যানজট সম্পর্কে কিছু আলোচনা

in Incredible Indialast year (edited)

traffic-843309_1280.jpg

source

হ্যালো বন্ধুগন,,,

আমরা সাধারনত মানুষ থেকে শুরু করে নানা ধরনের পেশাদার চাকরিদার ও কর্মদার মানুষ রাস্তা দিয়ে কাজের জন্য বের হয়ে থাকি ৷ হঠাৎ করেই দেখা যায়. গাড়ি কিছুদুর যাওয়ার পর গাড়ির যানজোট লেগে যায় ৷ যার জন্য এই মানুষ গুলোর অফিসে বা কাজে যেতে অনেক দেরী হয়ে যায় ৷ যার ফলে অনেক সময় কেউ কেউ সময়মত কাজে যেতে পারে না ৷

আর সাধারনত আমরা যানজট মানে বুঝি যানবাহানের দ্বারা রাস্তায় চলাচলের বাধা সৃষ্টি করা ৷ যখন বিপুল সংখ্যক গাড়ি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে না পেরে রাস্তায় মাঝে অবস্থান করতে বাধ্য হয় সাধারনত তখন এই যানজোট লেগে থাকে ৷ অনেক গাড়ির লাইন লেগে যায় একটি পর একটি গাড়ি থেকেই যায় ৷ যার সব ধরনের মানুষ সময়মত কোথাও যেতে পারে না ৷

মনে করেন বড় বড় শহরে অনেক লোকের সংখ্যা এবং তার সাথে যানবাহানের সংখ্যা দিন দিন প্রচুর ভাবে বৃদ্ধি পাচ্ছে ৷ যার ফলে এই যানজোট গুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ৷ ঈদ আর পূজোর সময় তারা সময়মত বাড়ি আসতে পারে না একদিনের জায়গায় দুইদিন লেগে যায় বাড়ি আসতে ৷ এটি আমাদের দেশে বড় বড় শহর ও নগরের অতি সাধারণ ঘটনা ৷

এই যানজোট এর কিছু কারনও রয়েছে যেমন ::

  • অপ্রতুল যানচলাচল ব্যবস্থা ও আইন অমান্য এটাই মিন কারন যানজোটের ৷ তারপর গাড়ির লাইন না করে তারা বেআইন নিয়মে গাড়ি চালাতে থাকে যার ফলে এই যানজোট গুলো ঘটে থাকে ৷

  • আমাদের চালকেরা চলাচলের আইন কানুনকে মানতে অনিচ্ছুক থাকে সবসময় ৷ তারা চায় শুধু একে অপরকে ফেলে তারা সামনে যেতে ৷ আর সাধারনত এই মনোভাব গুলোই যানাজোটের সৃষ্টি করে থাকে ৷

  • ট্রাফিক পুলিশ সিংগেল বাতি দেওয়ার পরও তারা সেই সিংগেল বাতিকে অমান্য করে বে লাইন করে গাড়ি পারাপার করতে থাকে ৷ এই. ধরনের কাজ গুলোই যানাজোটের মহা কারন হয়ে দাড়ায় ৷

  • এই যান জোট মানবজীবনে অনেক সমস্যা সৃষ্টি করে থাকে ৷ এটি সাধারনত মানুষের মূল্যবান সময় কেড়ে নিয়ে থাকে ৷

traffic-2158790_1280.jpg

source

traffic-4522805_1280.jpg

source

তারপর দেখা যায় অতিরিক্ত জ্বালানির অপচয় হয়ে থাকে ৷ আবার অনেক সময় দেখা যায় অসুস্থ ও মমূর্ষু রোগীদের যানজোটের কারনে আটকে পরে যায় রাস্তায় তারপর তাদেরকে ঠিকমত হাসপাতালে নিয়ে যেতে পারে না ৷ এই যানজোটের কারনে কেউ সামনেও যেতে পারে না আবার কেউ পিছনেও যেতে পারে না ৷

সুতরাং আমাদের উচিত সুষ্ঠ যোগাযোগের জন্য এই যানজোট অবশ্যই আমাদের দুর করতে হবে ৷ রাস্তাঘাট প্রশস্ত করা উচিত তার সাথে আমাদের ট্রাফিক নিয়ম নীতি মেনে চলা উচিত ৷ তার সাথে কঠোর যান চলাচল আইন ব্যবস্থা প্রবর্তন করতে হবে ৷ আর প্রত্যেকের এই আইন গুলো অবশ্যই অনুসরণ করা উচিত ৷ এবং কি আমাদের যথাযথ নজরদারি সচেতনতা ও সেই অনুযায়ী প্রচেষ্টা এই যানজোট দুর করার জন্য সাহায্য করতে পারে ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

Sort:  
 last year 

বহুবার আপনাদের জানানো হয়েছে লেখা ভাগ করে নেবার আগে পড়ে নেবেন, তৎসত্ত্বেও একজন বাঙালি হয়ে বাংলা লেখায় নিজের শীর্ষক কি দিয়েছেন দয়া করে একবার পড়ে দেখবেন।
@yoyopk

 last year 

দুঃখিত দিদি .. দেখেছি তারপরও মিসটেক হয়ে গেছে ৷

Loading...
 last year 

আপনি একটা চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয় আপনার লেখায় তুলে ধরেছেন।যানজট এর যন্ত্রণায় জীবন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে বিশেষ করে আমরা যারা ঢাকায় বসবাস করি।দেশের অন্য কোথাও জ্যাম থাকলেও এরকম অন্য কুথাউ নেই। এক ঘন্টার রাস্তা যেতে সময় লেগে যায় চার ঘন্টা।অনেক সময় প্রয়োজনীয় একটা কাজে বের হলে দেখা যায় যে সেখানে পৌছাতে পৌঁছাতেই সময় শেষ। এই বিষয়টা আপনি অত্যন্ত চমৎকার ভাবে লিখেছেন যা পরে ব্যাক্তিগত ভাবে আমার খুব ভালো লেগেছে এরকম আরো লেখা ভবিষ্যতে আপনার কাছ থেকে পাব আাশা রাখি।ভালো থাকবেন, সুস্থ থাকবেন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57110.78
ETH 2521.26
USDT 1.00
SBD 2.32