রঙ্গন ফুলের ফটোগ্রাফি !!🌼🌼

in Incredible India6 days ago

IMG_20240707_172108.jpg

হ্যালো বন্ধুগণ,,

চলে আসলাম আপনাদের মাঝে আবারো একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ আজকের ফুলের ফটোগ্রাফি হিসেবে থাকছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি ৷

সাধারনত আপনারা সবাই জানেন এটি একটি রঙ্গন ফুল আর রঙ্গন ফুল মূলত অনেক জাতের হয়ে থাকে ৷ একেকটি একেক রঙের হয়ে থাকে ৷ তবে আজকে আমি আপনাদের মাঝে সাদা রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছি ৷

আমরা সবাই কম বেশী ফুলকে ভালোবাসি বা ফুল বাড়িতে রোপণ করার চেষ্টা করি যেন বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি পায় ৷ সেরকম এই সাদা রঙ্গন ফুল আর এই ফুল গুলো বাড়িতে বা বারান্দায় টবের মধ্যে এই রঙ্গন ফুল গুলো ব্যবহার করে থাকে ৷

এই রঙ্গন ফুল গুলো ফুলের নার্সারি থেকে তোলা হয়েছে ৷ প্রায় বিকেল ৬ টার সময় আমরা ফুলের নার্সারি থেকে ফুল দেখার সময় এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছি ৷

ফুল দেখা শেষে বাড়ি আসার সময় দুটি রঙ্গন ফুলের চারা বাড়িতে নিয়ে আসি ৷ এই রঙ্গন ফুল গুলো টবের মধ্যে রোপণ করে যখন ফুল ফুটে থাকে তখন দেখতে আরো অনেক সুন্দর লাগে ৷ যার জন্য মূলত নিয়ে আসা বাড়িতে রোপণ করার জন্য ৷

IMG_20240707_172153.jpg

IMG_20240707_172137.jpg

রঙ্গন ফুল একটি বর্ষাকালীন ফুল বর্ষার সময়ে ফুল বাগানে এই ফুল গুলো ব্যাপক ভাবে দেখা যায় ৷ আর সাধারনত এই ফুল গুলোর চাহিদা বর্ষাকালে লক্ষ্য করা যায় ৷

বর্ষাকালে কেন এত চাহিদা তার অন্যতম কারণ হলো বর্ষাকালে এই ফুলের গাছ গুলো সতেজ থাকে এবং এই গাছ গুলো তুলে যে কোন জায়গায় রোপণ করলে খুব সহজে চারা গজিয়ে থাকে ৷ তার পাশাপাশি ফুলের গাছ রোপণ করার পর বেশী পানির প্রয়োজন পরে না , অল্প পানিতে গাছ গুলো খুব তারাতারি বেড়ে উঠতে সাহায্য করে ৷

এই ফুল গাছের বেশ কয়েকটি রঙ হয় তার মধ্যে আমার কাছে সাদা রঙের রঙ্গন ফুল টি বেশ ভালো লাগে ৷ কারন সাদা ফুল দুর থেকেও অনেক লাইট করে আর ফুল গুলো অনেক চ্যাপ্টা এবং গোলাকার হয়ে থাকে যার জন্য মূলত এই রঙ্গন ফুল টি আমার কাছে অত্যন্ত প্রিয় একটি ফুল ৷

IMG_20240707_172123.jpg

খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বা বাড়ির ছাদে এবং বেলকনিতে টবের মধ্যে ব্যবহার করতে পারবেন ৷ যেমন, একটি প্লাস্টিক টব বাজার থেকে কিনে নিয়ে আসবেন আর টব অনেক সাইজের পাওয়া যায় ছোট বাড় মাঝারি আপনার পছন্দ মত একটি টব কিনে নিয়ে এসে টবের মধ্যে ভরাট করে মাটি এবং হালকা গোবর সার মিশ্রণ করে পুরো টবে ভরাট করে দিতে হবে ৷

