পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি ও উপকারিতা !!

in Incredible India6 months ago

IMG_20240410_094154.jpg

হ্যালো বন্ধুগণ ,,

আমি আজকে আপনাদের মাঝে পেঁয়াজ ও পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চলুন শুরু করা যাক ৷

সাধারনত আমরা পেঁয়াজকে সবাই চিনে থাকি ৷ আর পেঁয়াজ হলো একটি মসলাযুক্ত জাতীয় উদ্ভিদ ৷ এই পেঁয়াজ সব দেশেই মসলাযুক্ত জাতীয় উদ্ভিদ হিসেবে চিনে থাকে বা পরিচিতি রয়েছে ৷ কোন সবজী রান্নার ক্ষেত্রে বা যে কোন খাবার রান্না করলেই এই পেঁয়াজের প্রয়োজন পরে ৷

পেঁয়াজ সবজীর স্বাদ বাড়ানোর পাশাপাশি পেঁয়াজের বেশ কিছু ভেজষ ঔষুধি গুনাগুন রয়েছে যা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি ৷ পেঁয়াজ চাষের উপযুক্ত সময় হলো ফ্রেবুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত আর বিশেষ করে পেঁয়াজ চাষ করার পর বেশীদিন সময় লাগে পেঁয়াজ উপযুক্ত হতে ৷ পেঁয়াজের বেশ কিছু জাত রয়েছে যেগুলো একেক জাতের একেক ধরনের ফলন পাওয়া যায় ৷

IMG_20240410_094220.jpg

এখন জেনে নেওয়া যাক পেঁয়াজ চাষ কিভাবে করবেন ,,

  • চাষপদ্ধতি ,, জমিতে সরাসরি ভাবে কয়েকটি চাষ করে তারপর পেঁয়াজের বীজ বপন করা যায় সেগুলো এক মাস বয়স হলে আবার জমিতে বপন করতে হবে ৷ তারপর বাজারে পেঁয়াজের চারাও কিনে পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসে জমিতে খুব সহজে চাষ করতে পারবেন ৷ বীজের পরিমাণ প্রতি শতকে ১৪ থেকে ১৬ গ্রাম বীজ বপন করতে হবে ৷ তারপর সেই বীজের চারা থেকে চার গুলো চার থেকে ৫ ইঞ্চি ফাঁকা করে রোপণ করতে হবে ৷
  • সার ব্যবস্থা ,, প্রতি শতকে সার প্রয়োগ করতে হবে গোবর ৫০ কেজির মত করে ৷ তারপর ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এক কেজির মত তারপর টি এসপি পটাশ দুটোই এক কেজির মত ৷
  • পানি সেচ ব্যবস্থা ,, যদি বালু মাটি হয়ে থাকে তাহলে অবশ্যই সাত দিন পর পর একটি করে সেচ দিতে হবে ৷ আর যদি কম বালুযুক্ত মাটিতে চাষ করে থাকেন তাহলে মাসে তিনটি সেচ দিলেই হয়ে যাবে ৷
  • রোগ বালাই ,, রোগবালাই দমন করতে অবশ্যই বিয়েজের পরামর্শ অনুযায়ী ঔষুধ প্রয়োগ করতে হবে ৷ আগাছা যেন না জন্মে থাকে সেদিকে প্রথম থেকেই খেয়াল রাখতে হবে ৷ বৃষ্টির পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ৷

বর্তমান সময়ে যে পেঁয়াজের বাজারমূল্য বেশ চড়া আগের তুলনায় এখন অনেক দাম বেশি আর আমরা যদি একটু সচেতনতা অবলম্বন করি তাহলে বছরের পেঁয়াজ টা আমরা বাড়িতে রোপণ করে খেতে পারবো তাহলে আর বাজার থেকে বেশি টাকায় কিনে খাইতে হবে না ৷

IMG_20240410_094135.jpg

IMG_20240410_094116.jpg

পেঁয়াজের উপকারিতা

এটা আমরা সবাই জানি যে পেঁয়াজের নানা ধরনের প্রতিকার রয়েছে আর সেই প্রতিকার গুলো থেকেই আমরা অনেকে উপকৃত হয়েছি ৷

  • সাধারনত পেঁয়াজ ফল জ্বর ও সর্দির জন্য বেশ উপকারিতা রয়েছে যেমন , জ্বর ও সর্দির ভাব আসলে একটি পেঁয়াজের রস নাকের কাছে নিয়ে আসে একটু টানলে জ্বর ও সর্দি খুব তারাতারি চলে যাবে ৷

  • পেঁয়াজ নিয়মিত খেলে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে থাকবে ৷ যার জন্য আমাদের উচিত প্রতিদিন কমবেশী পেঁয়াজ সালাদ হিসেবে খাবার খাওয়া ৷

  • তাছাড়ার পেঁয়াজ অ্যাজমার সমস্যা সমাধান করে থাকে তার পাশাপাশি চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে থাকে ৷ পেঁয়াজ নিয়মিত খেলে ঘন ঘন প্রসাব হওয়া থেকে মুক্তি দিতে পারে ৷ তারপর নাক দিয়ে রক্ত পরলে সেটা বন্ধ করার জন্য পেঁয়াজের রস বেশ গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে থাকে ৷

IMG_20240410_094054.jpg

তো বন্ধুরা আজকে এই ছিলো আমার পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি ও তার পাশাপাশি বর্ণনা এবং উপকারিতা ৷ আমার পোস্ট টি পড়ার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 6 months ago 

