Steem engagement challenge-S10/W5| What are the three significant reasons behind environmental pollution.

in Incredible India11 months ago

environment-4787978_1280.jpg

Source

Hello everyone,,

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷ আমাদের প্রিয় কমিউনিটি থেকে একটি এংগেজমেন্ট চ্যালেঞ্জ এর ব্যবস্থা করা হয়েছে ৷ এই চ্যালেঞ্জে আমি অংশগ্রহণ করতে চলছি আশা করি আপনারা সবাই এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন ৷

1. What are the three significant reasons behind environmental pollution? Describe.

মানুষ পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহারের ফলে পরিবেশের যে পরিবর্তন ঘটে থাকে যা আমাদের পরিবেশের থাকা সব ধরনের জীবের জন্য ক্ষতিগ্রস্ত ভূমিকা পালন করে থাকে ৷ সাধারনত তাকেই পরিবেশ দুষণ বলে থাকি ৷

পরিবেশ দূষণের প্রধান তিনটি উল্লেখযোগ্য কারন হলো :

শিল্পায়ন : শিল্পায়ন আমাদের বাংলাদেশের প্রাচীন কাল থেকেই ব্যবসা বানিজ্য ও কারুশিল্পের ব্যবস্থা রয়েছিল ৷ সেই সময়ে বেশ কয়েকটি প্রধান শিল্প লক্ষ্য করা গিয়েছিলো ৷ এই সব ধরনের শিল্পায়ন জীবন যাত্রার উন্নতি ঘটলেও শিল্পায়ন এক ক্ষতিকর বলে প্রমাণিত হয় ৷ যার ফলে প্রচুর পরিমাণে বেড়ে দূষণ ৷ তারপর শিল্পায়নের ফলে পরিবেশের ক্ষতি থেকে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি থেকে শুরু করে শ্রমিক ও তাদের পরিবারের জন্য জীবনযাত্রার এক অযোগ্য অবস্থা সৃষ্টি হয়েছিল ৷

জীবাশ্ন ও জ্বালানি : অনেক বছরের আগে কোন ধরনের জীবিত মৃত গাছপালা প্রাণী দেহাবশেষ মাটির নিচে চাপা পরে থাকে আর যার ফলে তৈরি হয়ে থাকে জীবাশ্ম জ্বালানি ৷ তারপর কয়লা পোড়ানোর জন্য প্রচুর পরিমানে দূষণ পদার্থ সৃষ্টি হয়ে থাকে ৷ সব ধরনের ধোঁয়া বায়ু দূষণের কারন যা মানব জাতির জন্য মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্ত বয়ে আনতে পারে ৷

জনসংখ্যা বৃদ্ধি : আমাদের দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি ঘটতে চলছে যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ আর বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারন হলো নারীশিক্ষার অভাব ৷ জনসংখ্যা বৃদ্ধির আরেকটি অন্যতম মূল কারন হলো সামাজিক নিরাপত্তার অভাব ৷ এই সবের কারনে জন্মহার দিন দিন বৃদ্ধি পেতে চলছে ৷ কিছু অসেচেতনার জন্যই আজকে জনসংখ্যা বৃদ্ধির হার এত ৷

car-1411313_1280.jpg

source

2. How can we prevent environmental pollution?

সাধারনত আমরা যদি সচেতন থাকি সব ধরনের দিক থেকে আমরা পরিবেশ দূষণ প্রতিরোধ করতে পারবো ৷ সব ধরনের কারখানা থেকে যে সব ধোঁয়া বের হয়ে থাকে সেসব আমাদের বন্ধ করতে হবে ৷ তারপর কারখানার বিষাক্ত পদার্থ গুলো কোন নদীতে ফেলা যাবে না ৷ গাড়ি বা যানবাহান থেকে যে সব ধোঁয়া বের হয়ে থাকে সেই সব বন্ধ রাখতে হবে ৷ কোন ধরনের শব্দ বা আতসবাজি ব্যবহার করা যাবে না ৷ যেখানে সেখানে ময়লা আবর্জনা থুথু ফেলা যাবে না ৷ সবাইকে বায়ু দূষণের নিয়ম নীতি আইন বিধি বিধান মেনে চলতে হবে ৷ তাহলেই আমরা খুব সহজে আমরা আমাদের পরিবেশকে দূষণ মুক্ত করতে সক্ষম হবো ৷

