Better life with steem || The Diary Game || 29 April, 2024 ||

in Incredible India2 months ago

Picsart_24-04-29_19-52-25-435.jpg

সকাল বেলা

IMG_20240429_134358.jpg

নমষ্কার বন্ধুগণ ,,

প্রতিদিনের মত আজকেও সকাল বেলা উঠলাম আর ইদানিং মনে হচ্ছে একটু সকাল হলেই রোদ অনেক টা হয়ে যাচ্ছে ৷ আর বর্তমান সময়ে রাত ছোট জন্য সকাল বেলা একটু ঘুম থেকে উঠতে দেরী হয়ে যাচ্ছে ৷ তারপরও প্রতিদিন আমার আট টা থেকে সাড়ে আটটার মধ্যে ঘুম থেকে উঠতে হয় ৷ আর এই সময়ে বাইরে এসে দেখলে মনে হয় দুপুর হয়ে গেছে ৷

যাই হোক সকাল বেলা উঠে ফ্রেশ হলাম তারপর দোকানে গিয়ে চা বিস্কিট খাইলাম চা বিস্কিট খেয়ে দোকানে কিছুক্ষণ আড্ডা দিলাম ৷ একটু পরেই একজন ছোট ভাই আসলো তাকে নিয়ে চলে গেলাম বালুর পয়েন্টে ৷ আমাদের একটু খাল মাটি রয়েছে রাস্তার সাথে সেই খাল মাটি টা ভরাট করার সিদ্ধান্ত নিয়েছি ৷ যার জন্য বালুর পয়েন্টে গিয়ে ম্যানেজার এর সাথে কথা বলে নিলাম আমাদের যেন কয়েক গাড়ি বালু দেয় মানে যতটুকু বালু লাগবে ভরটা করতে ততটুকু বালু যে আমাদের দেয় ৷

তারপর ম্যানেজারের সাথে সব কিছু দাম দর ঠিক করে নিলাম ৷ তারা বললো আগামীকাল থেকে নাকি বালু ভরাট কাজ শুরু করে দিবে ৷ তারপর আমরা সেখান থেকে চলে আসি আবার দোকানে ৷ এসে আবার ও দোকানে কিছু খেয়ে নিলাম ৷ তারপর কিছুক্ষণ গল্প গুজব করার পরে বাড়িতে চলে আসলাম ৷

বাড়ি এসে সকালের খাওয়া দাওয়া সেরে ফেললাম ৷ খাওয়া শেষ করে একটু বিশ্রাম করে নিলাম ৷ তারপর রুমে শুয়ে স্টিমিট প্লাটফর্মে গিয়ে বেশ কিছু বন্ধুদের পোস্ট পড়ে বেশ কিছু কমেন্ট করে নিলাম এই সুযোগে ৷

IMG_20240429_161300.jpg

দুপুর বেলা

দুপুর বেলা ভূ্ট্টা ক্ষেতে চলে গেলাম যে রোদ পরেছে তারপর ও কিছু করার নাই ভূট্টা ছিরতেই হবে ৷ আমি আমার বাবা সাথে আরো দুইজন মানুষকে নিয়ে বেশ কিছু জমির ভূ্ট্টা ছিরলাম ৷ তারপর ভূ্ট্টা ছিরা শেষ করে ভূ্ট্টা গুলো বাড়ির পাশে এক জায়গায় ঢিপ করে রাখলাম ৷

আগামী কালকে আরেক টু ভূট্টা ক্ষেত রয়েছে সেগুলো ছিরতে হবে ৷ তারপর একসাথে সব ভূ্ট্টা গুলো মেশিনে ভাঙ্গিয়ে নিবো ৷ বর্তমান সময়ে রোদ থাকার কারনে ভূট্টার বাজার একটু বেশি আর যদি পানি হতো কিছু দিন পর পর তাহলে মাঠেই মারা যাইতাম ৷ আগের তুলনায় বর্তমান ভূ্ট্টা চাহিদা অনেক বেশী এবং বাজার মুল্যও আগের তুলনায় একটু বেশী ৷

