কৃষকের মুখে হাসি ফুটবে এইবার

in Incredible Indialast year

IMG_20230423_143456.jpg

আজকে চলে আসলাম গ্রাম বাংলার কৃষকের কষ্টের সোনালি ফসল ধান ৷ আর এই ধান নিয়ে তাদের অনেক গর্ব হয় ৷ কৃষকের দু বেলা দু মুঠো ভাত খাওয়ার জন্য এই সোনালি ধান তারা চাষ করে থাকে ৷

এই ধান চাষে তারা অনেক কষ্ট করে ফসল ফলিয়ে থাকে ৷ একটি ফসল চাষ করতে অনেক কষ্ট এবং পরিশ্রমের প্রয়োজন পরে ৷ তারা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সোনালি ফসল ধান তারা চাষ করে বাড়িতে নিয়ে আসে ৷

ধান চাষ করার কিছু নিয়মাবলি

প্রথমত বীজ বপন:

আমাদের প্রথমত ধান চাষ করার সময় আমাদের ধানের বীজ বপন করতে হয় ৷ আর সাধারনত বীজ বপন দুই ধরনের করা যায় ৷ এক হলো কাদা মাটিতে একটু জায়গা করে নিয়ে জমিতে ভালো ভাবে একটু চাষ করে নিতে হবে যেনো কোন ধরনের ঘাস না থাকে ৷

কাদা মাটি বা বালুযুক্ত মাটিতে ধানের বীজ বপন অনেক ভালো হয়ে থাকে ৷ দুই হলো শুকনা মাটিতে ভালো ভাবে চাষ করে এবং ভালো ভাবে ঝুরঝুরা করতে হবে তাহলেই শুকনা মাটিতে ধানের বীজ বপন করা যেতে পারে খুব সহজেই ৷

IMG_20230423_143433.jpg

IMG_20230423_143640.jpg

IMG_20230423_143614.jpg

IMG_20230423_143552.jpg

দ্বিতীয়ত চারা রোপণ:

বীজ যখন পরিপূর্ণ হয়ে যাবে বা ত্রিশ দিনের অধিক হয়ে যাবে সেই ধানের চারা গুলো আমরা আমাদের ফসল ফলানোর জমিতে রোপণ করতে পারবো ৷ আমাদের প্রথমেই সেই জমিতে চার টার মত চাষ করে কাদা করতে হবে ৷

যেন কোন ধরনের আগাছা না থাকে সেদিকে খেয়াল রেখে জমিতে চাষ করতে হবে ৷ তারপর ভালো ভাবে মই দিয়ে সমান করতে হবে যেন সম্পন্ন জমিতে সমান ভাবে জল থাকে ৷ আর অবশ্যই আমাদের পানি সেচ দেওয়ার ব্যাবস্থা রাখতে হবে ৷

তারপর আমাদের একটু জল থাকা অবস্থায় সার প্রয়োগ করে আমাদের সেই ধানের বীজ গুলে ধান চাষ জমিতে রোপণ করতে হবে ৷ চারা রোপন করার সময় অবশ্যই লাইন টেনে রোপণ করতে হবে আর সেই লাইনের মাঝ খানে চারটা করে গাছ রোপণ করতে হবে ৷

তৃতীয় পানি সেচ ব্যবস্থা ও আগাছা দমন:

চারা রোপণের পর আমাদের সাত দিন পর পর পানি সেচ ব্যবস্থা সঠিক ভাবে রাখতে হবে ৷ যতদিন না ফসল গুলো আমরা কাটতে পারবো ৷

চারা রোপণ করার পর বিশ দিন পর আমাদের আগাছা দমন করতে হবে আর এই আগাছা আমাদের দুই বার নিড়ানি দিয়ে দমন করতে হবে ৷

চতুর্থ সার প্রয়োগ ও স্প্রে:

চারাগুলো যখন বিশ দিনের মত বয়স হবে তখন আমাদের সব ধরনের সার প্রয়োগ করতে হবে ৷ এভাবে কমপক্ষে আমাদের দুই বার সার প্রয়োগ করতে হবে ৷

তারপর স্প্রে করতে হবে যখন ধান গুলো গুলো মুখোমুখি আসবে ৷ আর যখন পুনরায় বের হওয়া শেষ হবে তখন আরেকবার ধান ফসলে স্প্রে করতে হবে ৷

