কুমড়ো ফুল এবং ফলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230325_101648.jpg

হ্যালো বন্ধুরা নমষ্কার ও আদাব ৷ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷

আজকে আমি আবারো চলে আসলাম কুমড়ো ফুল এবং কুমড়ো ফলের কিছু উপকারিতা শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷

সাধারনত কুমড়ো একটি সবজী জাতীয় ফুল এবং ফল ৷ এই সবজী আমাদের এই দিকে প্রচুর পরিমানে চাষ করা হয়ে থাকে ৷ এবং এটি বাজারে রপ্তানি আমদানি ব্যাপক ভাবে চাহিদা রয়েছে ৷

প্রথমত এই কুমড়ো ফুলের বড়া তৈরী করে খাওয়া যায় অনেক সুস্বাদু খাবার এটা ৷ শীতের দিনে গরম গরম ভাতের সাথে অথবা বিকেলের নাস্তা হিসেবে কুমড়া ফুলের বড়া! খুব সহজ এই রেসিপিটি এবং অল্প সময়ের মধ্যেই প্রস্তুত করা যায়।

IMG_20230325_101918.jpg

IMG_20230325_101902.jpg

উপকরণ:

  • মিষ্টি কুমড়ো ফুল ৩০ টা
  • বেসন ২ কাপ
  • চালের গুড়া ২ কাপ
  • হলুদ গুড়া ২ কাপ
  • রসুন ও পিয়াজ বাটা ৩ কাপ
  • ধনে বাটা ১ কাপ
  • মসলা জাতীয় ২ কাপ
  • লবণ ১ কাপ
  • তৈল পরিমাপ মত

প্রথমত যেটা করতে হবে ফুল গুলো আগে পরিষ্কার ভাবে ধুয়ে ফেলতে হবে ৷ এবং ফুলের যে মাঝখানে দন্ডটা আছে সেটা ফেলে দিতে হবে ৷ তেল বাদে সব ধরনের উপকরণ দিয়ে একটি বাটিতে ঘন একটা ঘোল করতে হবে ৷ তারপর ফুল গুলো ঘোলায় চুবিয়ো তেলে ছেড়ে দিতে হবে তারপর দেখবেন মচমচা বড়া তৈরী হয়ে গেছে ৷ তারপর আপনারা যেন কোন মেহমান বা অনুষ্ঠানে পরিবেশন করতে পারবেন ৷

IMG_20230325_101835.jpg

IMG_20230325_101819.jpg

IMG_20230325_101459.jpg

তাছাড়াও কুমড়ো ফুল গুলো হলুদ কালারের দেখতেও অনেক সুন্দর লাগতেছে ৷ কুমড়োর ফুলে অনেক ধরনের প্রোটিন এবং খনিজ রয়েছে যা আমাদের সাস্থের জন্য অনেক উপকার ৷

কুমড়োর ফুলে ভিটামিন বি ১ বি ২ রয়েছে এবং ভিটামিন সি এর জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে ৷

IMG_20230325_101624.jpg

IMG_20230325_101608.jpg

IMG_20230325_101731.jpg

IMG_20230325_101716.jpg

IMG_20230325_101550.jpg

IMG_20230325_101533.jpg

তারপর আসলাম কুমড়ো ফল এই ফল থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পেয়ে থাকি ৷ এই কুমড়ো ফলের বীজ গুলোও খাওয়া যায় ৷ আমরা প্রায় সময় এই ফলের বীজ গুলো ভেজে খেয়ে থাকি তেলে ভেজে লবণ দিয়ে মেখে খেতে অনেক সুস্বাদু লাগে ৷

মিষ্টি কুমড়া আমাদের দেশে বেশ পরিচিত একটি সবজি। এটি দেখতে যেমন সুন্দর, আবার খেতেও খুব সুস্বাদু। বিভিন্নভাবে খাওয়া যায় এই সবজি। মিষ্টি কুমড়া কাঁচা এবং পাকা দুই ভাবেই খাওয়া হয়। ভাজা, ভর্তা, ঝোল রান্না, সুস্বাদু হালুয়া ইত্যাদি উপায়ে খাওয়া যায় এটি। সবজিটির বিভিন্ন স্বাস্থ্যের উপকারিত রয়েছে।

এই ফল খেলে আপনাদের ত্বক সুন্দর হবে এবং ত্বকে কোন প্রকারের সমস্যা দেখা যাবে না ৷ এবং এই কুমড়ো ফল খেলে ওজন ও কমাতে সাহায্য করে ৷ তারপর আপনার সর্দি কাশি হইলে এই সবজী খাবেন দেখবেন অনেক উরকারিতা পাবেন ৷ তবে এই ফলটি সারাবছর পাওয়া না গেলেও শীতের মাঝামাঝি সময় থেকে এই ফল টি পাওয়া যায় ৷

তো বন্ধুরা আপনারা সবাই টেষ্ট করে দেখবেন কেমন লাগে আপনাদের আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোন এক পোস্টে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Sort:  
 last year 

আপনি আপনার পোস্টে লিখেছেন কুমড়ো ফুলের বড়ার রেসিপি দেখলাম যে আপনি কুমড়োর ফুলের ফটোগ্রাফি দিয়েছেন। আসলে রেসিপি শেয়ার করেছেন, প্রথমে কিন্তু রেসিপি একটা ফটোগ্রাফি আমি দেখতে পাইনি। যাইহোক আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো।

তার সাথে আপনি কুমড়োর ফটোগ্রাফি শেয়ার করেছেন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেগুলো দেখে অসম্ভব ভালো লাগলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷

 last year 

কুমড়া ফুল দিয়ে এত সুন্দর বড়া বানানো যায় সেটি আমার জানা ছিল না আজ আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং আপনি অসাধারণ ভাবে ধারণ করেছেন আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Loading...

মিষ্টি কুমড়ো আমার খুবই প্রিয় খাবার প্রতি সপ্তাহে আমাদের যে গ্রামে বাজার হয় সেখান থেকে আমি কিনে আনি। কিন্তু আমি কখনো খাইনি কুমড়া ফুলের বড়া। সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন কুমড়ো ফুলের রেসিপি সম্পর্কে। রেসিপি করার সময় যে উপকরণ প্রয়োজন হয়, সেগুলো আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 last year 

ভাই কুমড়ো খেতে আমিও পছন্দ করি কিন্তু আমি পাকা কুমড়ো অপেক্ষা কাচা কুমড়ো খেতে বেশি ভালোবাসি।আপনি কুমড়ো খাওয়ার উপকারিতা ও কুমড়ো কিভাবে খাওয়া ভালো এসব উল্লেখ করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44