The Steemit Awards 2023:- My Nominations

in Incredible India6 months ago

IMG_20231205_153756.png

নমস্কার বন্ধুরা,,

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন ৷ আমি আজকে "The steemit awards 2023" অংশগ্রহণ হতে যাচ্ছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

BEST AUTHOR
আমি এই স্টিমিট প্লাটফর্মে অনেক দিন যাবৎ ধরে কাজ করে আসছি ৷ শুধু তাই নয় এই স্টিমিট প্লাটফর্মে আমরা আমাদের মনের ভাবে থেকে শুরু করে নানা ধরনের গল্প নাটক মুভি ডায়েরি গেম এবং ফটোগ্রাফি পর্যন্ত শেয়ার করতে পারি ৷ আমি এই স্টিমিট প্লাটফর্মে এসে নিজের মধ্যে অনেক আনন্দিত বোধ করে থাকি ৷ তার পাশাপাশি সবার শেয়ার করা লেখা এবং পোস্ট গুলো পড়তে ভালো লাগে ৷20231205_154904_0000.png

তারপর আমি যদি শ্রেষ্ঠ লেখিকা হিসেবে বেছে নিতে চাই তাহলে আমি আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির এডমিন মহোদয়া @sduttaskitchen দিদিকে সর্বপ্রথম বেছে নিতে চাইবো ৷

আসলে উনার লেখার যে ভাবভঙ্গি রয়েছে সেটার কোন তুলনা হয় না ৷ তিনি খুব সহজ সরল ভাষায় বেশ সুন্দর ভাবে গুছিয়ে লিখে থাকেন যেন সবাই সঠিক ভাবে বুঝতে পারে ৷ উনার লেখা গুলো একবার পড়তে বসলে শুধু পড়তেই মন চায় ৷

তিনি সবসময়ের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করে এবং সেগুলো উনার পোস্টে আমরা পড়ার সুযোগ পেয়ে থাকি ৷ উনার লেখা যে একবার পড়বে তাকে উনার পোস্ট আবার পড়ার জন্য খুজতে হবে কেননা উনার লেখার প্রতিটি মানে বেশ সুন্দর ভাবে দিয়ে থাকেন ৷ এবং কি উনার লেখা পড়ে আমাদের নিজেদের লেখার উৎসাহ বাড়াতে সাহায্য করে থাকে ৷

Best Contributor to the community

20231205_171122_0001.png

বেশ কনট্রিবিউটর হিসেবে আমি এখানেও আমার @sduttaskitchen দিদিকে প্রাধান্য দিবো ৷ কারন এর বিশেষ কারন রয়েছে ৷

দিদির মধ্যে যে ক্রিয়েটিভ রয়েছে তা আসলেই অতুলনীয় ৷ কারন উনার নতুন কিছ খুজতে বেশী সময় লাগে না তিনি খুব অল্প সময়ের মধ্যে সবকিছু যোগাড় করে ফেলতে পারে ৷

তারপর উনার কাজের দক্ষতাও অতুলনীয় উনার কাজের দক্ষতা বলতে গেলে হয়তো কোনদিন শেষও করা যাবে না উনি উনার প্রতিটি কাজ অনেক সততার সাথে করে থাকেন ৷ তার পাশাপাশি বলতে গেলে উনার মধ্যে রয়েছে অনেক ধৈর্য্য যা অনেক জনের মাঝে থাকে না ৷

তিনি এই স্টিমিট প্লাটফর্মে অনেক দিন যাবৎ ধরে রয়েছেন প্রথম অবস্থায় উনি অনেক পরিশ্রম করেছেন কিন্তু কোন ধরনের সাফল্যের রাস্তা দেখতে পাচ্ছিলো না ৷ তবুও তিনি হাল ছাড়েন নি তিনি উনার কাজকে বিশ্বাস করে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ আর এগিয়ে যেতে যেতে উনি আজকে এই পর্যন্ত চলে আসেন ৷ তাহলে আমরা দিদি কে দেখেই আমাদের অনেক কিছু শেখার রয়েছে ৷ উনার পরিশ্রম সততা এবং ধৈর্য্য আজকে এই অব্দি নিয়ে এসেছে ৷

Best Community

20231205_172453_0000.png

বেস্ট কমিউনিটি হিসেবে আমি আমার #incredibleindia কে নির্বাচিত করবো ৷ কেননা এই কমিউনিটিতে কাজ করার সুযোগ পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি এবং কি ভাবে একজন সঠিক স্টিমিয়ান হতে হয় তা শিখে যাচ্ছি আর ভবিষ্যতে হয়তো হতেও পারবো ৷