পেঁয়াজ ফল আমরা মোটামুটি সবাই চিনে থাকি। বিশেষ করে আমরা যারা গ্রামের বসবাস করি তারা সবাই চিনি। কারণ পিয়াজ হলো আমাদের রান্না করার নিত্যদিনের সঙ্গী। পিয়ার চাষাবাদ করতে কি কি দরকার হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা সবগুলো তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago (edited)

হ্যা ভাই পেঁয়াজ মসলা জাতীয় উদ্ভিদ যেটা আমার প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করে থাকি এতে করে শাকসবজীর স্বাদ বাড়িয়ে দেয় ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মতামত তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 months ago 

আপনি নিয়মিত ফটোগ্রাফি পোস্ট করেন। এরমধ্যে আজকের পোস্টটি আমার কাছে অন্যরকম লেগেছে। পেঁয়াজের ফুল দেখতে খুবই সুন্দর হয়। আপনার তোলা ছবিতে তো
অপূর্ব লাগছে।

আপনি খুব সুন্দর করে পেঁয়াজ বপন পদ্ধতি ও
এর উপকারিতা বর্ণনা করেছেন। সত্যি কথা বলতে পেঁয়াজ এমন একটি পণ্য যা ছাড়া আমাদের একদিনও চলে না।আপনার পোস্ট পড়ে অনেক তথ্যই জানা হলো। খুব ভালো লাগলো আপনার পোস্টটি।

 6 months ago 

হ্যা দিদি ছবি তুলতে তো এমনিতেই ভালো লাগে ৷ আমার ডিভাইস অনুযায়ী যেরকম ফটোগ্রাফি করি আশা করি আগামীতে ভালো ডিভাইস এর ফোন নিয়ে আরো ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো ৷

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

আপনার পোস্ট পরিদর্শন করা যখন শুরু করি, তখন আপনার ফটোগ্রাফিতেই আমাদের চোখ আটকে যায়। যেটা সত্যিই অসম্ভব সুন্দর দেখতে এত ভালো লাগে, সেটা বলে বোঝানো সম্ভব না। আজকে আপনি আমাদের সাথে পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি এবং চাষাবাদ সম্পর্কে আলোচনা করেছেন। সেই সাথে পেঁয়াজ ফুলের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ চেষ্টা করবো আপু এই ফটোগ্রাফি টা ধরে রাখার আর সামনে আরো অনেক ভালো ফটোগ্রাফি পোস্ট করার ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷

 6 months ago 

পেয়াজ ফুলের এমন উপকারিতা আমি আগে তো জানতাম না 🤔। আপনার লেখাগুলো পড়ে জানতে পারলাম । আমার পাশাপাশি আরো যারা এই লেখাগুলো পড়বে তারাও জানতে পারবে। প্রতিটা জিনিসেরই ভালো কয়েকটি দিক আছে তার উপকারিতা আছে।

বরাবরের মতো আপনার অসাধারণ ফটোগ্রাফির প্রশংসা করতেই হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি আরো চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো ভালো ফটোগ্রাফি পোস্ট নিয়ে আসার জন্য ৷

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

পেঁয়াজ ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ভাই খুব সুন্দরভাবে আপনি আপনার ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন এবং তার পাশাপাশি উপকারিতা সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগবে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ৷

 6 months ago 

আপনি আজকে আমাদের মাঝে পেজ গুলোর ফটোগ্রাফি শেয়ার করেছেন। পেঁয়াজফুল আমি আগে কখনো দেখি নাই। এ ফুল যে দেখতে এত সুন্দর হয় এটা আমার আগে জানাও ছিল না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের সাথে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য।
পেয়াজ ফুলের ছবির সাথে সাথে কিভাবে এর চাষ করতে হয় সেই সম্পর্কেও বিস্তারিত লিখেছেন।
সাথে পেঁয়াজের গুনাবলীও আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটা পোস্ট আমাদের মেসেজ শেয়ার করার জন্য।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইল আপনার জন্য।

 6 months ago 

হ্যা দিদি পেঁয়াজ ফুল দেখতে অসাধারণ লাগে যার জন্য শেয়ার না করে পারলাম না ৷

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

বরাবরের মতো এবারও আপনার ফটোগ্রাফি সত্যিই খুব সুন্দর হয়েছে। তবে আজ আপনি সবার পরিচিত পেয়াজ ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আমাদের অনেকেই রান্নার কাজে পিয়াজ ব্যবহার করতে পছন্দ করে তবে আমি এটি তেমন পছন্দ করি না। পিয়াজ যে সর্দি ও কাশি কমাতে সাহায্য করে এটা আমার সত্যিই জানা ছিলো না।

ধন্যবাদ আপনাকে সুন্দর এবং তথ্যবহুল পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 6 months ago 

আপনার ফটোগ্রাফি সব সময় সুন্দর হয়, আজকের পেয়াজ ফুলের ফটোগ্রাফি দারুণ ছিল। এই ফুলের কথা ভুলে যেতে বসেছিলাম। অনেকদিন পর দেখলাম।

 6 months ago 

হ্যা ভাই বছরে একটি বার এই ফুল গুলো দেখতে পাই আমি প্রায় খোজ নিতে যাই গাছে ফুল ফুটছে কিনা ৷ এই ফুল গুলোও আমারো অনেক ভালো লাগে ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68503.89
ETH 2535.33
USDT 1.00
SBD 2.52