সাদা রঙের জবা ফুলের ফটোগ্রাফি 🌼

in Incredible India2 months ago (edited)

IMG_20240520_111051.jpg

HELLO FRIENDS,,

চলে আসলাম আজকে সাদা জবা ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ আমি অনেক দিন পর সাদা জবা ফুল দেখতে পেলাম ৷ আর এই সাদা জবা ফুল গুলো আমার এক ছোট ভাইয়ের কাছে নিছি সে আমাকে মেসেনজারে এই সাদা জবা ফুল গুলো পাঠিয়ে দিয়েছিলো ৷

জবা ফুলের মধ্যে আমার সাদা জবা ফুল টি অনেক চমৎকার লাগে ৷ এই সাদা জবা ফুল গুলো আমাদের এই দিকে নেই বললেই চলে ৷ যদি থাকতো তাহলে কোন না কোন জায়গায় এই সাদা জবা ফুল গুলো চোখে পড়তোই ৷ সাধারনত জবা ফুল আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি যেমন পূজার জন্য ব্যবহার করে থাকি ৷

তারপর এই জবা ফুল গাছের শিকর থেকে নানা ধরনের ঔষুধ তৈরি করা হয়ে থাকে সেই ঔষুধ গুলো আমরা ব্যবহার করে থাকি ৷ আসলে এক কথায় বলতে গেলে এই জবা ফুলের গাছ থেকে আমরা বেশ কিছু সুবিধা ভোগ করতে পারি ৷

সাদা জবা ফুলের রঙ দেখতে পুরোটা সাদা আর পাতা গুলো সবগাছের সবুজ রঙের হয়ে থাকে ৷ তারপর এই ফুলের পাঁচটি পাপড়ি রয়েছে পাপড়ি গুলাও দেখতে অনেক তমৎকার এবং উজ্জ্বলতা ৷

IMG_20240520_111120.jpg

সাধারনত এই জবা ফুল গুলো সারাবছর ফুটতে দেখা যায় তবে গ্রীস্মকালে আর বর্ষাকালে এই ফুলকে বেশীরভাগে ফুটতে দেখা যায় ৷ আবার দেখা যায় কোন সময় এই ফুল গাছে ফুটতেই দেখা যায় না ৷

অনেকে বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য এই ফুলের গাছ কে বাড়ির উঠানে বা বাড়ির পাশে রোপণ করে থাকে ৷

IMG_20240520_111026.jpg

জবা ফুলের উপকারিতা

✔ যাদের চুল পরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে তারা মূলত এই জবা ফুলের রস আর পাতার রস করে চুলের মধ্যে এক ঘন্টার মত লাগিয়ে রাখতে হবে ৷ তাহলে দেখবেন চুল পড়া থেকে বন্ধ হয়ে যাবে ৷ তার পাশাপাশি চুল পাকাও বন্ধ হয়ে যাবে ৷

✔ তারপর অনেকে প্রসাবের জ্বলায় ভোগেন তারা মূলত এই জবা ফুলের রস বেটে নিয়মিত খেতে হবে তাহলে খুব তারতারি প্রসাবের জ্বালা থেকে মুক্তি পেয়ে যাবেন ৷

✔ তারপর চুলের খুশকি দুর করতে সাহায্য করে থাকে ৷ আপনারা এক চামচ মেথির সাথে জবা ফুলের রস মিশিয়ে চুলে লাগিয়ে রাখবেন দেখবেন বেশ কয়েকদিনের ভিতরে চুলের খুশকি দুর হয়ে যাবে ৷

✔ তারপর জ্বর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে থাকে যেমন জবা ফুল গাছের পাতার রস হালকা গরম করে চায়ের মত করে খেতে হবে তাহলে জ্বর থেকে খুব তারাতারি মুক্তি পেয়ে যাবেন ৷

অপকারিতা,,

গর্ভবতী মা বোনেরা এই জবা ফুলের চা খাওয়া থেকে বিরত থাকবেন ৷ তারপর যাদের লো ব্লাড পেসার তারাও এই জবা ফুলের চা খাওয়া থেকে বিরত থাকবেন ৷ তারপর যাদের এল্যার্জি রয়েছে তারাও বিরত থাকবেন ৷

IMG_20240520_110946.jpg

আজকে এই ছিল আমার সাদা জবা ফুলের ফটোগ্রাফি এবং উপকারিতা ৷ আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভূলবেন না ৷

IMG_20230720_181603.png

Sort:  
 2 months ago 

জবা ফুল দেখতে এমনিতেই অনেক সুন্দর। বিভিন্ন রঙের জবা ফুল আজকাল পাওয়া যায়। তার মধ্যে সাদা জবা ফুল কম সুন্দর নয়। আপনার ফটোগ্রাফিতে জবা ফুলের সৌন্দর্য চমৎকারভাবে ফুটে উঠেছে।

আপনি এর উপকারিতা অপকারিতা দুটোই বর্ণনা করেছেন। অনেক কিছুই জানলাম আপনার পোস্ট পড়ে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Loading...

