Better life with steem || The Diary Game || 8 February, 2024 ||

in Incredible India5 months ago

Picsart_24-02-08_23-09-42-933.jpg

সকাল বেলা

IMG_20240208_075702.jpg

নমষ্কার বন্ধুরা ,,

  • আজ ৮ ফ্রেবুয়ারী রোজ বৃহস্পতিবার

শুভ সকাল আজকে সকাল ৭ টার সময় ঘুম ভেঙে যায় ৷ কিন্তু, বিছানা থেকে উঠতেই মন চায় না তারপরও কিছু করার করার নেই চোখ বুলতে বুলতে বিছানা ছেড়ে বাইরে চলে আসলাম ৷ কিছুক্ষন হাঁটাহাটি করে চলে গেলাম জমিতে সেখানে পানি ভরাট করা হচ্ছে আর পানি ঠিকমত হয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতেছি ৷

IMG_20240208_075717.jpg

আজকে জমি গুলো চাষ করবো চাষ করার পর মই দিয়ে জমির চারপাশ টা সমান করবো সমান করার পর ধানের চারা রোপণ করবো ৷ পানি নেওয়া শেষে চলে আসলাম বাড়িতে ৷ আর বাড়িতে এসে ব্রাশ করে চলে আসলাম আমাদের বাড়ির কাছের দোকান পার ৷ সেখানে লাল চা তার সাথে একটা ভিজিয়ে খেয়ে নিলাম ৷

IMG_20240208_213753.jpg

চা খেয়ে বাড়িতে এসে মাহিন্দ্র গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম ৷ প্রায় দুপুর হয়ে আসতেছে তখন মাহিন্দ্র গাড়ির চলে আসলো ৷ আমি জমির কাছে গিয়ে জমি দেখিয়ে দিলাম তারপর তারা চাষ শুরু করে দিলো ৷ চাষ করা শেষে আমি জমির চারপাশের উঁচু নিচু জায়গা গুলো সমান করতে লাগলাম ৷ জমিতে উঁচু নিচু জায়গা সমান করতে অনেক কষ্ট লাগে আর অনেক সময় লাগে , তাই আমি প্রায় অনেক সময় নিয়ে আমাদের জমি গুলাকে সমান করলাম ৷

IMG_20240208_213821.jpg

বিকাল বেলা

জমি সমান করা শেষ হলো প্রায় দুই টার দিকে ৷ তারপর আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম ৷ এখন বাকি সময় টুকু ধানের চারা রোপণ করবো ৷ আমি আগেই দুই জন কে বলে রাখছি বিকেল সময় টা যেন আমার একটু কাজ করে দেয় ৷ তাদের কে সাথে নিয়ে আধা বিঘা জমির মত ধানের চারা রোপণ করতে লাগলাম ৷ এই আধা বিঘা জমি রোপণ করতে করতে প্রায় বিকেল ৬ টা বেজে যায় ৷

তারপর আমরা সবাই মিলে বাড়িতে চলে আসি ৷ বাড়িতে এসে সবাই মিলে স্নান করে নিলাম ৷ প্রায় সন্ধ্যার দিকে স্নান করা হলো অনেক ঠান্ডা লাগতেছে ৷ এমননিতেই কয়েকদিনের কাজের চাপে ঠিক সন্ধ্যার সময় স্নান করতে লাগে ৷ এই কয়েকদিনে কিছুটা সর্দি লেগে গেছে তারপরও কি আর করার এই কয়েকদিন কাজ করতেই হবে ৷

IMG_20240208_213845.jpg

সন্ধ্যা বেলা

রাতের বেলা বাজার চলে আসলাম ৷ বাজারে কিছু প্রয়োজনীয় কাজ শেষ করে নিলাম ৷ তারপর বাড়ির জন্য কিছু বাজার খরচ করে নিলাম ৷ তারপর বাড়ি আসার পথে দুই জন মিলে ডিম ভাজি , ও চটপটি খাওয়া করলাম ৷

তারপর বাড়ির পথে রওনা দিয়ে দিলাম ৷ বাড়ি আসতে প্রায় ১০ টা বেজে যায় ৷ তারপর সারাদিনের কার্যক্রম গুলো লিখতে শুরু করে দিলাম ৷ আর এখানেই শেষ হয়ে যায় ৷

