Better life with steem || The Diary Game || 30th January, 2024 ||

in Incredible India6 months ago

Picsart_24-01-30_20-52-52-793.jpg

সকাল বেলা

IMG_20240130_185022.jpg

শুভ সকাল বন্ধুরা ,,

প্রতিদিনের মত আজকেও সকালে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটাহাটি করলাম ৷ সকালে উঠতেই মন চায় না তারপরও উঠতে হয় ৷ ফ্রেশ হয়ে দোকানে গিয়ে চা নাস্তা করে নিলাম ৷ তারপর বাড়িতে এসে বই পড়তে বসবো এই সময়ে আমার মা বলে উঠলো আজকে জমিতে কাদো করবে ৷ কারন এখন ধান চাষ করার সময় চলে এসেছে সবাই ব্যাস্ত হয়ে পড়েছে ধান চাষ করার জন্য ৷

আমার কাজ করার কথা শুনলে মাথা গরম হয়ে যায় ৷ কিন্তু আমার মাথা গরম হওয়াটা কাউকে বুঝতে দেই না মনের মধ্যেই রেখে দেই ৷ কি আর করার চলে গেলাম জমিতে ৷ জমি চাষ করবো গাড়ির জন্য অপেক্ষা করে আছি ৷ গাড়ি আসতে আসতে বারো টা বেজে গেলো ৷ তারপর শুরু হয়ে গেলো জমিতে চাষ দুই চাষ দিলেই কাদো হয়ে যাবে তারপর খুব সহজেই ধান চারা গাছ রোপন করতে পারবো ৷

জমি চাষ করা হলে এখন জমি সমান করতে হবে যার জন্য আমি আর আমার বাবা মই দিয়ে জমি সমান করতে লাগলাম ৷ জমি সমান করার উদ্দেশ্যে হলো জমিতে সমান পরিমাণে পানি থাকবে নেড়ানি বা আগাছা পরিষ্কার করে দেওয়ার সময় যেন জমির মাটি গুলো সমান ভাবে নরম থাকে ৷ তাহলে মাটি গুলো হালকা নিড়ানি দিলেই আগাছা গুলো তুলে ফেলা যাবে ৷

IMG_20240130_184909.jpg

বিকেল বেলা

জমি সমান করতে করতে দুপুর দুটো বেজে যায় ৷ তারপর আমরা বাড়ি চলে আসি ৷ বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে নিলাম ৷ তারপর বাবা বলে উঠলো এখন ধানের চারা গাছ তুলতে যেতে হবে ৷ আবার রাগ হয়ে গেলাম মনে মনে ৷ কি আর করার বাড়িতে থাকলে তো কাজ করতেই হবে চলে গেলাম চারা গাছ তুলতে ৷

যেখানে ধানের চারা রোপন করেছি চারা গুলো খুব সহজেই তুলাই যাচ্ছে না তারপরও অনেক কষ্ট করে তুলতে হলো ৷ আবার রাগ হয়ে গেলাম মনে মনে এই গুলো চারা তুলতে তুলতে হাতের ব্যাথা উঠে গেলো ৷ তারপরও ঐ ভাবে মাথা গরম করে ত্রিশ টার মত আঠি তুলে ফেললাম ৷ আর ভালো লাগে না এই বার মনে মনে ভাবলাম চলে যাবো বাড়ি ৷ তারপর আর দুইটি আঠি তুলে চলে আসলাম বাড়িতে ৷

IMG_20240130_184929.jpg

বাড়িতে এসে স্নান করে নিলাম ৷ স্নান করার পর অনেক ঠান্ডা লাগতেছে রুমে এসে লেপ নিয়ে শুয়ে পড়লাম ৷ এক ঘন্টা পর উঠে দেখি সন্ধা হয়ে গেছে ৷

IMG_20240130_184848.jpg

সন্ধ্যা বেলা

এমনিতেই আজকে সারাদিন রাগ করে কাজ গুলো করলাম ৷ তাই আর বাড়িতে ভালো লাগে না চলে আসলাম আমাদের চৌরাস্তা বাজারে সেখানে একটি দোকান রয়েছে প্রতিদিন প্রায় সময়ই সেখানে আড্ডা দেই ৷ আড্ডা দিতে শুরু করলাম বেশ কয়েকজন বড় ভাই ছোট ভাই দেখা হলো তাদের সাথে কথা বললাম ৷

তারপর মন টা ফ্রেশ করে বাড়িতে চলে আসলাম ৷ বাড়ি এসে কাউকে কোন কিছু না বলে সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম ৷ তারপর পোস্ট লেখা শুরু করে দিলাম ৷

