বেশ কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি 🌼

in Incredible India2 months ago

IMG_20240717_181759.jpg

#Hello.
everyone,

চলে আসলাম আপনাদের মাঝে আজ বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ সাধারনত আমরা জানি আমাদের প্রকৃতিতে ফুল ফল ও গাছপালায় ঘেরা যার জন্য প্রকৃতি এত সুন্দর লাগে ৷

যাই হোক আজকে তিনটি ফুলের মধ্যে প্রথম ফুলটি হল ঢাল কলমি ফুল, যেটা অনেক টা কলমি ফুলের মত ৷ আসলে একটি ফুলের ভিন্ন ধরনের জাত রয়েছে যা দেখতে প্রায় একই লাগে নাম শুধু আলাদা হয়ে যায় ৷

আর এই ফুল গুলো কলেজের ফুল বাগান থেকে সংগ্রহ করা ৷ কলেজ শেষ করে আসার পথে এই ফুল গুলো ক্যামেরা বন্দি করে নিয়েছি ৷

আর এই ঢাল কলমি ফুল গুলো তেমন টা দেখা যায় না আমাদের এই দিকে আজকে হঠাৎ করেই চোখে পড়ে যায় ৷ যাই হোক ফুল গুলোর সাথে পরিচয় হয়ে আর অনেক পর বাদে দেখতে পেয়ে নিজের কাছে অনেক ভালো লাগতেছে ৷

ঢাল কলমি ফুল গুলো দেখতে সাদা এবং বেগুনী রঙের হয়ে থাকে ৷ দেখতে অনেক টা মাইকের মত তবে এই ফুল গুলো বৃষ্টি আসলেই খুব তারাতারি ঝরে পরে যায় ৷ যার জন্য মানুষজন এই ফুল গুলো খুবই কম পছন্দ করে থাকে ৷

IMG_20240717_181854.jpg

ঢাল কলমি ফুলের গাছ গুলো দেখতে লতা পাতা দিয়ে বেড়ে উঠে ৷ এই গাছের ডাল পালা নেই তবে লতা পাতার মাঝেই এই ঢাল কলমি ফুল গুলো ফুটে থাকে ৷

সাধারনত এই ঢাল কলমি ফুল গাছের কিছু ভেজষ ঔষুধি গুনাগুন রয়েছে ৷ যেই ঔষুধের গুনাগুন আগেকার মানুষেরা উপকার পেয়েছিল ৷

এই ফুল গাছের পাতা গুলো বেটে খেলে গ্যাস্টিক নামক রোগ থেকে খুব উপকার পাওয়া যেতো ৷ তারপর শরীরের ব্যাথার জন্য লতার কুশি গুলো সিদ্ধ করে শেক দিতো এতে করে ব্যাথা খুব তারাতারি কমে যায় ৷

IMG_20240717_181826.jpg

IMG_20240717_181935.jpg

IMG_20240717_181919.jpg

এই ফুলের নাম রঙ্গন ফুল আর সাধারনত রঙ্গন আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে বেশ দেখা যায় ৷ মূলত এই রঙ্গন ফুল গুলো বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য টবের মধ্যে চাষ করে থাকে ৷ বিশেষ করে এই রঙ্গন ফুল খুব সহজ পদ্ধতিতে চাষ করা যায় , এতে করে বাড়তি কোন খরচ বহন করতে হয় না ৷ একবার অল্প সার প্রয়োজন পরে তারপর থেকে নিয়মিত পানি সেচ দিলেই যথেষ্ট হয়ে যায় ৷

রঙ্গন গাছের ফুল গুলো দেখতে অসাধারণ লাগে ৷ একটি গাছে প্রতিটি ডালপালায় থোকায় থোকায় ফুল ফুটে থাকে ৷ যার জন্য মানুষজন বাড়ির ছাদে বা বাড়ান্দায় আর বেলকনিতে ব্যবহার করে থাকে ৷

IMG_20240717_182132.jpg

এই ফুলের নাম কি আমার জানা নেই ৷ দুপুর বেলা প্রচন্ড রোদের কারণে ছবি তোলার পর আর কাউকে বলার সুযোগ হয়ে উঠে নি ৷ যার জন্য ফুলের নাম টা আমার অজানাই রয়ে গেলো ৷

যাই হোক ফুলটি দেখতে বেশ সুন্দর ! ফুলটি মাঝারি আকাড়ের আর পাপড়ি গুলোও দেখতে অনেক সুন্দর ৷ এই প্রকৃতিতে ফুল ফল আছে জন্যই পৃথিবী এত সুন্দর ৷

তো বন্ধুরা আজকে এই ছিলো আমার বেশ কিছু ফুলের ফটোগ্রাফি ! আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সবাই ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 2 months ago 

ফুল আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের। আমার তো সব রকম ফুলি খুব ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আপনার পোস্টে ফুলের ফটোগ্রাফিতে সব ফুল গুলোই আমার চেনা। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।

 2 months ago 

পৃথিবীর সকল মানুষ ফুলকে ভালোবাসে ফুল কে ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, কলেজের ফুলবাগান থেকে সংগ্রহ করা তিনটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ সুন্দর এই ফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60257.31
ETH 2427.05
USDT 1.00
SBD 2.44