Better life with steem || The Diary Game || 31 May, 2024 ||

in Incredible India4 months ago (edited)

Picsart_24-05-31_14-42-00-042.jpg

সকাল বেলা

IMG_20240531_122149.jpg

শুভ সকাল বন্ধুগণ ,,

আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন !

প্রতিদিনের মত আজকেও ঘুম থেকে দেরী হয় নি প্রতিদিনের মত সকাল ছয় টায় ঘুম ভেঙ্গে যায় ৷ তারপর বিছানা ঠিক করে মশারি তুলে ঠিকঠাক ভাবে বাইরে চলে আসলাম ৷ রাতে বৃষ্টি হয়েছিল এখনো পরিবেশ ঠান্ডা রয়েছে আকাশে কালো মেঘ মনে হয় আরো বৃষ্টি আসবে ৷

যাই হোক তারপর বাড়িতে চলে আসলাম এসে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম তারপর রুমে এসে বই পড়া শুরু করে দিলাম ৷ আজকে আমার পরিক্ষা আছে একটু পরেই পরিক্ষার উদ্দ্যেশ্যে রওনা দিতে হবে ৷

নয় টা বেজে চলে গেলাম স্নান দিতে স্নান করে এসে খাওয়া দাওয়া করতে মিলতে প্রায় দশ টা বেজে যাচ্ছে ৷ তারপর রেডি হয়ে সাড়ে দশ টার মধ্যে চৌরাস্তায় চলে গেলাম ৷ আমাদের অটো রিজাব করা আছে আর অটো গাড়িতে আমরা মোট সাত জন মিলে পরিক্ষা দিতে যাই ৷

কিছুক্ষণ অপেক্ষা করতে না করতে অটো চলে আসে তারপর বাকি ছেলে গুলা যেখানে অপেক্ষা করে সেখানে গিয়ে তাদের তুলে নিলাম ৷ অটো গাড়িতে পরিক্ষা কেন্দ্রে যেতে প্রায় দেড় ঘন্টার মত সময় লাগে ৷ তবে আমরা আস্তে আস্তে যাই আর এদিকে ভাড়ার খরচ ও খুবই অল্প পরিমাণে হয়ে থাকে ৷

IMG_20240531_122027.jpg

দুপুর বেলা

প্রায় সাড়ে বারো টার দিকে আমার পরিক্ষা কেন্দ্রে পৌছালাম ৷ সবাই কেন্দ্রের সামনে দাড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে রুমে প্রবেশ করতে দিবে ৷

IMG_20240531_122046.jpg

একটু পরেই সবাই আস্তে আস্তে রুমে প্রবেশ করলো আমি তাদের সাথে রুমে প্রবেশ করলাম ৷ ১৫ মিনিট পূর্বে পরিক্ষার খাতা দেওয়া হবে ৷ আমি তারাহুরো করে কিছু কাগজ আর আমার ফোন টা স্যারের কাছে জমা দিয়ে আসলাম ৷

একটু পর পরই খাতা দিয়ে দিলো খাতায় মার্জিন টেনে গোল বৃত্ত গুলো খুব মনযোগ সহকারে ভরাট করে নিলাম ৷ তারপর কয়েক মিনিটের মধ্যে প্রশ্ন দিয়ে দিলো ৷ আজকের পরিক্ষা টা একটু কঠিন ছিলো প্রশ্ন পেয়ে দেখলাম তেমন কমন ছিলো না ৷

যাই হোক এত কিছু না ভেবে তারাতারি করে লেখা শুরু করে দিলাম ৷ চার ঘন্টা লিখতে হবে আর চার ঘন্টা বসে থেকে লেখা টাও অনেক কষ্টের ৷

যাই হোক বিকেল পাঁচ টা বেজে পরিক্ষা শেষ হয়ে গেলো , তারপর পরিক্ষা হল থেকে বের হয়ে অটোর জন্য অপেক্ষা করতেছি ৷ একটু পর পরই অটো চলে আসে তারপর আমরা সবাই মিলে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দিয়ে দিলাম ৷

বাড়ি আসার পথে একটি হোটেলে ঢুকে যে যার যার মত করে খাওয়া দাওয়া করে নিলো আমি খেচুরি আর হাঁসের মাংস দিয়ে খাইলাম ৷ খাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিলাম ৷

IMG_20240531_122113.jpg

সন্ধ্যা বেলা

বাড়ি আসার পথে আমাদের কলেজের একটি অটো একসিডেন্ট করছে তাদের সাথে রাস্তায় দেখা ৷ অটো ড্রাইভার কে এলাকার সবাই মিলে আটকে রেখেছে ৷

এসিডেন্ট টা মূলত একটি ছোট বাচ্চা কে বাচাতে গিয়ে আরেক টি অটো ভ্যানকে লাগিয়ে দেয় অটো ভ্যানটি রাস্তার পাশে জমিতে পড়ে যায় ৷ ভ্যানের বডির কিছু অংশ ভেঙ্গে যায় ৷ আর ভ্যানে থাকা একটি যাত্রীর পায়ে আঘাত পায় তাকে দ্রুত হাসপিতালে নিয়ে যাওয়া হয় ৷

আর এই দিকে অটোর সামনের গ্লাস ভেঙ্গে যায় তবে যাত্রীদের কোন কিছু ক্ষতি হয় নি ৷ এখন ভ্যান চালক বলে আমাকে ভ্যানের জরিমানা দিতে হবে আর যাত্রীর চিকিৎসার জন্য কিছু জরিমানা দিতে হবে ৷