আসলে সত্যি কথা বলতে কি বেশ কয়েকদিন পর কাজ করতে হচ্ছে তাই হয়তো মন বসতেছে না ৷ কিন্তু দুই একদিন টানা কাজ করলে তারপর থেকে মন বসে যাবে ৷ আর এখন ধান চাষ করার সময় সবাই ব্যাস্ত হয়ে পড়বে ৷ আমাদের কাজ শেষ করতে কমপক্ষে না হলেও দশ দিনের মত লাগবে ৷ কারন আমাদের যেটুকু জমি আছে আমি আর আমার বাবা সহ নিজেই কাজ গুলো করি ৷

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 6 months ago 

ভাইয়ের আজকের পোষ্টটি একটু অন্যরকম দেখলাম। তবে মাথা গরম করে কী আর কোন কাজ হয়। সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। ফসল ফলাতে হলে মাথার ঘাম পায়ে ফেলার মতো পরিশ্রম করতেহবে। এর বিকল্প কিছুই নাই ভাই। ধান চাষ করতে হলে অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়।

যাইহোক ভাই ভালো থাকবেন এবং দোয়া করি যেন আপনার আর মাথা গরম না হয়।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

হুম ভাই মন খারাপ থাকলে কাজ করার ইচ্চা করে না

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

কৃষকের এই কাজগুলো আমাদের খালি চোখে খুব সহজ মনে হলেও একমাত্র কৃষকই জানে তাদের হাড় ভাঙা কষ্টের গল্প। শুভকামনা রইল ভাই আপনার জন্য।।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 6 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡

 6 months ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 6 months ago 

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

 6 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡

 6 months ago 

ধানের ওয়া লাগানোর কি চমৎকার ফটোগ্রাফি। আগে এই দিন গুলি প্রতিনিয়ত দেখতাম, তবে তখন তেমন একটা ভালো লাগতো না। তবে, এখন আপনার ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

বর্তমানে সব জায়গায় ধানের কাজ চলছে।। আমাদের ভুট্টার চাষ বেশি করা হয় শুধু এক মৌসুমে ধানের চাষ করা হয়।। এ বছরে একটা জমিতে শুধু ধানের চাষ করা হয়েছে।।

 6 months ago 

হুম আমাদের এই দিকে ধানের চাষ বেশী ৷

 6 months ago 

আমি মনে করি কাজ করলে শরীর মন এবং সুস্থ থাকা যায়।
আজ আপনি অনেক কাজ করেছেন।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

সকালে প্রতিদিন ঘুম থেকে উঠতে ভালো লাগেনা। তারপরে উঠতেই হয় কিছু করার নেই এটাই জীবন।

উঠে কিছুক্ষণ রাস্তায় হাটাহাটি করে নাস্তা খেয়ে আসলেন। আপনার মা বললেন যে আজকে আপনাদের ক্ষেতে কাদো করবে সেখানে কাজ করতে যেতে হবে।

কৃষি কাজ আসলে খুবই কষ্টের জীবন এটা আমি আমার মায়ের মুখে শুনে এসেছি সব সময়। আবার দেখেছিও প্রচন্ড রোদ আর গরমের মাঝে ধান কাঁটতেছে। এখন অবশ্য মেশিন দিয়ে কাটে তাতে পরিশ্রম কিছুটা কমেছে।

আপনার দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময় এই শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয় সকালে নাস্তা খেয়ে নিলেন তারপর আপনার মা বল জমিতে যেতে কাজ করার জন্য। কাজর কথা শুনে আপনার মাথায় অনেক রাগ হলো কিন্তু আপনার রাগটা কাউকে বুঝতে দিলে না তারপর আবার কাজ করতে গেলেন। জমি থেকে দুপুর ২ টা বাজে এলেন তারপর আবার কাজ করতে গেলেন। সত্যিই আজকে আপনি অনেক কাজ করেছেন।

সন্ধ্যা বেলা বাজারে গেলেন বন্ধুদের সাথে আড্ডা দিলেন মনটা ফ্রেশ করলেন। বাসায় এসে পোস্ট লিখতে বসলেন আপনার সারাদিনের খুব ব্যস্ততার ভিতরে কেটেছে থ্যাঙ্ক ইউ।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

হয়তোবা বাবা-মা এখন কাজ করতে বললে একটু রাগ হয়। তবে আমার মনে হয় বাবা-মায়ের উপর রাগ করা ঠিক না। কেননা বাবা মা আমাদের ভালোর জন্য কথাগুলো বলে থাকে। সারাদিন রাগ করে কাজ করার পর সন্ধ্যায় একটু বাজারে ঘুরতে গিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্তময় দিনের খানিকটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64