবচেয়ে সেরা। অনেক সুন্দর লিখেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 11 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ, এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Hello my friend. I hope you are having a good time.

Your favorite places are Sundarbans and rice silos. These are the beautiful places os southern Bangladesh. We can see greenery there. It must be a too much fertile land.

Wish you best of luck here my dear friend.

 11 months ago 

Thank you so much for your meaningful comment.

 11 months ago 

@piya3 dear,

In our country Sundarbans is really a beautiful sight and tourist place, there are many things here especially fresh fish, honey and Golpata and Kewra forest. I hope to visit the Sundarbans one day.

 11 months ago 

Thank you so much for your encouraging comment.

Traveling is actually a good thing to do as it brings good features to ones personality. It's a good thing your love traveling hence you can appreciate nature and the rice paddies and warehouse in South Bangladesh. Traveling is indeed good.

Thanks for sharing with us and good luck in the contest

 11 months ago 

Thank you so much for your encouraging & meaningful comment.

আপনার গন্তব্য স্থানটি খুব আকর্ষণীয় কারণ সুনদরবন মেনগ্রোভ পৃথিবীর একটি বিশিষ্ট রেইন ফরেস্ট এবং টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম যা কিনা গ্লোবাল ওয়ারমিং নিয়ন্ত্রণ করে । আপনি যদি লিখে থাকেন এই জয়গাটি যেন পর্যটকদের জন্য ব্যয়বহুল না হয়। আমার মনে হয় এই ব্যপারে বিনোদনের জন্য না ভেবে সার্বিক প্রকৃতির ভারসাম্য ও বন্য প্রাণী সংরক্ষণের দিক থেকে বিচার করা উচিৎ। আমার কোন ভুল হলে নিজ গুণে মার্জনা করবেন। আপনার সাফল্য কামনা করি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59111.01
ETH 2441.11
USDT 1.00
SBD 2.45