রাগ এবং ক্রোধ আমাদের পরিহার করা উচিত !!

in Incredible India8 months ago

anger-794699_1280.jpg

source

নমষ্কার বন্ধুরা,,,

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন ৷ আমি আজকে আপনাদের মাঝে রাগ এবং ক্রোধ নিয়ে আলোচনা করবো আর এই দুটি জিনিস আমাদের অবশ্যই পরিহার করা উচিত ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

আমাদের প্রতিটি মানুষের রাগ বা ক্রোধ এই দুটো জিনিস রয়েছে ৷ হয়তো কারো কম আবার হয়তো কারো বেশি ৷ কিন্তু এই রাগ বা ক্রোধের কারনে অনেক মানুষ অশান্তিতে ভোগতেছে বা অশান্তিতে জীবনজাপন করছে ৷ রাগ বা ক্রোধের কারনে মানুষ হয়ে মানুষকে খুন করতেছে বা নানা ধরনের হুমকির স্বীকার হতে হচ্ছে ৷

সত্যি কথা বলতে ক্রোধ মানবজাতির জন্য সবচেয়ে খারাপ লক্ষণ বলে মনে করি ৷ সাধারনত এই ক্রোধ মানবতার জন্য খুবই বিপজ্জনক ৷ আমরা মনে করি এই রাগ বা ক্রোধ এটা মানুষের পরম শত্রু ৷ এটা সমাজে শান্তি ও সংহতি ধ্বংস করে থাকে ৷ একজন রাগান্বিত মানুষ সব সময় চঞ্চল অবস্থায় থাকে ৷ যেই মানুষের রাগ বেশী তার সাথে ভালো ভাবে কথা বললেও তার বদমেজাজি দেখতে হয় ৷

সাধারনত একজন রাগি মানুষ নিজের জীবনকে অধঃপতিত করে না , সমাজে বৈষম্যও সৃষ্টি করে থাকে ৷ তাদের আচরণ অন্যদের ক্রুদ্ধ করতে পারে খুব সহজেই ৷ যখন একজন মানুষের রাগ অধিষ্ঠিত হয় , তখন তার নৈতিক প্রবত্তি নিগৃহত হয় এবং সে একজন বিচার বুদ্ধিসম্পন্ন জীব হিসেবে সে তার সত্তা ভূলে যায় ৷

সাধারনত রাগ এবং ক্রোধ তার মধ্যে থেকে মানবতাবোধ ছিনিয়ে নেয় ৷ তাই অবশ্যই আমাদের রাগ পরিহার করা উচিত আর এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ আমাদের সমাজে শান্তিতে বসবাস করতে হবে ৷ তাই আমাদের সতর্ক হতে হবে যাতে রাগ আমাদের স্পর্শ করতে না পারে ৷

anger-2728271_1280.jpg

source

যাদের রাগ বেশী তাদের সাথে বেশিক্ষণ কথা বলা যায় না কখন কি অঘটন ঘটাবে তা ভাবনার বাইরে ৷ একজন রাগী মানুষের জন্য তার পরিবারও শান্তিতে বসবাস করতে পারে না ৷ তার জন্য পরিবারকে কথা শুনতে হয় ৷

যারা অল্পতেই রাগ করে তাদের কে নিয়ে কোথাও চলাফেরাও অনেক বিপজ্জনক ৷ কারন যে রাগী মানুষ সে কখন কোথায় খারাপ আচরণ করবে তার সেই হুশ থাকবে না ৷ যারা রাগ চেক দিতে পারে না তারা সবসময় খারাপ কাজের কথা ভাবতে থাকে ৷ আপনারা লক্ষ্য করে দেখবেন যাদের রাগ বেশী তাদের সাথে মারামারি লাগলে তারা সবসময় লাঠি , দা , বঠি , ছুরি এই গুলো জিনিস নিয়ে আসে মারামারি করতে যায় ৷

যার জন্য আমরা বলতেই পারি একজন রাগী মানুষের সাথে কোন তর্কে না যাওয়াই ভালো ৷ কারন তাদের মনমানসিকতার অনেক পরিবর্তন রয়েছে ৷ তাদের মানবতা আর ভালো মানুষের মনবতা এক না ৷

model-4675554_1280.jpg

source

যাই হোক আমি সবার উদ্দেশ্যে বলতে চাই রাগ এবং ক্রোধ এই দুটো জিনিস নিজেদের কনট্রোলে রাখুন ৷ কারন রাগের বসে মানুষ নানা ধরনের খারাপ কাজ করতে পারে ৷ যেগুলো আমাদের আপনাদের নিজের জীবনের জন্য খুবই বিপজ্জনক ৷ তাই নিজেদের রাগ এবং ক্রোধ কমিয়ে স্বাভাবিক ভাবে জীবনজাপন করুন দেখবেন পৃথিবী কতটা সুন্দর ৷

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ৷ আমার আজকের লেখাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ৷ দেখা হবে আবার পরবর্তী পোস্টে ৷