3. Share your opinion on how environmental pollution impacts all living creatures, including humans.

পরিবেশ দূষণে আমাদের সমস্ত জীবের ওপর অনেক ক্ষতিগ্রস্ত বয়ে আনে ৷ এতে আমাদের শ্বাস প্রশাসের খুবই সমস্যা হয়ে থাকে ৷ যার ফলে আমরা ধীরে ধীরে অসুস্থতায় পরে গিয়ে কোন এক বড় ধরনের সমস্যার সম্মুখীন এর মাঝে পরে যাবো ৷ তারপর আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারনে মানব জীবনে নানা ধরনের সম্মুখীন হতে হচ্ছে আবাদি জমি কমে যাচ্ছে তারপর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারনে সব প্রকারের দূষনতা বেড়ে যাচ্ছে ৷

4. Have you ever taken part to keep your environment clean?

আমি এই সব বিষয়ে কোনদিন পরিবেশ পরিস্কার করার জন্য অংশগ্রহণ নিতে পারি নি ৷ তবে আমার বন্ধু গুলো এই সব বিষয়ে অংশগ্রহন করেছিল ৷ আমাদের পাশে ছোট শহরে ময়লা আবর্জনা পরিষ্কার করার উদ্যেগ গ্রহন করেছিল ৷ আমার কোন এক সমস্যার কারনে সেখানে আমি উপস্তিত থাকতে পারি নি ৷ তারা রাস্তার পাশে জমে থাকা বালু গুলো সাইডে ফেলে দিয়েছে কারন অনেক সময় দেখা যায় সেই জমে থাকা বালুর কারনে অনেক ধরনের এক্সিডেন্ট হয়ে থাকে ৷

5. Share one message that all humans should keep in their mind to keep the environment healthy.

pxclimateaction-7129877_1280.jpg

source

পরিবেশ সুস্থ রাখতে আমাদের সবাই সচেতনতা মূলক কাজ করতে হবে ৷ যেন আমরা সবসময় পরিবেশ কে সুস্থ রাখতে পারি ৷ নানা ধরনের কারখানার বিষাক্ত বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ৷ যে সব দূষিত জিনিস সেই সব জিনিসের ব্যবহার খুবই কম করতে হবে ৷ তারপর নানা ধরনের কীটনাশক কেমিক্যালের ব্যবহার খুবই কম করতে হবে ৷ সব ধরনের বায়ু দূষণ এড়াতে আমাদের খুবই সচেতন থাকতে হবে নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে হবে ৷

এই সব এর ফলে পরিবেশকে আমরা সুস্থ রাখতে সক্ষম হতে পারি ৷

@sabbir-raj @najmul1996 @rakibal এই তিনজন বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏

Sort:  
Loading...
 11 months ago 

Limbah pabrik adalah hal utama yang dapat merusak lingkungan dan itu benar-benar berbahaya karena dapat menimbulkan polusi udara.

 11 months ago 

Thank you so much friend 🙏🤍

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @edgargonzalez

Screenshot_20221130-164846_Canva.jpg

 11 months ago 

আপনি অনেক ভালো একটি বিষয়বস্তু উপস্থাপন করেছেন অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে কলকারখানার ধোয়া থেকে পরিবেশ দূষণ হয় এটি প্রতিরোধ করা সম্ভব নয়। হয়তো বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কলকারখানার ধোয়া যাতে কম এমন কিছু যন্ত্র আবিষ্কার হতে কোনো একসময় ।

 11 months ago 

পরিবেশ দূষিত দূর করতে হলে আমরা সব সময় যদি সচেতন ভাবে চলে সুস্থ ভাবে চলতে পারবো, বিভিন্ন কলকার কারখানা থেকে দূষিত ধোয়া ওঠে যেটা আমাদের পরিবেশের জন্য অনেক খারাপ। ধন্যবাদ আপনাকে এংগেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য।

পরিবেশ দুষণ রোধে আমাদের সচেতনতা খুব জুরুরি যা আপনি উল্লেখ করেছেন সাথে অনিয়মকারী কলকারখানা গুলোর উপর আইনের বাস্তবায়ন দরকার ।
আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ।
শুভকামনা আপনার জন্য

Industrial valleys are indeed quite dangerous, especially air pollution like the one in the picture you shared

 11 months ago 

Thank you so much friend 😍😍

 11 months ago 

আপনি অনেক ভালো লেখেছেন আপনি আসলে ঠিক বলেছেন কলকারখানার ধোঁয়া পরিবেশ দূষণ করে। পরিবেশ দূষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলেছেন। এই পরিবেশ দূষণ দূর করতে হলে আমাদের সব সময় সচেতন হতে।বিভিন্ন কলকার কারখানা দূষিত ধোয়া একেবারে বন্ধ করা সম্ভব নয়। তারপর সচেতন হলে নিয়ন্ত্রণ করা যাবে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য ভালো থাকবেন

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66195.81
ETH 3505.33
USDT 1.00
SBD 3.18