তারপর ফুলের চারা গুলো টবের মাঝখানে গর্ত করে হালকা ভাবে রোপণ করতে হবে ৷ প্রথমত রোদযুক্ত জায়গায় রাখতে হবে যখন পুরোপুরি ভাবে চারাটি গজিয়ে উঠবে বা স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে তখন টব টি যে কোন জায়গায় রেখে দিলে পরে কোন ধরনের সমস্যা হবে না ৷

IMG_20240707_172212.jpg

তো বন্ধুরা এই ছিল আজকের রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং সংক্ষিপ্ত বর্ণনা ৷ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সবাই শুভ রাত্রি ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 6 days ago 

আজ আপনি আমার পছন্দের একটা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। রঙ্গন ফুল আমাদের আশেপাশেই দেখা যায় এবং এটা বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধিতে সাহায্য করে। বারান্দায় টবে এবং বাড়ির সামনে এই ফুলটা ভালো মানায়। তবে আপনি এই ফটোগ্রাফিগুলো নার্সারি থেকে তুলেছেন। ফুল গাছের পরিপূর্ণ ভাবে বেড়ে উঠতে রোদের খুব প্রয়োজন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 days ago 

হুম ভাই আমারো এই ফুল অনেক পছন্দের কিন্তু আমাদের বাড়িতে তেমন ভাবে জায়গা নেই যে অনেক ফুলের চারা টবে লাগাবো ৷ কি আর করার পছন্দের ফুল গুলো সবসময় ভালো লাগে দেখতে ৷

 6 days ago 

ফুলকে ভালোবাসে না এমন মানুষ মানুষ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে। যে ধরনের ফুল হোক না কেন ফুলকে সবাই পছন্দ করে। আর আমার ছোটবেলা থেকেই ফুল গাছ রোপন করার অভ্যাস আছে। আমি বাসা বাড়িতে ভাড়াতে থাকি। তারপরও আমার এখানে সাত ধরনের ফুলের ছাড়া রোপন করে রেখেছি । আপনি আজকে রঙ্গন ফুল নিয়ে খুব সুন্দর করে পোস্টটি সাজিয়েছেন। আমি খুবই অনুপ্রাণিত হয়েছি যে রঙ্গন ফুল কিভাবে বাড়ির টবে লাগাতে হবে। ফুল গাছ বাড়িতে রোপন করলে বাড়ির সৌন্দর্যতা হাজার গুনে বেড়ে যায়। আর বিভিন্ন রকমের ফুল গাছ বাড়িতে থাকলে বাড়ির পরিবেশটাই অন্যরকম দেখায়।রঙ্গন ফুল আমারও খুব পছন্দের। এত সুন্দর করে রঙ্গন ফুল সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Loading...
 5 days ago 

আজকে আপনার রঙ্গন খুলে ফটোগ্রাফি গুলো অনেকটাই সুন্দর ছিল যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন এবং আমি অবশ্যই আশা করব ভবিষ্যতে আরো অনেক সুন্দর ফটোগ্রাফি আমরা আপনার কাছ থেকে দেখতে পাব।

 2 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

আপনার রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং সাথে তার বর্ণনা অনেক সুন্দর হয়েছে, ফুলগুলো গোলাকার এবং এক সাথে অনেকগুলো পাপড়ি এবং ফুলটা সাদা হওয়ার কারণে বেশি সুন্দর লাগছে, বর্ষাকালে সব ধরণের গাছের ফলন ভাল হয়। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য।

 2 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 days ago 

আমিও এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম ।। আজ আপনিও শেয়ার করেছেন দেখে ভালো লাগছে।। আসলে সবার শেয়ার করার ধরন এক রকম হয় না।। বর্তমান সময়ে এই রঙ্গন ফুল প্রায় জায়গায় দেখতে পাওয়া যায়।।

 2 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 16 hours ago 

বাহ কি দারুন দেখাচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো। হৃদয় ছোঁয়া প্রত্যেকটি ফটোগ্রাফি। আমি বরাবরই দেখি যে আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর হয় এবং তার ব্যাখ্যাগুলো আপনি ভালোভাবেই দিয়ে থাকেন।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রঙ্গন ফুলের এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58635.35
ETH 3152.96
USDT 1.00
SBD 2.44