Better Life with Steem | The Diary Game | 6th January

in Incredible India9 months ago

Picsart_24-01-06_18-57-22-139.jpg

সকাল বেলা

IMG_20240106_122451.jpg

আজকে প্রায় সকাল ৭ টার দিকে ঘুম ভেঙে যায় আমার ৷ তারপর আমি বিছানা ছেড়ে বাইরে চলে আসি যদিও উঠতে ইচ্ছে করে না তবুও উঠতে হবে কারন সকাল বেলা উঠলে শরীরের অনেক উপকার পাওয়া যায় ৷ তারপর আমি বাইরে এসে দেখি হালকা শীত পরেছে আর পুরো আকাশে হালকা হালকা মেঘ আর মেঘ গুলোও বেশ লাল টকটকে হয়ে আছে ৷ সকাল বেলা উঠেই আকাশের দৃশ্য টা দেখে মন ভরে গেল ৷

তারপর একটু এদিক ওদিক ঘুরাঘুরি করলাম তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিলাম আর রেস্ট নিতে নিতে স্টিমিট প্লাটফর্মে কিছুক্ষন পরিদর্শন করলাম ৷

IMG_20240106_122022.jpg

প্রায় ১০ টা বেজে গেলো তখন পেটে অনেক খিদে চো চো করতেছে তারপর আমি একটি প্লেটে মুড়ি সরিষার তেল তারপর গুড় এবং সাথে নারিকেল নিলাম তারপর সব গুলো দিয়ে নাস্তা টা সেরে ফেললাম ৷ মুড়ি দিয়ে নারিকেল খেতে বেশ সুস্বাদু লাগে অনেক দিন পর মুড়ির সাথে নারিকেল খেলাম বেশ ভালোই লাগলো ৷

নাস্তা শেষ করার পর কিছুক্ষন আবার বিশ্রাম নিলাম ৷ তারপর আমার মা বলে উঠলো আলু ক্ষেতে পানি সেচ দিতে হবে ৷ মন টা অনেক খারাপ হয়ে গেলো ইদানিং যেন আমার কি হয়েছে কাজ করতেই ইচ্চে করে না ৷ তারপর আর কোন উপায় না পেয়ে পাশের বাড়ির একটি ছেলেকে নিলাম সাথে সম্পর্কে চাচা হবে আমার তাকে নিয়ে চলে গেলাম আলু ক্ষেতে ৷

দুপুর বেলা

IMG_20240106_122051.jpg

তারপর মেশিন স্টার্ট দিয়ে শুরু হয়ে যায় আলু ক্ষেতে পানি সেচ দেওয়া ৷ আলু ক্ষেতে পানি সেচ দিতে হলে দুইজন এর প্রয়োজন পরে কারন একটি ড্রেনে পর্যাপ্ত পরিমাণে পানি যায় যার জন্য এক সাথে দুটি ড্রেনে পানি ছেড়ে দিতে হয় ৷ তারপর আমরা আস্তে আস্তে দুইজনে এক বিঘার মত পানি সেচ দিয়ে থাকি ৷

আর পানি সেচ দিতে দিতে প্রায় দুপুর দুটো বেজে যায় ৷ আলু ক্ষেতে প্রথম বার পানি সেচ দিতে বেশী সময় লাগে না তাই অল্প সময়ের মধ্যেই পানি সেচ দেওয়া শেষ হয়ে যায় আমাদের ৷ তারপর পানি সেচ দেওয়া শেষ হলে আমার সব কিছু গুছিয়ে বাড়ি চলে আসি ৷

বিকেল বেলা

IMG_20240106_122148.jpg

বাড়ি এসে স্নান করে রোদের মধ্যে একটু দাড়িয়ে থাকি ৷ শীতের দিনে রোদ পোহাতে বেশ ভালোই লাগে ৷ কিছুক্ষন রোদ পোহালাম তারপর অনেক ক্ষিদে পেয়েছে তাই আর দেরী না করে চলে আসলাম খেতে ৷

দুপুরে খাবার ছিলো সিম ভাজি আর বাঁধাকপি আলু তারপর মাছ একসাথে সবজী করেছিল ৷ সেগুলো দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিলাম ৷ তারপর ভাত খাওয়া শেষ হলে রুমে এসে স্টিমিট প্লাটফর্মে গিয়ে সেখানে কয়েকটি পোস্ট পড়ে মন্তব্য করলাম ৷ তারপর শরীর টা একটু খারাপ লাগাতে সাথে সাথে ঘুমিয়ে পড়লাম ৷

সন্ধ্যা বেলা

IMG_20240106_184439.jpg

বিকেল প্রায় পাঁচ টার দিকে ঘুম ভেঙে যায় ৷ তারপর বাইরে কিছুক্ষন ঘুরাঘুরি করার পর অনেক ঠান্ডা লাগে ৷ তারপর কয়েকজন মিলে ভাবলাম একটু আগুন পোহানো দরকার তাই একটু ছোট করে আগুনের পোড় তারি করলাম সেখানে সবাই মিলে কিছুক্ষন সময় কাটালাম ৷

তারপর বাড়িতে এসে শরীর টা অনেক খারাপ লাগতেছে তার জন্য রাতের খাবার না খেয়েই শুয়ে পড়লাম ৷ আর পোস্ট লিখতে লিখতে রাত ৮ টা বেজে গেলো আর পোস্ট করেই ঘুমিয়ে পড়ি ৷

