লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি !!

in Incredible India9 months ago

IMG_20231117_190423.jpg

নমষ্কার বন্ধুরা ,,

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন ৷ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লজ্জাবতী গাছের ফুলের ফটোগ্রাফি ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷

আমরা এবং আপনারা হয়তো এই লজ্জাবতী ফুল গুলো সবাই দেখেছেন বা চিনে থাকবেন ৷ এই গাছ গুলো খুব একটা দেখা না গেলেও মাঝে মাঝে চোখে পরে ৷ এই ফুলের গাছ গুলো দেখতে যেমন সুন্দর তেমনি ফুল গুলোও দেখতে বেশ সুন্দর ৷

আমি সকাল বেলা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার ধারে এই লজ্জাবতী ফুলের গাছটিকে দেখতে পাই ৷ এই লজ্জাবতী ফুল গুলো আমার অনেক ভালো লাগে ৷ ফুল গুলো দেখতে সাদা এবং ফুলের পাঁপড়ি গুলো অনেক নরম হালকা টাচ করলেই পাঁপড়ি গুলো ঝরে পরে যায় ৷

এই লজ্জাবতী গাছগুলো একটু নারা পেলেই পাতা গুলো বন্ধ হয়ে যায় ৷ বাতাসে হোক বা আপনারা যদি এই গাছকে হালকা টাচ করেন তাহলে দেখবেন পাতা গুলো সাথে সাথে বন্ধ হয়ে যাবে ৷ এই লজ্জাবতী গাছে প্রচুর কাটা রয়েছে কাটা গুলো সাধারনত ছোট ছোট তবুও যে কেউ এই গাছের উপর দিয়ে গেলে পায়ে লাগবেই ৷

সাধারনত এই লজ্জাবতী গাছের কাটার আঘাত অসহ্যকর খুবই ব্যাথা লাগে ৷ তাই ভয়ে এই গাছের কাছ দিয়ে কেউ চলাচল করে না ৷ এই লজ্জাবতী গাছের ফুল গুলো সকাল বেলা দেখতে খুবই সুন্দর দেখায় ৷ কারন সূর্য উঠার সাথে সাথে এই ফুল গুলো ঝেমকে যায় তখন আর দেখতে ভালো লাগে না মনে হয় যেন ফুল গুলো মরে গেছে কিন্তু তা না এই লজ্জাবতী গাছের ফুল গুলো সকাল বেলা দেখতে অনেক সুন্দর লাগে ৷

IMG_20231117_190608.jpg

IMG_20231117_190532.jpg

সাধারনত এই গাছ গুলো লতা পাতা আকাড়ের হয়ে থাকে চারপাশে ডালপালা ছড়িয়ে যায় ৷ কিন্তু এই গাছ খুব তারাতারি বংশবিস্তার করতে পারে না ৷ আর বিশেষ করে এই লজ্জাবতী গাছ গুলো একবার যেখানে জন্ম নিয়ে থাকে পরের বছর দেখবেন ঠিক একই জায়গায় গাছগুলো আবার দেখা গেছে ৷

আর এই লজ্জাবতী গাছ গুলো খুব সহজেই মরে না ৷ কোন সময় দেখা যায় কোন ফসলি জমির আশেপাশে এই গাছ গুলো রয়েছে তখন ফসলি জমিতে ফসল উৎপন্ন করার সময় এই গাছ গুলোকে কেটে বা ছাটাই করে ফেলে দিয়ে থাকে ৷ এই লজ্জাবতী গাছের পাতা গুলোও অনেক সুন্দর লাগে সবুজ রঙের পাতা এই লজ্জাবতী গাছের ৷

তাছাড়াও এই লজ্জাবতী গাছের কিছু ঔষুধি গুনাগুন রয়েছে যেগুলো আমাদের এখনো অজানাই রয়েছে ৷ তাহলে চলুন জেনে নেওয়া যাক ৷