সাদা জবা ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আমাদের এখানেও সাদা জবা ফুল খুব কমই দেখতে পাওয়া যায়। জবা ফুলের কোন উপকারিতার ব্যাপারে এর আগে আমার জানা ছিল না। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যা ভাই এই প্রথম দেখলাম সাদা জবা ফুল এর আগে কখনও চোখে পড়ে নাই এই সাদা জবা ফুল গুলো ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 months ago 

জবা ফুল বিভিন্ন রকমের হয়। আমাদের দেশেও বিভিন্ন রকমের জবা ফুল দেখা যায়। সাদা রঙেরও দেখা যায় ।কিন্তু আপনার ফুলটাও বেশ সুন্দর লাগলো। সাদা রংয়ের ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনার পোস্টটি ভীষণ সুন্দর হয়েছে।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন ,,,

 2 months ago 
  • আপনার পোস্টের প্রতিটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর এবং সেই সাথে জবা ফুল সম্পর্কে বেশ কিছু তথ্যও দিয়েছেন আমাদের।

আর এই সাদা জবা ফুল গুলো আমার এক ছোট ভাইয়ের কাছে নিছি সে আমাকে মেসেনজারে এই সাদা জবা ফুল গুলো পাঠিয়ে দিয়েছিলো ৷

  • ভাই, আপনি নিজেই বললেন যে, এই ফুলগুলো এক ভাইয়ের কাছ থেকে ম্যাসেন্জার এর মাধ্যমে নিয়েছেন তবে পোস্টের শেষ প্রান্তে ফটোগ্রাফি ডিভাইসের এখানে আপনার ফোন অর্থাৎ Vivo Y11 দেওয়া, এই বিষয়টা বুঝলাম না।

  • আপনাকে ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

ভাই সেটা ভূল করে দিয়ে দিছি ৷ তেমন ভাবে খেয়াল করি নাই ৷ ধন্যবাদ বিষয় টা তুলে ধরার জন্য ৷

 2 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 months ago 

আমার কাছে প্রথম করা ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি সুন্দর লাগছে তবে পরের গুলো কিন্তু কম সুন্দর নয়।
ধন্যবাদ জবা ফুল সম্পর্কে অনেকগুলো উপকারিতা তুলে ধরার জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 2 months ago 

জবা ফুল সবসময়ই সুন্দর লাগে। সাদা রঙের জবা খুব একটা দেখা যায় না। আমাদের বাড়িতেও ছোটবেলা থেকে জবা ফুল এর গাছ দেখেছি।
আপনি জবা ফুলের উপকারীতা এবং অপকারীতা দুটো নিয়েই লিখেছেন।এতে করে অনেকেই উপকৃত হবে।
আমি নিজেও আগে শুধু জানতাম চুলের যত্নে
কাজে লাগে।কিন্তু আপনার পোস্ট পড়ে আজকে অনেক কিছুই জানতে পারলাম।
ধন্যবাদ এত সুন্দর একটা নিয়ে বিষয় নিয়ে লেখার জন্য।
ভাল থাকবেন সবসময়।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

ফটোগ্রাফির ফলাফল বেশ ভালো এবং উদ্ভিদটিও উপকারী এবং এর বৈশিষ্ট্য রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি ফটোগ্রাফ পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করব জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 2 months ago 

ছোটবেলা থেকেই জবা ফুল দেখে আসছি। কিন্তু কখনো সাদা জবা ফুল দেখিনি। হিন্দি মোবাইলে দেখেছি কিন্তু বাস্তবে কখনো দেখার সুযোগ হয়নি। সত্যিই সাদা জবা ফুলের ফটোগ্রাফিটি খুব সুন্দর হয়েছে।
পাপড়ির মাঝে যে লাল রংয়ের চিহ্নটা রয়েছে এজন্য ফুলটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে।

এরকম নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

সাদা রঙ্গের জবা ফুল আমি দেখেছি অনেক কিন্তু তার বিষয়ে কোনো ধারণা আমার ছিলো না যে ধারণা আজ আপনার পোস্টের মাধ্যমে আমি পেলাম ধন্যবাদ এতো সুন্দর একটি মূল্যবান পোষ্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য এবং ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65762.16
ETH 3485.95
USDT 1.00
SBD 2.50