SFS Contest Week 2 | Skincare Ingredient [Honey]

in Steem Fashion&Style5 months ago (edited)
SFS Contest Week 2  Skincare Ingredient [Honey].png
Made by Canva

Hello,

Everyone.

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলেই ভালো আছেন এবং পরিবার নিয়ে সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদ নিয়ে ভাল আছি ।আমি বাংলাদেশ থেকে @muktaseo এই আকর্ষনীয় প্রতিযোগিতায় আমার এন্ট্রি পোস্ট নিয়ে এসেছি। আমি যেহেতু বাংলাদেশী এবং আমার মাতৃভাষা ”বাংলা” তাই বাংলাতে আমি কথা বলতে এবং লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি তাই আমার পোস্টটি বাংলাতেই করছি।
pexels-lennart-zeising-15201524.jpg
Source

সকল ঋতুতে আমাদের খুবই প্রয়োজনী একটি উপাদান হল মধু। শীতকালীন সময় আমাদের ত্বক এবং চুল বেশি রুক্ষ হয় আর এই রুক্ষতা দূর করতে মধু ব্যবহার অতুলনীয় ।এই গুরুত্বপূর্ণ একটি উপাদান নিয়ে দারুন একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য Steem Fashion&Style কমিউনিটি শ্রদ্ধেয়া এডমিন @ashkhan অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি স্বাচ্ছন্দে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং শুরুতেই স্টিমিনিয়াম বন্ধুদের @hudamalik20,@ cive40 ,
@ mariarodriguezকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মতামত আমাদের সাথে শেয়ার করার অনুরোধ করছি ।

✅ আপনার ত্বক ও চুলের যত্নের জন্য মধুর উপকারিতা শেয়ার করুন।
pexels-pixabay-302163 (1).jpg
Source
ত্বকের যত্নে মধুর উপকারিতা

মধু এমনই একটি প্রাকৃতিক উপাদান যা আমাদের সব সময় খুবই প্রয়োজনীয় ।মধু আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তেমনি আমাদের ত্বকের যত্নেও খুবই উপকারী ।যেহেতু শীতকালীন সময় ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয় ।যেমনঃ ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ত্বক ফেটে যাওয়া ,ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া। এইসব ক্ষেত্রে মধু খুবই উপকারী একটি উপাদান ।মধু ব্যবহার করে আমাদের ত্বকের সমস্যা দূর করতে পারি। শীতে ঠান্ডা ,সর্দি ,গলা ব্যথা ,কাশি প্রতিরোধে প্রতিদিন উষ্ণ গরম পানির সাথে মধু পান করলে অনেক উপকার পাওয়া যায় এবং এটি আমাদের ভিতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।

চুলের যত্নে মধুর উপকারিতা

আমরা ত্বকের যত্নে যেভাবে মধু ব্যবহার করি তেমনি চুলের যত্নেও মধুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।শীতকালীন সময় আমাদের শরীর যেহেতু শুষ্ক থাকে তাই চুলের উজ্জ্বলতা হারিয়ে যায়, চুল ঝরে বেশি। এর প্রতিকার হিসেবে আমরা মধু ব্যবহার করতে পারি। আমরা যেহেতু চুলের উজ্জ্বলতার জন্য পাকা কলা ব্যবহার করি ,তার সাথে টক দই ও এক চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে চুলে লাগাতে পারি । এটি আমাদের চুলের উজ্জ্বলাতা ফিরিয়ে দেবে , চুল সিল্কি হবে এবং চুল ঝরা কমে যাবে ।

✅ চুলের যত্ন বা ত্বকের যত্নে আপনার দৈনন্দিন রুটিনে মধুর অন্তত একটি ঘরোয়া প্রতিকার শেয়ার করুন এবং এটির পদক্ষেপও।

আমি একজন সাধারণ গৃহিনী হিসেবে ঘরোয়া ভাবে ফেসিয়াল করাটা বেশি পছন্দ করি যেহেতু পার্লারে ফেসিয়াল করাটা অর্থব্যয় এবং সময় ব্যয় দুইটাই মনে করি।আমি মনে করি সৃষ্টিকর্তা আমাদেরকে এমনিতেই অনেক সুন্দর করে পাঠিয়েছেন আর সেখানে যদি আমরা নিজেদের প্রয়োজনীয় ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের যত্ন করি তবে সেটি হবে আমাদের জন্য খুবই ভালো। কারণ ঘরোয়া উপাদানে কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না ।আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই আমরা আমাদের ত্বকের যত্ন করতে পারি ।এখানে কোন ক্ষতিকর মেডিসিন ব্যবহার করার প্রয়োজন হয় না ।আজ আমি তেমনি একটি ঘরোয়া ফেসপ্যাক শেয়ার করছি ।