এই লজ্জাবতী গাছের মূলের রস অনেক উপকারি করে থাকে ৷ কফ খেকে শুরু করে কানের রক্ত পরা তারপর নাকের রক্ত পরা বন্ধ করতে পারে খুব সহজেই ৷ তারপর শরীরের মধ্যে থাকা যে কোন জ্বালাপোড়া কমাতে সাহায্য করে থাকে এই লজ্জাবতী গাছের মূলের রস ৷ তারপর দেখা যায় অনেক সময় শরীরে কাটা গিয়ে থাকে তখন এই লজ্জাবতী গাছের মূলের রস লাগিয়ে দিবেন যে কোন কাটাযুক্ত ক্ষত রক্ত পরা বন্ধ হয়ে যাবে এবং ক্ষত গুলো খুব তারাতারি সেরে যাবে ৷

IMG_20231117_190447.jpg

IMG_20231117_190512.jpg

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ৷ আমার আজকের লজ্জাবতী গাছের ফুলের ফটোগ্রাফি গুলো ও তার পাশাপাশি বর্ণনা গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ৷ দেখা হবে আবারো পরবর্তী পোস্টে ৷

The essence of my writing is Shy flower photography.
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much. Thank you all..
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 9 months ago 

রাস্তার পাশে অনাদরে জন্মানো এই ওষুধি গাছটি আমার প্রায় সময়ই চোখে পরে ঢাকার বাইরে বের হলেই। আর এর হালকা বেগুনি রঙের ফুল দেখতে খুবই চমৎকার। আপনি এই গাছের গুনাবলী সহ বেশ কিছু উপকারীতা আমাদের সাথে চমৎকার ভাবে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

ছোটবেলা থেকেই এই লজ্জাবতী গাছ দেখে আসছি। এই গাছের পাতায় হাত বুলালে পাতাগুলো লুকিয়ে পড়ে। ছোট থেকেই এটা করতাম আমি আর ভীষন মজা পেতাম। চমৎকার সব ফটোগ্রাফি করেছেন ভাই সাথে সুন্দরভাবে বর্ননাও দিয়েছেন।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Loading...
 9 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই লজ্জাবতী গাছের দুর্দান্ত ফটো শেয়ার করার জন্য। আগে রাস্তার সাইডে অনেক দেখা যেত এই লজ্জাবতী গাছ কিন্তু এখন অনেকটাই কমে গেছে। তবে এর ওর সাথে গুনাগ অতুলনীয়।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 9 months ago 

লজ্জাবতি গাছ নিয়ে দারুণ লিখেছেন,পাশাপাশি আপনার তোলা ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে লজ্জাবতী গাছ সম্পর্কে লিখেছেন, অনেক তথ্যে অজানা ছিল সম্পর্কে আজ জানতে পেরেছি আপনার পোষ্টের মাধ্যমে ধন্যবাদ আপনাকে

 9 months ago 

লজ্জাবতী’র ফুল গুলো বেশ নজরকাড়া হয়ে থাকে। আর একটু হাওয়া বা স্পর্শ লাগলেই পুরে ডাল চুপসে যায়। শৈশবে কত খেলেছি এই লজ্জাবতী গাছ নিয়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুলের সৌন্দর্য আমাদের মাঝে শেয়ারের জন্য।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 9 months ago 

আপনার ফটোগুলো সত্যি অসাধারণ হয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে।। অনেকদিন হয় লজ্জাবতী ফুল দেখা হয় না আজকে আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো এবং আপনি বেশ কিছু আলোচনা করেছেন যেটা অনেক ভালো লেগেছে।।

 9 months ago 

লজ্জাবতি ফুল সেই ছোটবেলায় দেখেছি এখন আর দেখি না। কারণ আমাদের এলাকায় তেমন একটা দেখা যায় না। আজকে আপনার পোস্ট পরিদর্শন করতে গিয়ে। লজ্জাবতী ফুল দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম।

লজ্জাবতী ফুলের ঔষধি গুনাগুন সম্পর্কে আপনি আমাদের সাথে আলোচনা করেছেন। যদিও এই বিষয়টা সম্পর্কে আমি অবগত ছিলাম না। আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ফটোগ্রাফি এবং ঔষধি গুনাগুন এবং সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 9 months ago 

লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি এবং লজ্জাবতী ফুলের কিছু ঔষধি গুনাগুন সম্পর্কে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে আসলেই আমি অনেক আনন্দিত। এবং সত্য কথা বলতে আপনার লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62768.63
ETH 2678.95
USDT 1.00
SBD 2.56