অপরাজিতা ফুলের ফটোগ্রাফি !!

in Incredible India2 months ago

IMG_20240510_091559.jpg

হ্যালো বন্ধুগণ,,

"আজ শুক্রবার ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ ই মে ২০২৪ খ্রিষ্টাব্দ "

আজকে আমি আপনাদের মাঝে একটি ফুলের ফটোগ্রাফি এবং ফুলের সৌন্দর্যতা নিয়ে কিছু বর্ণনা তুলে ধরার চেষ্টা করবো ৷ তাহলে চল শুরু করা যাক ৷

সাধারনত এই ফুলের নাম হল অপরাজিতা ফুল ৷ আর এই অপরাজিতা ফুল দুই ধরনের হয়ে থাকে একটি , নীল রঙের আরেকটি সাদা রঙের ৷ তবে আমরা সবসময় নীল রঙের অপরাজিতা ফুল টাই বেশী দেখতে পাই ৷

এই ফুল গুলো মাঝাড়ি আকাড়ের হয়ে থাকে এবং গাছ গুলো খুবই চিকন হয়ে থাকে ৷ এই গাছে আবার ডালপালা দিয়ে ভরাট থাকে আর ফুল প্রচুর পরিমাণে ফুটতে থাকে ৷ এই ফুল গুলো সাধারনত দিনের বেলা ঝেমকে যায় আবার সকাল থেকে রাত পর্যন্ত এই অপরাজিতা ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে কারণ এই সময়ে ফুল গুলো তাজা হয়ে থাকতে পারে ৷

এই অপরাজিতা ফুল গুলো গাছে বেশী দিন থাকতে পারে না ৷ অতিরিক্ত ফুল ফোটার কারণে কয়েকদিন পর পর পুরাতন ফুল গুলো ঝড়ে পড়ে যায় ৷

IMG_20240510_091637.jpg

IMG_20240510_091623.jpg

সাধারনত এই নীল অপরাজিতা ফুল আমাদের সনাতন ধর্মের দেবতা মহাদেবের অত্যান্ত একটি প্রিঋ ফুল ৷ তারপর শনিদেবতাও এই অপরাজিতা ফুলটি পছন্দ করে থাকেন ৷ তুলসী ফুলের মত এই অপরাজিতাও ফুলকেও পবিত্র একটি ফুল বলা হয়ে থাকে ৷

আমি যতটা জানি এই অপরাজিতা ফুল সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে এই ফুলের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে ৷ সেগুলো নিচে তুলে ধরার চেষ্টা করবো তাহলে চলুন জেনে নেওয়া যাক ৷

অপরাজিতা ফুল বাড়িতে বসালে নাকি কোন ধরনের সমস্যা বাড়িতে প্রবেশ করতে পারে না ৷ তারপর নাকি তন্ত্রশাস্ত্রেও এই অপরাজিতা ফুল বাড়িতে প্রবেশ করতে বলে এতে করে বাড়িতে অর্থকষ্ট দুর হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে ৷

এখন এক নজরে দেখে আসা যাক কীভাবে অপরাজিতা ফুল বাড়িতে বসিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন ৷

  • যদি কঠোর পরিশ্রম করার পরও কারো বাড়িতে আর্থিক সমস্যার পিছু না ছাড়ে এবং উপযুক্ত ফল কোন ভাবেই পাচ্ছেন না , তাহলে আপনাদের কে প্রতি সোমবার করে উপবাস থাকতে হবে ৷ তার পাশাপাশি মহাদেবের পূজা অর্চনা করতে হবে এবং প্রতিদিন সকালে শিবলিঙ্গের উপরে একটি অপরাজিতা ফুল নিবেদন করুন ৷

  • তারপর জপমালা নিয়ে মন্ত্র পাঠ করতে হবে তবে সেই মন্ত্র গুলো আমার জানা নেই ৷ মন্ত্র পাঠ করা শেষে সেই পূজোর একটি ফুল নিয়ে যেখানে আপনারা টাকা পয়সা গুলো রেখে দেন সেখানে রেখে দিতে হবে ৷ এতে করে আপনাকে কয়েকদিন পর বুঝে নিতে হবে আপনার কতটা উন্নতি হয়েছে ৷ আর না হলেও তা আস্তে আস্তে আর্থিক কষ্ট মিটে যাবে ৷