এই কমিউনিটি সকল কার্যক্রম গুলো একজন নতুন মেম্বার কে সুন্দর ভাবে গুছিয়ে তাকে পরামর্শ দেওয়া হয় কিভাবে পোস্ট করতে হয় এবং কিভাবে পোস্ট করলে পোস্টের মান ভালো দেখাবে এবং কিভাবে পোস্ট করলে নিজের লেখার মান উন্নত করা যায় তা সব কিছুই এই কমিউনিটি থেকে শেখা আমার ৷

তারপর আমরা বলতেই পারি এই কমিউনিটির এডমিন মহোদয়া দিদি ও মডারেটর রা সবাই আমাদের সাথে বন্ধুসুলভ এর মত আচরণ করে থাকে ৷ আমরা একটি জিনিস না বুঝলে বা ভূল করে থাকলে সেটি তারা বার বার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে ৷

তারপর এই কমিউনিটিতে প্রতি সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে যেখান থেকে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারি ৷ এবং আমাদের এডমিন মহোদয়া দিদি সব সময় টিউটোরিয়াল ক্লাসে স্টিমিট প্লাটফর্মে কাজ বিষয়ে ভালো পরামর্শ দিয়ে থাকেন ৷ তারপর প্রতিটি নাম্বারের কাছে তাদের সমস্যার কথা বলে সেই সব সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করে থাকেন ৷

তারপর সাপ্তাহিক হ্যাংআউটের ব্যবস্থা রয়েছে সারা সপ্তাহে কাজ করার পর অবশ্যই একটু বিশ্রামের প্রয়োজন তার জন্য কমিউনিটি এই হ্যাংআউটের ব্যবস্থা করে থাকেন ৷ সেখানে আমরা সপ্তাহের একদিন মন খুলে অনেক মজা হাসি ঠাট্টা করে থাকি ৷ সবার মাঝে সবার আনন্দ বিলিয়ে দিয়ে থাকি ৷

যাই হোক আমি সবকিছু মিলিয়ে বলতেই পারি আমার @incredibleindia হলো বেস্ট কমিউনিটি ৷ যার হাত ধরেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি ৷ আমি এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে আসলে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি ৷

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

IMG_20230720_181603.png

Sort:  
 6 months ago 

ম্যাম এর তুলনা ম্যাম নিজেই। ওনার লেখার ধরন ও কাজ করার ধরন আলাদা। তিনি সততার সাথে ওনার কাজ গুলো করে যাচ্ছেন তিনি নিজে মিথ্যার আশ্রয় নেন না এবং কাউকে এ বেলায় প্রশ্রয় দেন। আর আমাদের কমিউনিটির কথা বললে এঔটা আমাদের পরিবার। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম ও আমাদের কমিউনিটিকে বেস্ট হিসেবে মনোনীত করার জন্য।

 6 months ago 

আমারা সবাই মিলে দিদির পাশে থেকে দিদিকে সাপোর্ট করতে চাই আর আমরা দিদির পাশে থাকলে দিদির কাছে অনেক কিছুই শিখতে পারবো ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ 🙏

 6 months ago 

আপনার যোগ্যদেরকেই মনোনীত করেছেন। স্টিমিটে প্রিয় দিদির তুলনা হয় না। পাশাপাশি প্রিয় কমিউনিটি যেভাবে সাপোর্ট দিচ্ছে তাতে এবার বিজয়ী আমরাই হবো বলে আমার বিশ্বাস।

আপনি খুব ভালো কিছু যুক্তি দেখিয়েছেন কেন সেরা। অবশ্যই স্টিমিট প্ল্যাটফর্ম এর দায়িত্বরত রা এওয়ার্ড এর জন্যে সঠিক মানুষদেরকেই মূল্যায়ন করবে।

 6 months ago 

হুম ভাই আমাদের এডমিন মহোদয়া দিদির জন্য অনেক অনেক শুভকামনা রইলো ৷ তার সাথেও আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ ৷ আপনার মন্তব্য প্রকাশ করার জন্য ৷

 6 months ago 

আসলেই সত্যি ম্যাম সব সময় আমাদেরকে সহজ ভাষায় সবকিছু বোঝানোর চেষ্টা করে। এবং উনার পোস্টে আমরা সব সময় এমন ধরনের কিছু বার্তা পেয়ে থাকি। যেটা আমাদের বাস্তব পথ চলার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনার ম্যামের প্রতি অনুভূতিগুলো অনেক ভালো লাগলো আমার কাছে।

