নিজেকে তৈরি করুন।। Make Yourself || 27 February 2024

in Incredible India5 months ago (edited)

#newbie

20240227_014026_0000.png
Pixels

এক মাছি মৌ মাছি কে জিজ্ঞেস করতাছে যে তুমি এত কষ্ট কইরা সারাদিন মধু সংগ্রহ করে রাখো আর মানুষ তোমার মধু নিয়ে যায়, তোমার কি একটুও কষ্ট লাগে না? মৌমাছি বলে, আমাদের সামর্থ্য আছে, সক্ষমতা আছে, আমাদের সক্ষমতা তো আর নিতে পারে না। তো ওইটা নিয়ে আমার কোন আফসোস নাই, ও আমার থেকে কি নিয়ে গেলো, কি রেখে গেলো। কিন্তু আমার মধ্যে কি বা আমার কি সক্ষমতা আছে আমি ওইটা নিয়ে গর্ব করি। আপনার কি হারালো কি গেলো কি পাইলেন এত কিছু নিয়ে চিন্তা করার সময় নাই। আপনার মধ্যে কি ক্যাপাসিটি আছে ওইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। টাকা পয়সা আসবে যাবে আপনি ধনী হবেন কি হবেন না এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার মধ্যে কি আছে আর তার মধ্যে ভালো কি গুন আছে ওইটা সব সময় ধরে রাখার চেষ্টা করবেন। একটা ছেলে মানুষকে জিজ্ঞেস করে যে তুমি কি করো? তোমার অবস্থান কি? তোমাকে সবাই দেখে তোমার কিছে, জিজ্ঞেস করবে না তোমার শরীর কি অবস্থা কি হয়েছে, বলবে যে পকেটের কি অবস্থা তোমার পকেট যদি ভাড়ি থাকে এই দুনিয়া তোমার কাছে হালকা হবে আর যদি হালকা থাকে দুনিয়াটা তোমার কাছে ভারী মনে হবে।

দুনিয়াকে কন্ট্রোল করা অনেক কঠিন তোমার বাবা বলো মা বলো তোমার ইচ্ছে গুলো তোমার সন্তান বলো, তোমার সব কিছু শেষ করে খাওয়াও তারপরেও তারা তোমার সমালোচনা করতে থাকবে। তুমি কখনই তাদের মন পাবে না। যতক্ষণ তাদেরকে দিতে পারবে বা তাদের জন্য করতে পারবে ততক্ষণ তাদের কাছে ভালো থাকবে।

বর্তমান সময়ে তুমি টাকাওয়ালা তোমার সব স্থানে সম্মান পাবে। তোমার কাছে টাকা নাই তোমার দামও নাই এই দুনিয়াতে।

আমাদের পাশের বাড়ীর এক টা ছেলে ছিলো, তখন তার আনুমানিক বয়স ছিলো প্রায় ১৬ বছর, সবে মাত্র এস এস সি পরিক্ষা দিয়েছে, যদিও তার যাবতীয় খরচ তার বড় ভাই চালাতো। যখন তার এক্সাম শেষ তখন তার ভাই তাকে ঢাকায় নিয়ে যায়, তার কাছেই রাখে, সে ছিলো সংসারের ছোট ছেলে। তাকে কেউ দাম দিতো না, তার কোনো ইচ্ছা বা অনিচ্ছার কথা কেউ শুনতো না। সে কি খাবার পছন্দ করতো না করতো তা কেউ কখনো জানার প্রয়োজন মনে করে নাই, কিন্তু ছেলে টা ছিলো সহজ সরল কোনো কথা সে মুখ ফুটে বলতে পারতো না। কারন সে ইনকাম করে না। বরংচ বসে বসে খেতো। যার কারণে কেউ তাকে দেখতে পেতোনা। ছেলে টাও রাগ করে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যায়। যাওয়ার আগে তার বড় ভাই এর মোবাইল থেকে প্রায় ৩০ হাজার টাকা চুরি করে ট্রান্সফার করে নিয়ে ঢাকায় চলে যায় এবং মোবাইল বন্ধ করে রাখে, কারো সাথে কোনো যোগাযোগ করে না।

সে সেই টাকা গুলো দিয়ে ব্যাবসা শুরু করে দেয়, ধীরে ধীরে তার ব্যাবসা বড় হতে থাকে এবং তার ভাইয়ের কাছে থেকে নেওয়া টাকা গুলো ফেরত দেয়। অবসশ্য তার অনেক পরিশ্রম করে ব্যাবসা কে দাড় করিয়েছে।
এখন সে একজন ব্যাবসায়ী।

সবাই তার কথা শুনে এমন কি তার সব কথা সবাই মানে। তার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকে।

পরিশেষে বলতে চাই, নিজেকে তৈরি করুন এমন ভাবে যেনো টাকা আপনার কাছে আসে, আপনি টাকার কাছে নই।

Sort:  
Loading...
 5 months ago 

@zohirsekh,
হ্যালো বন্ধু, প্রতিটা কর্মক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে যেটা আপনাকে মেনে কাজ করতে হয়। অনুরূপভাবে এখানেও সেরকম কিছু নিয়মাবলী আছে।

কিন্তু সর্বাগ্রে আপনার সক্রিয়তা গুরুত্বপূর্ণ, অন্যথায় আপনি এগুলো সঠিকভাবে ঠিক করতে পারবেন না। আমাদের মডারেটর কিছু তথ্য আপনাকে মন্তব্যের মাধ্যমে জানিয়েছেন কিন্তু আপনি এখনো কোনো পরিবর্তন করেননি।

আমাদের কমিউনিটিতে সর্বদাই স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সকল নিয়মাবলি অনুসরণ করা হয়। এবার ব্যতিক্রম কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তাই এগুলো অনুসরণ করুন এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।🙏

 5 months ago 

খুব চমৎকার লাগলো আপনার পোস্ট টি পড়ে ৷ আসলে গল্পের মাধ্যমে মানুষকে বুঝানো সম্ভব অনেক মানুষের ভূল ধারনা ভুল সিদ্ধান্ত ধরিয়ে দেওয়া যায় ৷ যেটুকু আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67364.26
ETH 3322.90
USDT 1.00
SBD 2.71