  • তারপর দেখা যায় অনেক পরিবারে অসুখ বিসুখ পিছু ছারতেই চায় না ৷ এর জন্য সোমবার করে শিবলিঙ্গে পূজো দিতে হবে ৷ সেই পূজোর পাঁচটি ফুল নিয়ে সাদা কাপরে মুড়িয়ে রান্না ঘরের উত্তর - পূর্ব কোণে রেখে দিতে হবে ৷ তাহলে দেখা যাবে অতি শিঘ্রই পরিবারের মানুষের অসুখ বিসুখ কমে যাবে ৷

অপরাজিতা ফুল শনিদেবের অনেক প্রিয় একটি ফুল ৷ তাই আমাদের শনির দশা থেকে মুক্তি পেতে হলে এই অপরাজিতার ফুলের অনেক কার্যকারীতা রয়েছে ৷ যেগুলো আমাদেরকে অনুসরণ করে চলতে হবে ৷

IMG_20240510_091707.jpg

IMG_20240510_091652.jpg

অপরাজিতা ফুলের এত কিছু গুন থাকা সত্ত্বেও আরো একটি গুন হলো উপকারিতা ,,

  • মস্তিস্কের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করে থাকে তারপর ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে থাকে ৷ চুল কালো ঘন করতে সাহায্য করে থাকে , এই অপরাজিতা ফুল ব্যবহার করার মাধ্যম থেকে ৷

অপরাজিতা ফুল পবিত্র একটি ফুল অনেক দেবদেবীর পছন্দের একটি ফুল যেটা হল অপরাজিতা ফুল ৷ তার পাশাপাশি এই অপরাজিতা ফুলের এত বৈশিষ্ট্য রয়েছে তা আমি নিজেও আগে জানতাম না ৷

আজকাল গ্রামের আগের মানুষদের কাছে শুনতেছি আর এখন এই গুলাই তুলে ধরার চেষ্টা করছি ৷ জানি না কতটা সত্যি না মিথ্যা তবে আগে অনেক ঘটনাই ঘটেছে সেই ঘটনা গুলো মানুষ এখন আর বিশ্বাস করতে চায় না ৷

তো বন্ধুরা আজকের পোস্ট টি আশা করি অনেক আকর্ষনীয় হয়েছে ৷ আর কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভূলবেন না ৷ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

IMG_20230720_181526.png

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 2 months ago 

এই ফুলটিকে আমাদের এখানে নীলকন্ঠ ফুল নামেই চিনে থাকে সবাই। হিন্দু ধর্মাবলম্বীরা পূজার কাজে নীলকন্ঠ ফুল ব্যবহার করে থাকে। বাড়ির পাশে নীলকন্ঠ ফুল থাকলে সেটা সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। এই ফুল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এটা জানা ছিলো না। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি ও তথ্যবহুল লেখা শেয়ার করার জন্য।

 2 months ago 

নীলকন্ঠ তারপর নীল প্রজাপতি ফুল এই গুলা নামেই চিনে থাকে ভাই ৷ তবে এই ফুলের কিছু ঐতিহাসিক বৈশিষ্ট্য জানতে পেরে নিজের কাছেও অনেক ভালো লাগতেছে ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন 🖤🌼

 2 months ago 

অঞ্চল বিশেষে অনেক কিছুর নামের পার্থক্য দেকা যায়। ফুল হলো সৌন্দর্যের প্রতিক। ধন্যবাদ আপনাকে।

Loading...
 2 months ago 

অপরাজিতা ফুলটিকে অনেকে নীলকন্ঠ নামেও ডেকে থাকেন।আমি সাদা অপরাজিতা অবশ্য কখন দেখি নাই। নীল রংয়ের অপরাজিতেই সবচেয়ে বেশি চোখে পড়েছে
কয়েকদিন আগে সাভারের এক বাড়ি থেকে আমি অপরাজিতা ফুলের বীজ চুরি করে নিয়ে এসেছিলাম আমার বারান্দায় লাগাবো বলে।
এই ফুলটি সম্পর্কে আপনি বিস্তারিতভাবে লিখেছেন যাতে করে আমার মত অনেকেই অনেক উপকৃত হবে।
ধন্যবাদ এত চমৎকার ভাবে এই ফুলটি সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভালো এবং সুস্থ থাকবেন সব সময় শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

