গাঁদা ফুলের ফটোগ্রাফি

in Incredible India2 years ago

IMG_20230522_121135.jpg

Hello Everyone

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ইশ্বরের কৃপায় ভালো আছি ৷ প্রতিদিনের মত আজকেও চলে আসলাম ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ জানি না কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চল শুরু করা যাক ৷

আজকের ফটোগ্রাফি হল গাঁদা ফুলের ফটোগ্রাফি ৷ আর সাধারনত আমরা জানি এই গাঁদা ফুল বাংলাদেশে বাণিজ্যিক ভাবে চাষ করা হয়ে থাকে ৷ তারপর আমাদের প্রতিটি এলাকায় দেখা যায় নানা ধরনের ফুল চাষ করা হয়ে থাকে ৷ বেশির ভাগে এই গাঁদা ফুল চাষ করা হয়ে থাকে ৷

কারন এই গাঁদা ফুল অনেকেই কিনে নেয় বাড়িতে লাগানোর জন্য ৷ বা কেউ কেউ বেলকনিতে রাখার জন্য এই ফুল সাধারনত ব্যবহার করে থাকে ৷ তাছাড়াও এই ফুলের গাছ বাড়ির ছাদে লাগানো হয়ে থাকে ৷ দেখতে অনেক সুন্দর লাগে ৷ একটি গাছে অনেক গুলো ফুল ধরে থাকে ৷

আর এই ফুলের অনেক জাত রয়েছে ৷ একেক টি একেক রঙের রয়েছে ৷ এই ফুল সাধারনত বেশি বড় হয়ে থাকে না ৷ মাঝারি হয়ে থাকে ৷ আর এই গাঁদা ফুলের গাছ তেমন বড় হয় না বড় জোড় যদি হয়ে থাকে ৩ থেকে ৪ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে ৷

এই গাঁদা ফুল একটি সুগন্ধি ফুল হিসেবে আমার চিনে থাকি ৷ এই ফুলের পাতা গুলো অনেক ঘ্রান কিন্তূ এই ফুলের পাতার ঘ্রান টা একটু অন্যরকম যে কারো ভালো নাও লাগতে পারে ৷ তবে এই গাঁদা ফুলের পাতার অনেক ঔষুধি গুনাগুন রয়েছে ৷

IMG_20230522_121226.jpg

IMG_20230522_121110.jpg

IMG_20230522_121054.jpg

আমাদের বাংলাদেশে শীতকালীন ফুলের মধ্যে গাঁদা ফুল অন্যতম ৷ এই গাঁদা ফুলের চাহিদা অনেক রয়েছে ৷ যেমন কোন দোকান পাট উদ্ভদন করার আগে এই গাঁদা ফুলের প্রয়োজন পড়ে থাকে ৷ তারপর বিয়ে বাড়ির গাড়ি সাজানোর জন্য বা ঘর বাড়ি সাজানোর জন্য তারপর বিয়ে বাড়ি সাজানোর জন্য এই গাঁদা ফুল অত্যন্ত ভূমিকা পালন করে থাকে ৷

গাঁদা ফুলের চাষ সম্পর্কিত আলোচনা

  • জাত: আমাদের বাংলাদেশ রঙ ভেদে অনেক গাঁদা ফুল দেখা যায় যেমন কমলা , খয়েরি , লাল হলুদ এই ধরনের ফুল আমরা দেখতে পাই ৷ এই ধরনের রঙের গাঁদা ফুল আমাদের বাংলাদেশে বেশি চাষ করা হয়ে থাকে ৷

  • চারা তৈরি: সাধারনত শাখা কলম ও বীজের মাধ্যমে এই গাঁদা ফুলের চারা তৈরি করা যায় ৷ সারা বছর চাষ করা গেলেও শীতকালীন সময়ে ভালো ফলন পাওয়া যায় ৷

  • জমি তৈরি: সাধারনত এই গাঁদা ফুলের জন্য দো- আঁশ মাটি খুবই উপযোগী ৷ জমি টা চার থেকে পাঁচ বার চাষ করে মই দিয়ে ভালো ভাবে ঝুরঝুরা করতে হবে ৷

  • সার প্রয়োগ: মনে রাখতে হবে প্রতি শতক জমিতে গোবর ৩৫ কেজি মত আর ইউরিয়া সার ৩ কেজির মত টি এস পি সার ৩ কেজির মত প্রয়োগ করতে হবে ৷

  • চারা রোপন: মনে রাখতে হবে শাখা বা বীজ থেকে যে চারা তৈরি হয়ে থাকে তা একমাসের মধ্যে রোপন করতে হবে ৷ সারি থেকে সারির দুরত্ব নূন্যতম ৩৫ থেকে ৪০ সে.মি এবং চারা থেকে চারার দুরত্ব হতে হবে নূন্যতম ৩০ থেকে ৪০ সে.মি ৷

  • পরিচর্যা: সাধারনত মাটি শুকানোর আগেই পানি সেচ ব্যবস্থা নিতে হবে ৷ তারপর মাটিতে সব ধরনের আগাছা সঠিক ভাবে পরিষ্কার করতে হবে ৷ আর গাঁদা ফুলে তেমন রোগবালাই হয় না তারপরও কিছু ঔষুধ স্প্রে করতে হবে ৷ প্রতিটি গাছ খুটির সাথে বেধে রাখতে হবে যেন কোন ঝড় বৃষ্টিতে পরে না যায় ৷

  • ফুল সংগ্রহ: সাধারনত ফুল সংগ্রহ করতে হয় খুব ভোরে যেন রোদের মধ্যে শুকিয়ে না যায় ৷ তারপর এই গাঁদা ফুল গুলো ব্লেড বা কাছি দিয়ে তুলতে হবে ৷ হাত দিয়ে ছিড়ানো যাবেনা ৷ চারা রোপনের ৪০ থেকে ৫০ দিনের মধ্যে এই গাঁদা ফুল সংগ্রহ করা যায় ৷

IMG_20230522_121041.jpg

IMG_20230522_121031.jpg

তাছাড়াও এই গাঁদা ফুলের পাতার অনেক ঔষুধি গুনাগুন রয়েছে ৷ আমরা যখন ছোট ছিলাম কোন ভাবে হাত কাটা গেলে এই গাঁদা ফুলের পাতা গুলো বেটে সেই কাটাযুক্ত স্থানে লাগিয়ে দেওয়া হয় ৷ তাছাড়াও অনেক রোগের জন্য এই গাঁদা ফুলের পাতার উপকারিতা রয়েছে ৷

আজকে এই ছিল গাঁদা ফুলের সম্পর্কিত আলোচনা আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
Sort:  
Loading...
 2 years ago 

খুবই সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো এবং গাঁদা ফুল চাষ সম্পর্কে অনেক কথা আপনি আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন যেটা পড়ে আরও বেশি ভালো লাগলো এবং গাঁদা ফুলের পাতায় অনেক উপকারিতা রয়েছে এটা আমিও একটু জানি এবং আরো আপনার পোষ্টের মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 2 years ago 

গাঁদা ফুলের চাষ পদ্ধতি এবং গুণের বর্ণনার সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 2 years ago 

Amigo la caléndula es una flor muy bonita no sabía de esta flor si no es por tu publicación y es una flor que tiene mucho beneficios. Gracias por compartir esta publicación e aprendido mucho sobre la caléndula. Saludos y bendiciones.🤗

Thank you so much dear 🤍🙏

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110950.11
ETH 3945.89
USDT 1.00
SBD 0.59