আমরা তখন ঐ খানের এলাকার মানুষকে বুঝিয়ে যেহেতু দুজনের ক্ষতি হয়েছে আর দুজনে গরীব মানুষ এর মধ্যে আমার ১৫০০ টাকা সব মিলে জরিমানা দিতে চাইলাম ৷ কিন্তু ভ্যানচালক আর এলাকার মানুষ এত কম টাকাতে মানছে না , তাদের পাঁচ হাজার টাকা জরিমানা লাগবে ৷

তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে ১৭০০ টাকা দিয়ে আসি ৷ তারপর অটো গাড়ির চাবি নিয়ে তাদেরকে পাঠিয়ে দিলাম ৷

তারপর আমরাও চলে আসলাম ৷ বাড়ির পাশে বাজারে এসে সবাই মিলে চা খেয়ে সবাই সবার মত করে বাড়িতে চলে আসলাম ৷

তো বন্ধুরা আজকে এই ছিলো আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে উপাস্থাপন করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 4 months ago 

আপনার পরিক্ষা চলেছে, আশা করি পরিক্ষাগুলো ভালো হচ্ছে। পরিক্ষার হলে কি মোবাইল নিয়ে ডুকতে দেয় আপনাদের। আমাদের তো মোবাইল ধরতে পারলে সাথে সাথে সাসপেন্স করে দেয়।

আপনার পরীক্ষা কেন্দ্রের নামটা জানাবেন প্লিজ। সুন্দরভাবে পরীক্ষা দিয়ে বেরিয়ে সকলে মিলে হোটেলে গিয়েছিলেন এবং খাওয়া দাওয়া করলেন। আসার পথে গাড়ি দুর্ঘটনা ঘটেছে জেনে খারাপ লাগলো। সড়ক দুর্ঘটনা এখন নতুন কিছু নয়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন

 4 months ago 

আমরা ফোন নিয়ে যাই কিন্তু ফোন রাখার তো জায়গা নেই যার জন্য স্যারের কাছেই জমা দেই ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

খুব সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়েছেন। এদিকে আপনার পরীক্ষা ছিল, এজন্য তাড়াতাড়ি সবাই মিলে একসাথে হয়ে অটো করে পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন। পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হয়েছিল তবুও ভালোভাবে লিখতে পেরেছেন।
পরীক্ষা শেষ করে বাসায় আসার পথে কলেজের একটি এক্সিডেন্ট করেছিল। সত্যিই এক্সিডেন্টের কথাটা শুনলেই কেন জানি গা শিউরে ওঠে

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

হুম ভাই পরিক্ষা ছিল আর অনেক দুর পরিক্ষা কেন্দ্র এক বিশাল লং জার্নি করতে হয় ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন ৷

 4 months ago 

যেহেতু আজকে আপনার পরীক্ষা ছিল। তাই আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিলেন খাওয়া-দাওয়া করে, বের হয়ে পরীক্ষার হলে যাওয়ার সময় আপনি ঠিক টাইম মতো পৌঁছে গেছেন। এবং ওখানে গিয়ে খুব সুন্দর মতো পরীক্ষা দিয়েছেন। আপনার পরীক্ষা ভালো হয়েছে জানতে পেরে ভালো লাগলো।আসলে গ্রাম অঞ্চলে এই ধরনের অটো ব্যান মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট করে। তবে একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে উনি এই এক্সিডেন্ট করেছে। এখান থেকে আমি বলব উনার কোন দোষ নেই। উনি যদি বাচ্চার উপর গাড়ি চালিয়ে দিত। তাহলে ওনার দোষ আমি অবশ্যই বলতাম। যাইহোক জরিমানা দিয়ে বাড়িতে ফিরে এসেছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

কি বলবো আপু একসিডেন্ট তো কয়ে বলে আসে না হঠাৎ করে হয়ে থাকে ৷ সবচেয়ে বড় কথা কারো তেমন কিছু ক্ষতি হয় নি , শুধু অল্প স্বল্প আঘাত লেগেছে ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

পরীক্ষা চলাকালীন অনেকটা রুটিন মাপিক চলতে হয়। আর হ্যাঁ বর্তমানে বৃষ্টি হচ্ছে, আর পরীক্ষা দেওয়ার জন্য অটো রিজার্ভ করেছেন এটা বুদ্ধিমানের কাজ করেছেন।। আর যেকোনো ডিপার্টমেন্টার কিছু কিছু কঠিন সাবজেক্ট থাকে আর আজকে আপনার কঠিন পরীক্ষা তেমন কমন ছিল না আসলে খবর না থাকলে কিছু করার থাকে না।।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 4 months ago 

আপনি পরিক্ষার হলে গিয়ে আমাদের জন্য সুন্দর একটা ছবি ক্যামেরাবন্দী করে নিয়ে এসেছেন।এরপর পরিক্ষা শুরু হলে স্যারকে ফোন জমা দিয়ে দেন।বাসায় ফেরার পর দূর্ঘটনা ঘটে।সেখানে আপনি সবকিছু মিটমাট করে দেন।এটা খুবি ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61733.68
ETH 2481.63
USDT 1.00
SBD 2.63