ভূই কুমড়ো ফুলের ফটোগ্রাফি (vhuikumra flowers photography)

in Incredible India11 months ago

IMG_20230917_174319.jpg

হ্যালো বন্ধুগন ,,

আশা করি সকলেই ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় অনেক ভালো আছি ৷ আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ফুল গাছের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷

এই ফুল গাছের নাম হচ্ছে ভূই কুমড়ো ৷ এগুলো বাড়ির আশেপাশে ছোট খাটো ঝোপঝাড়ে বেড়ে উঠে অবহেলায় ৷ তবে এই গাছ গুলোর মধ্যে আমি দুটো জিনিস খুজে পেয়েছি সেটা হলো এই গাছের ফুল গুলো সাদা এবং দেখতেও অনেক সুন্দর লাগে ৷ আরেকটি হলো এই গাছ ঔষধি কাজের জন্য খুবই উপকারি আসে মানুষের ৷ প্রচীন যুগ থেকেই এই গাছের ঔষুধ ব্যবহার করে আসছে মানুষজন ৷ আর মানুষজন এই গাছকে ভূই কুমড়ো গাছ বলেই চিনে থাকে ৷

এই ভূই কুমড়ো গাছের লতা পাতা চারদিকে ছড়িয়ে যায় এবং লম্বা অনেক দুর পর্যন্ত যেতে থাকে ৷ একটি বড় গাছের মধ্যে এই গাছের লতা পাতাকে যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে পুরো গাছকে ঢেকে নিবে এই ভূই কুমড়ো গাছ ৷ অনেকেই আমরা এই ধরনের গাছগুলোকে আগাছা মনে পরিষ্কার করে থাকি ৷ কারন এই গাছগুলো লতা পাতার সাহায্য খুব সহজেই জঙ্গল সৃষ্টি করে থাকে ৷

এই ভূই কুমড়ো গাছে মাটির নিচে আলুর মত কন্দ হয়ে থাকে ৷ তাই মানুষজন এই ফলকে ভূই কুমড়ো নাম দিয়েছিল ৷ অনেকে এই আলু গুলোকে খায় আবার অনেকেই ভয়ে খেয়ে থাকে না ৷

জেনে নেওয়া যাক ভূই কুমড়ো উপকারিতা √

  • সাধারনত গ্রাম চিকিৎসার ক্ষেত্রে এই ভূই কুমড়ো ঔষুধ ব্যবহার করে আসছে প্রাচীন যুগ থেকেই ৷ তাছাড়া এই ভূই কুমড়ো ঔষুধ গাছ হিসেবে গ্রামঅঞ্চলে রয়েছে ব্যাপক জনপ্রিয় ৷ আর এই ভূই গাছের মাটির নিচে যে কুমড়ো টি হয়ে থাকে সেটি যদি কোন মায়ের বুকের দুধ কম হয় সেক্ষেত্রে এই ভুই কুমড়ো ফলটি রান্না করে খেলে খুব সহজেই উপকার পাওয়া যায় ৷

  • তারপর এই ভূই কুমড়ো রোদে শুকানোর পর ফলটি গুড়ো করে খেলে প্রসাবের জ্বালাপোড়া কমে যায় ৷ তারপর দেখা যায় নারীদের ৠতু বন্ধে এই ভূই কুমড়ো গাছ ব্যবহার করা হয়ে থাকে ৷

IMG_20230917_174408.jpg

IMG_20230917_174439.jpg

IMG_20230917_174420.jpg

IMG_20230917_174354.jpg

IMG_20230917_174519.jpg

যতটুকু পেরেছি এই ভূই কুমড়ো সম্পর্কে বেশ কিছু তথ্য সংক্রান্ত আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ জানি না কেমন হয়েছে ৷ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজেদের প্রতি খেয়াল রাখবেন ৷

The essence of my writing is vhuikumro

I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much.Thank you all..

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 11 months ago 

আজকে আপনি আমাদের সাথে ভূই কুমড়ো ফুলের ফটোগ্রাফি
এবং তার উপকারিতা সম্পর্কে ও আলোচনা করেছেন। আসলে আমার লাইফে আমি এই প্রথম,, ভূই কুমড়ো ফুল সম্পর্কে জানতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এত সুন্দর ফটোগ্রাফি সহ এর উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 11 months ago 

আজকের এই পোষ্টের সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আজকে আপনি ভূই কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছেন। যেটি আমার কাছে অপরিচিত মনে হচ্ছে। আর আপনি এই ফুলের কিছু উপকারিতা বলেছেন সেগুলো আমার কখনো জানা ছিল না।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি পোস্ট করার জন্য।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 11 months ago 

ভুই কুমড়ো ফুলের সাথে আমি পরিচিত না।এমন অচেনা ফুলের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ আপনাকে

Loading...

ভুই কুমরো ফুল আগে কখনো শুনিনি বা দেখিনি। আপনার এই পোস্ট পড়ে জানলাম এই ফুল ও ফলের উপকারিতা। আপনাকে ধন্যবাদ আমাদের এই বিষয়ে অবগত করার জন্য। আশাকরি আপনি আগামী দিনে আরো পোস্টে আমাদের উপহার দিবেন। আপনার উদ্দেশ্য সফল হোক।

 11 months ago 

যেকোনো ফুলে নিজস্ব একটি সৌন্দর্য রয়েছে আজকে আপনি আমাদের মাঝে ভূই কুমড়ো ফুলের ফটোগ্রাফি উপস্থাপনা করেছেন। আমি গ্রামে থেকে তবুও কোনদিন এই ফুল দেখি নাই আপনার আগের পড়ার পর এর উপযোগিতা এবং দুর্দান্ত কিছু করে করে দেখতে পেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই ফটোগুলো কি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 11 months ago 

ভুই কুমড়া ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এছাড়াও এর বেশ কিছু উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। তবে এই গাছের কথা আমি এই প্রথম শুনলাম। আসলে আগে কখনো ভূই কুমড়া গাছের নাম শুনিনি। তবে জেনে অনেক বেশি ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুই কুমড়া ফুলের ফটোগ্রাফি এবং এর উপকারিতা সম্পর্কে বেশ কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57459.91
ETH 2436.61
USDT 1.00
SBD 2.38