IMG_20230720_181603.png

Sort:  
 8 months ago 

আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই রাগ রয়েছে। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের উচিত রাগ নিয়ন্ত্রণ করা। মাঝে মাঝে তো দেখা যায় আমি নিজেও রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। এমন কিছু কথা মুখ দিয়ে উচ্চারণ করে ফেলি। যার ফলে আমার সংসারের মধ্যে নানা ধরনের ঝামেলা সৃষ্টি হয়।

রাগ মানুষের জীবনটাকে ধ্বংস করে দিতে মোক্ষম ভূমিকা পালন করে। এমন অনেক মানুষ দেখেছি রাগের কারণে তাদের সংসার ধ্বংস হয়ে গেছে। রাগ নিয়ন্ত্রণ করা আমাদের প্রত্যেকের উচিত আমি চেষ্টা করে। সব সময় কেউ কিছু বললে চুপ করে থাকার জন্য কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়। তখন আর চুপ করে থাকতে পারি না। তবে আজকে আপনার পোস্ট পরিদর্শন করে অনেক কিছু জানতে পারলাম। অবশ্যই চেষ্টা করবো এখন থেকে রাগ নিয়ন্ত্রণ করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Loading...
 8 months ago 

আমাদের সবার মাঝেই রাগ আছে। কেউ কম রাগ আবার কেউ বেশি রাগ। তবে আমার মনে হয় সেই প্রকৃত মানুষ যে রাগকে কন্টোল করতে পারে। রাগ আমাদের ক্ষতি ছাড়া কিছু বয়ে আনে না। রাগকে আমার আমাদের চরম শত্রু মনে করতে হবে।

যাইহোক ভাই খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপনি আপনার পোস্টটা। পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার লেখার মধ্যে অনেক তথ্য বহন করছে। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম এবং আপনি ভালো থাকবেন সব সময় সেই কামনা করি।

 8 months ago 

যাই হোক আমি সবার উদ্দেশ্যে বলতে চাই রাগ এবং ক্রোধ এই দুটো জিনিস নিজেদের কনট্রোলে রাখুন ৷ কারন রাগের বসে মানুষ নানা ধরনের খারাপ কাজ করতে পারে ৷ যেগুলো আমাদের আপনাদের নিজের জীবনের জন্য খুবই বিপজ্জনক ৷ তাই নিজেদের রাগ এবং ক্রোধ কমিয়ে স্বাভাবিক ভাবে জীবনজাপন করুন দেখবেন পৃথিবী কতটা সুন্দর ৷

  • ভালো লাগলো আপনার সম্পূর্ণ লেখাটি। তবে এই অংশের শেষ বাক্যটি সত্যিই অসাধারণ ছিল ভাই। রাগ বর্জন করতে পারলেই প্রকৃত সৌন্দর্য বা সুখ খুঁজে পাওয়া সম্ভব।

  • আমাদের সকলেরই উচিত রাগ নামক বিষয় থেকে নিজেকে দূরে রাখা। এটা যেকোনো মুহূর্তে আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমার লেখাটি ভালো লাগার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আমি রাগ এবং ক্রোধ পরিহার করতে চাই, কিন্তু ওরা আমাকে পরিহার করতে চাইছে না। আমার মনে হয় ধ্যান এবং প্রাণায়াম করলে হয়তো রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একদিনে হবে না। তবে রোজ অভ্যাস করলে অবশ্যই সুফল মিলবে। আর আপনি এটা ঠিক বলেছেন যে, অল্পতেই রেগে যাওয়া ব্যাক্তিকে নিয়ে পথেঘাটে চলা বিপজ্জনক।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 8 months ago 

পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয় তার ৯০% ক্রোধের কারণে। ধন্যবাদ অসাধারণ একটি বিষয় নিয়ে সুন্দর লেখনীর জন্যে। শুভকামনা

 8 months ago 

হুম ভাই হয়তো সঠিক বলেছেন ৷ এগুলো আমাদের পরিহার করা অতি উত্তম কাজ ৷ তাহলেই আমার পরিবার আপনার পরিবার ভালো থাকতে পারবে ৷ ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ৷

 8 months ago 

একটি কথা আছে রাগ করলেন তো হেরে গেলেন। অতিরিক্ত রাগ মানুষকে জীবন নষ্ট করে দিতে পারে। রাগ আমাদের সব মানুষের ভেতরে আছে। রাগ করে মানুষ অনেক কিছু সফলতা আনতে পারে। আবার রাগ করে অনেক মানুষ খুন করে ফেলে। রাগ করলে একটি ভালো জিনিসের প্রতি রাগ করা উচিত যে জিনিসটি আমাদের ভবিষ্যতে কাজে লাগবে তার জন্য রাগ করা আমাদের অবশ্যই সম্ভব। কিন্তু যে জিনিসটি করলে আমাদের জীবনে ক্ষতি হয়ে যাবে তার প্রতি রাগ না করাটাই বেটার।

 8 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57339.41
ETH 2522.28
USDT 1.00
SBD 2.31