আমি ও সাদা অপরাজিতা ফুল কখনই দেখি নাই দিদি ৷ না জানি সাদা রং এর অপরাজিতা ফুলটি দেখতে কতটা সুন্দর ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 months ago 

আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে নীলকন্ঠ ফুল নামে পরিচিত। দেখতে অনেক সুন্দর সবুজের মাঝে বেগুনি কালারের ফুল যেন, অন্যরকম এক ভালো লাগে কাজ করে। আমি আসলে জানতাম না অপরাজিতা ফুল গাছ বাড়িতে থাকলে, নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। অবশ্যই কঠোর পরিশ্রম তার জন্য প্রয়োজন। সেই সাথে আপনি ফুলের উপকারিতা সম্পর্কেও আলোচনা করেছেন। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

আসলে আপু এই অপরাজিতা ফুল নাকি বাড়িতে লাগালে বাড়ির সুখ শান্তি ফিরিয়ে আনা যায় যেটা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে ৷ আমি সেই অনুপাতে এই ফুল সম্পর্কে আপনাদের মাঝে উপাস্থপান করেছি ৷

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন ,,,

 2 months ago 

জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। তবে হয়তোবা কথাটা সত্যি হতে পারে, আমিও চেষ্টা করব অপরাজিতা ফুল গাছ আমার বাড়িতে লাগানোর জন্য। ধন্যবাদ।

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen
 2 months ago 

Thank you so much for your support 🧡🌼

Hii !!

You have done very beautiful photography of this purple flower. It elevates its purple colour and its different shades . It is very different in its beauty. The picture you have taken from different angles brings out its full beauty and also giving us a chance to witness its beauty. What a wonderful photography !!
Thank you.

 2 months ago 

হ্যালো,,

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ে এত সুন্দর একটি মন্তব্য প্রকাশ করার জন্য ৷ আমার ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ৷ ধন্যবাদ ভালো থাকবেন ,,🧡

 2 months ago 

অপরাজিতা লতানো প্রকৃতির। আমার বাড়িতেও এই গাছ আছে। এই ফুল দিয়েই আমি প্রত্যেকদিন জলেশ্বর এর অর্থাৎ শিব ঠাকুরের পূজো দিয়ে থাকি। কিন্তু আমার বাড়ি অপরাজিতা একটু অন্যরকম রংয়ের। ফটোগ্রাফি গুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। আপনাদের ফটোগ্রাফি গুলি থেকে উৎসাহিত হয়ে আমারও ইচ্ছা আছে নিজের কিছু ফটোগ্রাফি শেয়ার করার।

 2 months ago 

হ্যা দিদি ঠিক বলেছেন এই ফুল দিয়ে শীব ঠাকুরের পূজা করে থাকি আমরা ৷ তবে আমাদের এই দিকে এই ফুল দিয়ে পূজা করার প্রচলন খুবই কম ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago (edited)

সত্যিই আপনার পোস্টগুলো পরিদর্শন করলেন নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়।
অপরাজিতা খুব পরিচিত একটি ফুল। এই ফুলটি দেখতে খুব সুন্দর। অপরাজিতা ফুলের অনেক বিস্তারিত তথ্য শেয়ার করেছেন।
এরকম নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 months ago 

অপরাজিতা ফুলের খুব সুন্দর জয় অন্যরকম। ব্যক্তিগতভাবে আমার কাছে এর ফুল গুলো অনেক ভালো লাগে। এই ফুলের হয়তোবা ঘ্রান নাই তবুও এই ফুলের সৌন্দর্য মুগ্ধ করে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ অপরাজিত ফুলের দুর্দান্ত ফটোগ্রাফি পাশাপাশি এর উপকারিতা সম্পর্কে আলোকপাত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67275.57
ETH 3480.50
USDT 1.00
SBD 2.67