Better life with steem || The Diary Game || 18 june, 2024 ||

in Incredible India25 days ago

Picsart_24-06-18_22-44-08-281.jpg

সকাল বেলা

IMG_20240618_181455.jpg

শুভ সকাল বন্ধুরা ,,

আজকে সকালে উঠেই একটি সুন্দর বৃষ্টিময় দিন দেখতে পেয়েছি ৷ সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শেষ হওয়ার কোন নাম গন্ধই নেই বললেই চলে ৷ সকালে উঠে দেখলাম প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরে বের হইলেও ছাতা নিয়ে বের হতে হবে এই গুলা ভাবতে ভাবতে আবার রুমে এসে শুয়ে পড়লাম ৷

আজকে রাতে বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে তারপর আবার আকাশের গর্জন এই সব শুনে রাতে ঘুমাতে পারি নি একা ঘুমিয়ে ছিলাম এই গুলাতে আমার খুব ভয় লাগে ৷ যার জন্য রাতে আর ঠিকমত ঘুমাতে পারি নি ৷

IMG_20240618_162711.jpg

IMG_20240618_181739.jpg

যাই সকাল দশ টায় আবার ঘুম থেকে উঠলাম বৃষ্টি আসলে ঘুম ভালোই হয় এটা হয়তো আপনারা সবাই জানেন ৷ তারপরও হালকা বৃষ্টি পরতেছে ছাতা নিয়ে বাইরে এসে ব্রাশ করলাম তারপর ফ্রেশ হয়ে মেডিসিন খাইলাম খাওয়ার আগে এবং খাওয়ার পরও খাইতে হবে ৷

সব গুলো মেডিসিন নিয়ম অনুসারে খাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ শুয়ে পড়লাম বৃষ্টির দিন কোথাও যেতে ভালো লাগে না চারদিকে কাদা দিয়ে ভর্তি ৷ এভাবে শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না ফোনেও চার্জ নেই যে ফোনে কাজ করবো ৷ এভাবে রুমে থাকতেও বিরক্তিকর লাগতেছে ৷

IMG_20240618_182631.jpg

দুপুর বেলা

রুমে আর না থাকতে পেরে চলে আসলাম নদীর পারে নদী দিয়ে নাকি হালকা স্রোত বয়ে যাচ্ছে তার জন্য দেখতেই গেলাম ৷ গিয়ে আসলেই দেখি নদীতে হালকা স্রোত বয়ে চলছে ৷ তারপর দেখলাম বেশ কয়েকজন জেলে মাছ ধরার জন্য জাল ফেলতেছে ৷

কিন্তু এই পানিতে তেমন একটা মাছে আসেনি নদীতে তারপরও কয়েকটা মাছে এসেছে যেগুলো ডিম দেওয়ার মত মাছ ৷ আর এই মাছ গুলোকে প্রথম থেকে ধরলে পরে আর মাছের বংশ খুজে পাওয়া যাবে না ৷ কিন্তু গ্রামের কিছু জেলে এই বিষয় গুলাকে তেমন একটা গুরুত্ব দেয় না ৷

কি আর করার গিয়ে দেখলাম সবাই এক পোঁয়ার মত করে দেশী ছোট মাছ গুলো ধরেছে ৷ নদীর দেশী মাছ খেতে বেশ সুস্বাদু লাগে ৷ তবে নদীর মাছ কিনতে গেলে বেশ দাম থাকে ৷

IMG_20240618_182722.jpg

গ্রামের আঁকাবাক নদী দেখতে বেশ ভালোই লাগে ৷ আজকের নদীটির সৌন্দর্যতা অনেক আকর্ষণীয় দেখে মন ভরে গেছে আমার ৷ তার পাশাপাশি বর্ষাকালে নদীতে মাছ ধরার বিষয় টাও অনেক আনন্দের হয়ে উঠে ৷

IMG_20240618_222614.jpg

সন্ধ্যা বেলা

রাতের বেলা দুইটা ছোট ভাই সহকারে চলে গেলাম দেবীগনচ শহরে কারণ একটা ছোট ভাইয়ের বিয়ে তার কিছু কেনাকাটা করার বাকি আছে ৷

সব কিছু কেনাকাটা সঠিক ভাবে করলাম নিলাম ৷ বিয়ের গায়ে হলুদের সব কিছু জিনিসপত্র কিনে নিলাম তারপর বিয়ের খাবারের জন্য ওয়ান টাইম প্লেট গুলা কিনে নিলাম ৷ কিছু কসমেটিক্স কিনে নিলাম তার মানে যতসব ছোট খাটো জিনিসপত্র রয়েছে তা সব কিছু কিনে নিলাম ৷

সবকিছু কেনকাটার পর একটি ভ্যান ভাড়া করে সব কিছু ভ্যানে তুলে দিয়ে পাঠিয়ে দিলাম ৷ আর আমরা খাবারের জন্য খোলা মার্কেটে চলে গেলাম ৷ আর এই খোলা মার্কেটের নাম আমরা গ্যাস্টিক মার্কেট দিয়েছি যেখানে যতসব ভাজা পোড়া খাবার বিক্রি করা হয়ে থাকে ৷

IMG_20240618_223642.jpg

যাই আজকে আর ভাজা পোড়া খাবার কিছুই খেলাম না , সবাই মিলে বট আর খিচুরি খেয়ে নিলাম ৷ বট আর খেচুরি খেতে বেশ ভালোই মজা লাগে মাঝে মাঝে দেবীগনচ শহরে আসলে এই বট আর খেচুরি খাওয়া হয় ৷

খাওয়া শেষ করে আর দেরী না করে চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে ঔষুধ খেয়ে পোস্ট লিখতে শুরু করে দিলাম ৷

তো বন্ধুরা সবাইকে জানাই শুভ রাত্রি 🙏 সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 25 days ago 

বিদুৎ চমকালে আমারও ভীষণ ভয় লাগে তবে অনেক দিন যাবত বৃষ্টি হয় না তাই বিদ্যুৎ চমকামোর আওয়াজও শুনি না। তবে মন থেকে চাচ্ছি বিদ্যুৎ চমকালেও একটু বৃষ্টি যেন হয় তাহলে গরমের হাত থেকে একটু হলেও মুক্তি পাবো।

আশেপাশে নদী না থাকায় নদীতে মাছ ধরার কোনো অভিজ্ঞতা আমার নেই তবে খুব ইচ্ছা করে। সকালে খাওয়ার পর ঔষধ খেয়েছিলেন, এবং এটা সকলের নিয়ম মেনেই খাওয়া উচিত। ভালো লাগলো আপনার কার্যক্রম সম্পর্কে জানতে পেরে। ভালো থাকবেন।

 24 days ago 

রাতের বেলা বৃষ্টি হলে ভালো ঘুম হয়। কিন্তু তার সাথে যদি কান ফাটানো বজ্রপাত হয় তাহলে অবশ্য সহজে ঘুম আসে না। নদীর মাছ খেতে সুস্বাদু হয়। কিন্তু আমি আসলে মাছ খেতে খুব একটা পছন্দ করি না। কিন্তু একটা বিষয় খারাপ লাগলো।জেলেরা মা মাছদের ধরছে। অথচ কয়েকদিন অপেক্ষা করলে মাছের পরিমাণ আরও বাড়তো। কেন যে তারা এত অসচেতন।আপনাদের মার্কেটের দেওয়া নামটা খুব পছন্দেম হয়েছে আমার। গ্যাস্ট্রিক মার্কেট। ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44