কাজ শেষ করে বাড়িতে এসে একটু বিশ্রাম নিলাম তারপর চলে গেলাম স্নান করতে ৷ স্নান করা শেষে রুমে এসে আগে ফ্যানের হাওয়া খাইতে লাগলাম ৷ রোদে কাজ করে শরীর পুরাই ক্লান্ত ৷

IMG_20240429_161952.jpg

বিকেলে বের হবো একটু সেই সময়ে দেখলাম আমার মা একাই খই ভেজে খইয়ের ধান গুলো পরিষ্কার করতেছে ৷ আমিও মা কে সাহায্য করার জন্য বসে পড়লাম মা আর আমি কিছু সময়ের মধ্যে খইয়ের মধ্যে থাকা ধান গুলো পরিষ্কার করে ফেললাম ৷

আর এই খই ভাজার মূল কারণ হলো , বর্তমান বাংলা সনের বৈশাখ মাস চলতেছে আর এই মাসে আমরা সনাতন ধর্মের মানুষ নিরামিষ খাবার খেয়ে থাকি ৷ অনেকে খায় আবার অনেকে খায় না , তবে আমাদের বাড়িতে মা আর বাবা নিরামিষ খায় আমি খাই না ৷

আর নিরামিষ মাসে আমরা প্রতিদিন সকালে তুলসী ঠাকুরকে প্রসাদ দিয়ে থাকি ৷ আর প্রসাদ হিসেবে কলা থাকবে ফলমূল থাকবে আর সাথে থাকবে মিথাই দিয়ে খই সানা ৷ এই মাস শেষে হতে এখনো অর্ধেক দিন বাকি রয়েছে আর আগের খই গুলো শেষ হয়েছে যার কারণে আজকে আবার খই ভাজা হয়েছে ৷

IMG_20240429_194447.jpg

সন্ধ্যা বেলা

বাড়িতে কিছু খরচ লাগবে যার জন্য বাজারে যাইতো বললো আমার মা আমি আর দেরী না করে ব্যাগ নিয়ে বাজারে দিকে রওনা দিলাম ৷ যাইতে যাইতে ভাবলাম সবজী তো আর লাগছে না তাহলে বাজারে গিয়ে কি করবো ৷ বাজারের সামানে একটা সুপার সোপ হয়েছে সেখানে গেলে একবারে সব খরচ গুলো নিতে পারবো ৷

আমি আর বাজার না গিয়ে সুপার সোপ ঢুকে প্রয়োজনীয় জিনিস গুলো নিয়ে নিলাম ৷ তারপর টাকা দিয়ে সেখান থেকে চলে আসলাম বাড়িতে ৷

বাড়িতে এসে রাতের খাবার খেয়ে পোস্ট লিখতে বসলাম ৷ তো বন্ধুরা আজকে এই ছিলো আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷

শুভ রাত্রি🌼

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 2 months ago 

আপনাদের বালির প্রয়োজন তাই বালির পয়েন্টে গিয়ে সেখানকার লোকের সাথে কথা বললেন। আমাদের এখানে ভুট্টার চাষ করা হয় না, তবে আপনাদের এখানে ভুট্টার চাষ করা হয়েছে এবং ভালো ফলন হয়েছে দেখে ভালো লাগলো। গরমের মধ্যেও ভুট্টার ক্ষেতে গিয়ে কাজ করেছেন।

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

হুম ভাই বর্তমান সময়ে বালির অভাব নেই যার জন্য এটাই সুযোগ খাল বিল ভরাট করার ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Loading...
 2 months ago 

দেখে মনে হচ্ছে যে এবারের ভুট্টার ফলন মাশাল্লাহ খুব ভালো হয়েছে। হয়তোবা বৃষ্টি হলে আরো ভালো হতো।

আমাদের অঞ্চলে ভুট্টার খুবই কম হয় ধান চাষ বেশি হয় কিন্তু আপনাদের এলাকায় বাদাম সহ আরো অনেক কিছু চাষ হতে দেখেছি যেটা আপনার পোস্ট পড়ে জানতে পারি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যকর খুব ভালোভাবেই আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47