IMG_20230423_143535.jpg

IMG_20230423_143516.jpg

IMG_20230423_143413.jpg

তারপর তিন মাসের মধ্যে আমরা ধানের ফসল কাটতে পারবো ৷ আর এই সময়টা তে আমরা ধান ফসল কাটবো এবং বাড়িতে নিয়ে আসতে পারবো সোনালি ফসল ধান ৷ অনেক কৃষকের মুখে হাসি ফুটবে এই সোনালি পাকা ধান দেখে ৷

কৃষকেরা তাদের সর্বোচ্চ পরিশ্রম করে এই ধান ফসল চাষ করে থাকে এবং সেই ধান ক্ষেতে তারা মাঠে সারাদিন পরিশ্রম করে থাকে ঝড় হোক বৃষ্টি হোক তারা পরিশ্রম করেই থাকে ৷

এই ধান থেকেই তারা দু বেলা ভাত খেতে পারবে এবং সেই ধান বিক্রি করে তারা তাদের সংসারের খরচ নিয়ে আসবে ৷ আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ ৷

IMG_20230423_143724.jpg

IMG_20230423_143702.jpg

অবশেষে দেখতেই পারতেছেন ধান সোনালি পাকা ধান ৷ সব কৃষকের মুখে হাসি এই সোনালি পাকা ধান দেখে ৷ আর কয়েকদিন পরেই সব কৃষকেরা মাঠে নেমে পরবে ধান কাটার জন্য ৷ সব কৃষকের স্বপ্ন যেন পূরণ হয় এই কামনাই করি ৷

আজ আর লিখছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
 last year 

একদমই ঠিক বলেছেন এবার কৃষকের মুখে ফুটবে হাসি! কারণ বর্তমান সময়ে,,, ধানের ফলন হয়েছে অনেক বেশি ভালো।

আমাদের এখানেও প্রায় পর্যাপ্ত পরিমাণে ধান হয়েছে। আমি আজকে সারাদিন ধানের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম।

আসলে ধান আমাদের গ্রামের মানুষের একটা অর্থকরী ফসল বলতে পারেন। আমরা যারা এই ধান রোপন করি,,, তারা কিন্তু দেশের অনেক বড় উপকার করে। দেশের প্রত্যেকটা মানুষ ভাত খায়। কিন্তু এই কৃষি কাজকে অনেকেই অসম্মান করে।

আপনি দেখছি ধান চাষ রোপন করার ক্ষেত্রে বেশ কয়েকটা টপিক আমাদের সাথে তুলে ধরেছেন। এবং কিছু পয়েন্ট আমাদের সাথে আলোচনা করেছেন। যেগুলো আসলে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। তবে আমরা যারা কৃষিকাজ করি,,, তারা কিন্তু এই পয়েন্ট গুলোর সাথে,,,, অনেকটাই পরিচিত।

তারপরেও বলব আপনার পোস্টে পয়েন্টগুলো পড়ে বেশ ভালো লাগলো। আরো ভালোভাবে বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,, ভালো থাকবেন।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Loading...
 last year 

কৃষকের মুখে হাসি ফুটলে এই কথা শুনলে খুবই ভালো লাগে কারণ আমিও একজন কৃষকের ছেলে যেহেতু কিভাবে ধান রোপন করতে হয় আমার জানা আছে তবুও আপনি আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করে দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো পাশাপাশি আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো কারন আমাদের কৃষক গন তাদের শ্রম দিয়ে আমাদের জন্য তথা দেশ ও জাতির খাদ্য উৎপাদন জন্য তাদের ভূমিকা অতুলনীয়।

আর আপনি কৃষক কিভাবে ধান চাষ করেন তার সমস্ত নিয়মনীতি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন,,, কখন ধান রোপন করতে হয় কিভাবে করতে হয়,,কতদিনের চারা রোপন করতে হয়,,,, তা আমাদের মাঝে শেয়ার করেছেন,, একজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 last year 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য। আপনি ধান চাষের মাধ্যম খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন যা আমাদের জন্য অতীব জরুরী। আপনি কৃষকের মুখে হাসি ফোটার কথা বলেছেন যা আমাকে অনেক মুগ্ধ করেছে।

আপনার পোষ্টটি পড়ে নতুন অনেক কিছু আজ শিখলাম। ভবিষ্যতেও এমন কিছু আমাদের মাঝে লিখবেন এই আশায় রইলাম।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61639.07
ETH 2982.91
USDT 1.00
SBD 2.46