আমার আজকের সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

THE END
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 9 months ago 

নারকেল কোরা ,চিনি ও মুড়ি দিয়ে ছোটবেলায় অনেক খাওয়া হয়েছে। এখনো সুযোগ পেলে খাই। কিন্তু এর সাথে কখনো সরিষার তেল দিয়ে খাওয়া হয়নি। একটু বেলা হলে মায়ের কথা মতো আলু খেতে আপনি সেচ দিতে গেলেন। বাজারে এখন আলুর যে দাম আলু চাষ এখন লাভজনক ব্যাপার হয়ে গেছে। তবে আলু খেতে সেচ দেওয়ার পরে আপনার শরীরটা বেশ খারাপ হয়ে গেল। তাই বিকালে ঘুমিয়ে নিলেন। এরপরে সন্ধ্যায় আপনি আগুন পোহালেন। শরীর খারাপ লাগছিল বিধায় রাতে আর কিছুই
খেলেন না। সব মিলিয়ে বেশ ব্যস্ত একটি দিন আপনি পার করলেন।

 9 months ago 

সরিষার তেল দিয়ে মুড়ি খেতে অনেক সুস্বাদু লাগে ৷ একবার খেয়ে দেখতে পারেন অল্প কিছু মুড়ি তারপর মুড়ির সাথে সরিষার তেল আর সাথে নারিকেল নিয়ে একবার খেয়ে দেখবেন ৷ আশা করি অনেক টেষ্ট পাবেন এই খাবারের মধ্যে ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 9 months ago 

আপনার সারাদিনের কার্যলিপি পরে অনেক ভালো লাগলো। আপনার পোষ্টের শুরুতেই যে ছবিটি তুলেছেন সেটি অনেক সুন্দর ছিল। এছাড়াও আপনি জমির খেতে সেচ দেওয়া সুন্দর একটি ফটোগ্রাফি করেছেন যেটা আমাদের গ্রাম বাংলার প্রতিটি জায়গাতেই আছে। আপনার শেষের ছবিটি শীতের দিনে আগুন পোহানো এটা ছোটবেলায় থাকতে আমরা অনেক করেছিলাম। এরকম তথ্য বহুল পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

শুভকামনা রইলো আপনার জন্য

 9 months ago 

শুরুতেই সকালের লাল আকাশ দেখে মন ভালো হয়ে গেছে। সকালে মুড়ি, নাড়িকেল ও গুড় দিয়ে নাস্তা করেছেন। জিনিসটা খেতে ভালোই লাগে।এরপর আলু ক্ষেতে সেচ দিয়েছেন।বাসায় এসে ভাত খেয়েছেন।কিন্তু শরীর খুব একটা ভালো লাগছিল না আপনার।তাই না খেয়েই রাতে ঘুমিয়ে পরেন।
আপান্র দিনলিপি পড়ে ভালো লাগলো।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি ৷ আমার পোস্ট টি মনযোগ সহকারে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ দিনটি আপনার শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

শুভকামনা রইলো আপনার জন্য

 9 months ago 

প্রথমে একটা কথা বলে শুরু করতে চাই সেটা হল আপনার ফটোগ্রাফি দেখলে মনেই হবে আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি করতে পারেন চোখ জুড়িয়ে গেল প্রতিটা ফটোগ্রাফি দেখে।
মুড়ির সাথে নারকেল এর সাথে আবার খেজুরের গুড়া অসাধারণ।
আলু গাছের পানি দিলেন সাথে একজনকে নিয়ে নিলেন তবে এটা জানা ছিল না আলু গাছে পানি দিতে হলে দুজন মানুষের প্রয়োজন হয় অবশ্য আপনার কথাটাই ঠিক।
ছোটবেলা সবাই মিলে শীতের বেলা আগুন ধরাতাম এবং পাশে বসে আগুনের ভাব নিতাম তবে ,আপনার সন্ধ্যাবেলা আগুন ধরানোর উদ্দেশ্যটা দেখে আবার অনেক পিছনে চলে গেলাম।

 9 months ago 

আপনার সকালের নাস্তা টা আমার কাছে খুব ভালো লেগেছে। নারিকেল এবং গুড় দিয়ে আমি মুড়ি মাখা খেয়েছি কিন্তু কোন সময় সরিষার তেল দিয়ে একসাথে এরকম খাইনি । একটু বেলা হওয়ার পর তারপর আপনার মা বলল আলু খেতে পানি দেওয়ার জন্য তারপর আপনি গেলেন তার কথা মতন। আর এখন আলুর পরিমাণটা যে এত দাম যে আলু চাষ করে সে এখন লাভজনক। আলু খেতে কাজ করার জন্য আপনার শরীরটা ভীষণ খারাপ লাগছিল তাই বিকেলবেলা ঘুমিয়ে পড়লেন এবং সন্ধ্যা বেলার মাঠে আগুন জ্বালিয়ে আগুন পোহালেন।
সব মিলিয়ে খুব ব্যস্ত একটা দিন পার করলেন থ্যাঙ্ক ইউ।

 9 months ago 

আপনার পোস্ট পড়ে একটা ন্যাচারাল ফিল পাচ্ছি। সকালের আকাশটা দারুণ ছিল। পাশাপাশি মুড়ি, গুড় ও নারিকেল পেলে সকাল টাই তো মধুর হয়ে যায়। এর পর ক্ষেতে পানি দেয়া, এবং সন্ধ্যে বেলায় আগুনের তাপ নেয়া। বাহ কত সুখে দিন পার হলো আওনার।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 62017.93
ETH 2409.75
USDT 1.00
SBD 2.65