প্রয়োজনীয় উপকরণ

এলোভেরা জেলআধা চা চামচ
সাধারণ চালIMG20240120133749.jpgএক চা চামচ
মসুরি ডাল, কাঁচা হলুদIMG20240120134041.jpgএক চা চামচ,সামান্য
তরল দুধIMG20240120134117.jpgপরিমাণমতো
মধুIMG20240120134111.jpgএক চা চামচ

প্যাক তৈরি

মসুরের ডাল গুড়ো করে নিব এবং সাধারণ চাল গুড়ো করে নিব । অ্যালোভেরা থেকে জেল বের করে নিব। চালের গুঁড়ো এক চামচ,ডালের গুড়া এক চামচ, সামান্য কাঁচা হলুদ, অ্যালোভেরা জেল এক চামচ ও মধু এক চা চামচ একত্রে ভালো করে মিশিয়ে নেব।

IMG20240120134558.jpg

অল্প অল্প করে তরল দুধ মিশাতে থাকবো। একত্রে অনেক দুধ দেবোনা তবে পেস্ট পাতলা হয়ে যেতে পারে তাই একটু ঘন রাখবো। তৈরি হয়ে গেল আমার হানি ফেস প্যাক ।

IMG20240120134734.jpgIMG20240120134901.jpg
ব্যবহার
IMG20240120135647.jpg

ফেস ওয়াশ দিয়ে ফেস পরিষ্কার করে নিব ।এখানে ,আপনি যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটি ব্যবহার করতে পারেন ।এই ফেসপ্যাকটি মুখমণ্ডলে লাগিয়ে নেব । ঘাড়েও লাগিয়ে নেব এবং হাতেও লাগানো যায়।এভাবে লাগিয়ে ১৫ মিনিট রেখে দেব ।তবে এই ফেসপ্যাক লাগানোর পরে কোন কথা বলবো না। ১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করব এবং ধুয়ে ফেলব।

এটি বেশি জোরে ঘষাঘষি করা যাবে না ।এটি সাধারণত গোসল করার আগে দিলেই ভাল হয়। আমি আমার ত্বকে ফেসপ্যাকটি লাগিয়েছি । এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ।ত্বক আরো উজ্জ্বল ও তুলতুলে হবে।গোসল করে সাধারণ ময়েশ্চারাইজার দিয়ে ত্বকটিকে হালকা একটু মেসেজ করে নিব। আপনার ত্বকে আলাদা একটি উজ্জ্বলতা ভাব চলে আসবে ।এক মাসের ভেতরেই আপনার উজ্জ্বলতা পরিবর্তন দেখতে পাবেন ।

✅আপনার নিজের ছবি ব্যবহার করতে পছন্দ করুন
IMG20240120135740.jpgIMG20240121094159.jpg

এভাবে ব্যবহার করে আমি এর উপকার পেয়েছি ।আশা করি, আপনিও উপকার পাবেন। আর বেশি বেশি পানি খেতে হবে ,বেশি রাত জাগা যাবেনা ও সবুজ শাকসবজি বেশি খেতে হবে ।আর এই শীতের দিনে যেহেতু মধু সহজ মূল্যে পাওয়া যায় তাই প্রতিদিনের খাদ্যের তালিকায় মধু রাখতে পারি।

সকলের জন্য রইল শুভকামনা

Sort:  

মধুর উপকারীতা আসলে বলে শেষ করা যাবে না। শরীর এর ভেতর থেকে শুরু করে চুল, স্কিন সবকিছুর জন্যই ভালো একটা উপাদান।
আপনি রুপচর্চায় এর সাথে আবার যোগ করেছেন এলোভেরা। যেটাকে সুপার ফুডও বলা হয়ে থাকে।এর গুনাগুনও মধুর মতো বলে শেষ করা কঠিন।
এর সাথে চাল আর ডাল যা আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়।সবকিছু মিলিয়ে আপনার উপটানকেও সুপার উপটানই বলা চলে।
ত্বকের জন্য খুব উপকারী একটা উপটান আপনি সবার সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61604.80
ETH 3444.70
USDT 1.00
SBD 2.50