Steem engagement challenge-S12/W2|I would love to prefer(a village lifestyle)

in Incredible Indialast year

20230911_115503_0000.png

canva

হ্যালো বন্ধুরা,,

শুরুতেই আমি আমার এডমিন মহোদয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এত সুন্দর একটি চ্যালেঞ্জের আয়োজন করেছেন ৷ এবং সেখানে আমাদের তিনটি প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিতে হবে ৷ যাই হোক আমিও ইতিমধ্যেই রেডি তাহলে চল শুরু করা যাক ৷

IMG_20230911_111052.jpg

IMG_20230911_111037.jpg

Which lifestyle do you prefer, A Metropolis or A Village? And Why?

আমি গ্রামের জীবনধারাকে পছন্দ করতে চাই !!

আমাদের দেশ একটি গ্রামপ্রধান দেশ ৷ আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রাম এলাকায় বাস করে থাকি ৷ সাধারনত আমরা গ্রামের মানুষেরা সহজ সরল এবং রক্ষণশীল হয়ে থাকি ৷ সাধারনত আমি মনে করি গ্রাম্য জীবন শান্তি এবং প্রশান্তির জীবন ৷ মানুষ প্রকৃতির মধ্যে বসবাস করতে পারে ৷ আমরা গ্রামের মানুষেরা প্রকৃতির কোলে বেড়ে উঠি ৷ গ্রাম্য লোক গুলো যা পায় তাই নিয়ে আমরা সবাই সন্তষ্টবোধ করে থাকি ৷

গ্রামে প্রধানত তিন ধরনের মানুষ বসবাস করে থাকে ধনী গরীব মধ্যবিত্ত তবে আমরা সবাই একত্রে বসবাস করে থাকি ৷ গ্রামের মধ্যে অনেক বৈচিত্র্যময় রুপ রয়েছে যা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে তোলে ৷ গ্রামের মানুষেরা সতেজ বায়ু এবং প্রকৃতি উপভোগ করে থাকে ৷ একে অন্যের সাথে সুস্পর্ক রয়েছে আমি মনে করি ৷ আমাদের গ্রামে যখন সব ধরনের শস্য জন্মে আমরা গ্রামবাসীরা খুবই অনুপ্রাণিত হই কারন তখন আমরা বেঁচে থাকার আশার আলো দেখতে পাই ৷ আমরা একে অপরের সাথে পারস্পরিক ভালোবাসা ও স্নেহ অনুভূতি বিনিময় করে থাকি ৷ তাই আমি নিসন্দেহ বলতে পারি প্রত্যেকটি গ্রাম আদর্শ একটি গ্রাম ৷ আমরা আমাদের গ্রামের জন্য গর্বিত ৷

Share some good side and challenging sides of your choice.

আমি মনে করি গ্রামের মত আর শান্তিময় জায়গা আর কোথাও নেই ৷ হয়তো শহরের মত আমরা বড় বড় ধরনের কোন সুযোগ সুবিধা গ্রামে পাই না তবে গ্রামের মধ্যে রয়েছে অনেক আনন্দময় মুহুর্ত যেই মুহুর্ত গুলো আমাদের সারাজীবন স্মৃতির মাঝে গাথা থাকে ৷ সাধারনত আমরা জানি মানব সমাজের আদিম সংগঠন হচ্ছে গ্রাম ৷ আর গ্রাম কে কেন্দ্র করে আমরা আজকে এতদুর পর্যন্ত চলে আসছি ৷

আমরা গ্রামের ভালো দিক তাকালেই দেখতে গ্রাম বাংলার নানা ধরনের ঐতিহ্যবাহী পরিদর্শনীয় স্থান এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনুষ্ঠান যেই অনুষ্ঠানে আমরা গ্রামবাসীরা সবাই একত্রে অনেক আনন্দ করে থাকি ৷ তারপর দেখা যায় সবুজ সমরাহো খোলা মাঠ তারপর রয়েছে আকাবাকা নদ-নদী ছোট ছোট খাল বিল ৷

  • গ্রামে আমরা সব ধরনের পুষ্টিকর খাবার খেয়ে থাকি ৷ আর শহরের মধ্যে গ্রামের মত পুষ্টিকর খাবার পাওয়া অনেক কঠিন হয়ে যায় ৷

  • গ্রামের মধ্যে অনেক ছায়াযুক্ত স্থানের পরিবেশ পাওয়া যাবে কিন্তু শহরের মধ্যে এই ধরনের শান্তিময় জায়গা পাওয়া যাবে না ৷

  • তারপর যদি আমরা লক্ষ্য করে থাকি গ্রাম ও শহরের স্বাস্থ্যের সূচকগুলো বিবেচনায় দেখা যাবে শহরের অবস্থা গুলো ভালো ৷ কিন্তু যদি আমরা শহরের দরিদ্র জায়গাগুলোর সাথে অন্যান্য এলাকা আর গ্রামের তুলনা করে থাকি তখন দেখা যাবে শহরের দরিদ্র জায়গাগুলোর পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় ৷ যেমন দেখা যায় গ্রাম্য এলাকার চেয়ে শহরের দরিদ্র এলাকায় শিশুমৃত্যু ও শিশু অপুষ্টির হার অনেক বেশী ৷

IMG_20230911_111217.jpg

IMG_20230911_111111.jpg

Do you think lifestyle and environment often influence thought processes? Describe.

আমরা প্রকৃতিতে বসবাসকারী সাধারন মানুষেরা জীবনধারার সাথে পরিবেশেকে নানা ভাবে প্রভাবিত করে থাকি ৷ আমরা মানবজীবনে চলার পাশাপাশি পরিবেশের নানা ধরনের ক্ষতির দিকে ঢেলে দিচ্ছি ৷ যেমন আমরা গ্রামের বড় বড় জঙ্গল গুলো কেটে নানা ধরনের অফিস আদালত কোম্পানি তৈরি করে যাচ্ছি প্রতিনিয়ত ৷ তারপর আমরা শহরে সব ধরনের দূষিত বর্জ্য পদার্থ গুলো সাগরের মধ্যে ভেসে দিচ্ছি ৷ এতে করে দেখা যায় প্রতিনিয়ত পানি দুষণ হতেই চলছে ৷

তারপর দেখা যায় কলকারখানা বড় বড় ইটের ভাটা থেকে বিষাক্ত ধোয়া বের হয়ে থাকে সেই দূষণ গুলো আমরা আমাদের পরিবেশের দিকে ঢেলে দিচ্ছি এতে করে পরিবেশের জন্য দিন দিন ক্ষতিগ্রস্ত হয়েই চলছে ৷ আমাদের এই জীবন ধারা যদি নিয়মিত ভাবে চলতে থাকে তাহলে আমরা আমাদের পরিবেশকে অনেক ঝুঁকিপূর্নের দিকে ঢেলে দিবো ৷ একসময় দেখা যাবে আমাদের জীবন ধারার জন্য পরিবেশ কে টিকিয়ে রাখতেই অনেক কঠিন হয়ে যাবে ৷

মানুষের জীবনযাত্রা পরিবর্তনের ফলে আমাদের এই পৃথিবীকে আমরা ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি ৷ আমাদের উচিত এই সব কর্মকান্ড থেকে আমাদের সচেতন হওয়া ৷ তাহলে আমরা জীবনধারার পাশাপাশি পরিবেশকে রক্ষা করতে সাহায্য করতে পারবো ৷

আজকে আর লিখছি না ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

আমি এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি ৷ @nirob70 @sabus @rubina203

IMG_20230720_181603.png

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65718.58
ETH 2677.48
USDT 1.00
SBD 2.91