কমিউনিটির প্রতি আপনার ভালোবাসা অনেক, যেটা আপনার লেখা পড়ে বুঝতে পারলাম। আসলে এই কমিউনিটি থেকে আমরা অনেক কিছু পেয়েছি। নিজেদের জীবনটাকে কিভাবে সাজাতে পারব সেই বিষয়টাও আমরা এই কমিউনিটিতে এসে বুঝতে পেরেছি। এবং এখানে আমাদেরকে বোঝানো হয়েছে সততার সাথে কাজ করলে, কেউ কখনো পিছিয়ে থাকে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

ভাই অনেক ধন্যবাদ দিদিকে মনোনীত করার জন্য। আপনি ঠিক কথাই বলেছেন তাঁর লিখা থেকে আমরা অনেক কিছুই শিখি। প্রতিনিয়তই শিখছি। তিনি আমাদের যেভাবে আগলে রাখেন অন্যকেউ হলে হয়তো এমনটা করতো না। পড়ে ভালো লাগলো দুটো ক্যাটেগরিতে আপনি দিদিকে মনোনীত করেছেন।

আপনি বেষ্ট কমিউনিটি হিসেবে আমাদের কমিউনিটিকে সিলেক্ট করেছেন দেখে বেশ খুশি হলাম। কারণ আমাদের কমিউনিটিতে কোন কিছুরই কমতি নেই। এখানে সৎ না হলে কেউ কাজ করতে পারে না। তাছাড়া আমাদের কমিউনিটির সকল ইউজার, মডারেটরগণ এবং এ্যাডমিন দিদি সবাই অনেক বন্ধুসুলভ আচরণ করে আমাদের সাথে।

যাইহোক ভাই ভালো থাকবেন সবসময়। শুভকামনা রইলো।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আপনি Best Contributor community হিসাবে দিদিকে নির্বাচন করে একদম সঠিক কাজটি করেছেন কারণ তার মতো লেখিকা আমাদের কমিউনিটিতে আর একটি পাওয়া খুব কঠিন। দিদির পোস্ট পড়ে আমরা সকলেই শিক্ষা অর্জন করতে পারি আর তাই Best Contributor community হিসাবে তার নাম রাখা আমাদের দায়িত্বের ভিতর পড়ে।আর আমাদের কমিউনিটি কে আপনি বেস্ট কমিউনিটি হিসেবে নির্বাচন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

আপনিও আমার মতোই সেরা লেখক এবং বেস্ট কন্ট্রিবিউটর হিসেবে দিদিকে এবং সেরা কমিউনিটি হিসেবে আমাদের ইনক্রেডি ইন্ডিয়াকে নির্বাচিত করেছেন। আসলে আমার মতে আপনি যোগ্য ব্যাক্তি ও কমিউনিটিকেই মনোনীত করেছেন।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার মতামত প্রকাশ করার জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হুম দিদি আমাদের এডমিন মহোদয়া দিদি কে নিয়ে লিখলে হয়তো লিখে শেষ করা যাবে না ৷

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ৷

Loading...

আপনিও আজ স্টিমিট অ্যাওয়ার্ড ২০২৩ এ নমিনেশন দিয়েছেন আমাদের সবার প্রিয় ম্যাম কে।একই সাথে বেস্ট কমিউনিটি হিসেবে ইনক্রেডিবল ইন্ডিয়ার নাম ঘোষনা করেছেন।ধন্যবাদ এমন যুক্তিযুক্ত চয়নের জন্য। ভালো থাকুক আমাদের অ্যাডমি ম্যাম,ভালো থাকুক আমাদের প্রিয় কমিউনিটি।।

 6 months ago 

আমার পোস্ট টি খুব মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো ৷

 6 months ago 

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। আপনি এই প্রতিযোগিতা যে বিষয়টি ছিল তার আলোকে খুবই চমৎকার ভাবে লিখেছেন আর আপনি সেরা লেখিকা হিসেবে আমাদের ম্যামকে নির্বাচন করেছেন যেটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।। সেই সাথে বেস্ট কমিউনিটি ও
Best Contributor to the community হিসেবেও আমাদের ম্যাম ও কমিউনিটির নির্বাচন করেছেন।। আর কেন করেছেন এগুলো আপনি উল্লেখ করেছেন।।

খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ... শুভকামনা রইলো ভাই ,, ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66442.48
ETH 3553.03
USDT 1.00
SBD 3.10