শুভ রাত্রি

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 5 months ago (edited)

সকালে ঘুম থেকে উঠে কিছু সময় হাটাহাটি করে জমিতে পানি দেয়া হয়েছে কিনা দেখতে যান।
আপনাদের জমি সমান করে আজকে ধানের চারা রোপণ করবেন আপনারা। এজন্য প্রথমে জমি সমান করেন পরে ধানের চারা রোপণ করেন।এসব করতে করতে প্রায় ৬টা বেজে যায়।
ধান চাষ করা সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই তবে খুব কঠিন একটা কাজ এটা বুঝতে পারলাম।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ধন্যবাদ দিদি আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷

Loading...
 5 months ago 
  • কৃষকের ঘামে উৎপাদিত হয় ফসল। কঠোর পরিশ্রম করছেন আপনারা। এক বিঘা জমিতে ধান রোপন করা চারটি খানে কথা নয়। কয়েকদিন যাবতই পরিশ্রম করছেন। দোয়া করি আপনাদের পরিশ্রম যেন সফলতা পায় ।বাম্পার ফলন যেন হয় আপনাদের জমিতে। সন্ধ্যার পর এসে গোসল করেন। তারপর বাজারে বাজারের দিকে চলে গেলেন কারণ প্রয়োজনের কিছু কেনাকাটা ছিল ।কেনাকাটার এক ফাঁকে চটপটি ও ডিম ভাজি খেলেন। ভালোই হলো সারাদিন হারভাঙ্গা পরিশ্রম করলেন ,তাইএকটু এনার্জি মিলবে এই পুষ্টিকর
    খাবারগুলোতে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।
 5 months ago 

হুম দিদি আমরা অনেক চেষ্টা করি জমিতে ভালো ফসল আনার ৷ তারপরও অনেক ঝড় ঝাপতার পর ফসল গুলো আমরা পাই ৷

 5 months ago 
  • দোয়া করি উপরওয়ালা যেন আপনাদের মনের আশা পূর্ণ করেন। সমস্ত প্রতিকূলতাকে ওভারকাম করে ঘরে নতুন ফসল তুলতে পারেন। ধন্যবাদ আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সকালবেলা সূর্য ওঠার দৃশ্যটাতেই আপনার পোষ্টের মধ্যে আমার চোখ আটকে গেল। অসম্ভব সুন্দর লাগছিল। আসলে বর্তমান সময়ে প্রত্যেকটা জায়গায় ধানের চারা রোপন করা হচ্ছে। আপনি আজকে সেই কাজে নিয়োজিত ছিলেন। সন্ধ্যে বেলা এ ঝাল ঝাল চটপটি যেটা দেখতেই অসম্ভব লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে, আবার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 months ago 

এই দুনিয়ায় সুযোগ পেলে কেউ কমে ছাড়ে না। সকালে চা দিয়ে রুটি খাওয়ার সময়। রুটি সুযোগ পেয়েছে আপনার চা গুলো রুটি একাই সাভার করে দিয়েছে। 😁😁😁

ভাই আমি জমিতে ধান লাগাতে পারি না আর মোটামুটি সব কাজ করতে পারি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার পরবর্তী আকর্ষণীয় দিনা লিপি লিখে পড়ার অপেক্ষায় রইলাম।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 5 months ago 

আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোকানে গিয়ে লাল চা খেয়েছিলেন। তারপর গাড়ি দিয়ে জমি চাষ করেছেন এবং জমি সমান করেছেন। আসলে এগুলো খুব কষ্টের কাজ। আজ আপনি সারাদিনই খুব কষ্টের কাজ করেছেন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 months ago 

মতামতের উওর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 months ago 

যারা কৃষি কাজ করে তারা এর কষ্টটা খুব ভালো করে বুঝতে পারে।। আমাদেরও কৃষি কাজ করতে হয় কিন্তু এই মৌসুমে আমাদের ধানের চাষ করে না।। সারাদিন ব্যস্ত শেষে বিকেলে বাজারে গিয়েছিলেন।। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.028
BTC 54635.52
ETH 2893.76
USDT 1.00
SBD 2.03