Better life with steem || The Diary Game || 17 june , 2024 ||

in Incredible Indialast month

Picsart_24-06-17_19-08-32-805.jpg

সকাল বেলা

IMG_20240617_092517.jpg

হ্যালো বন্ধুগণ ,,

শুভ সকাল বন্ধুরা,,

সবাইকে ঈদের শুভেচ্ছা 🌼 কেমন আছেন সবাই ? আশা করি সকলে অনেক ভালো আছেন ৷ প্রতিদিনের মত আজকেও সকালে উঠলাম আর বাইরে এসে দেখি আকাশে অনেক মেঘ সাথে বাতাস বয়ে যাচ্ছে ৷ এই বুঝি বৃষ্টি নামবে তারপর আবার আজকে ঈদ যদি বৃষ্টি নামে তাহলে অনেক মানুষ ঈদ গাঁ মাঠে নামাজ পড়তে যেতে পারবে না ৷

যাই হোক আকাশে মেঘ থাকলেও হালকা বৃষ্টি হওয়ার পর আর বৃষ্টি হয় নি সবাই ভালো ভাবে নামাজ শেষ করতে পেরেছে ৷

IMG_20240617_093654.jpg

তারপর বাড়িতে এসে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম ইদানিং কেন জানি খাওয়ার রুচি টা কমে গেছে সকালে উঠে কিছুই খেতে মন চায় না ৷ তারপর ও জোর করে আম আর মুড়ি মেখে খেয়ে নিলাম ৷ বর্তমান সময়ে আম আর মুড়ির অভাব নেই তারপর ও সেই ছোট বেলার মত এই সব খাবার আর খেতে ইচ্ছে করে না ৷

IMG_20240617_131816.jpg

দুপুর বেলা

ধানের কথা আর নতুন করে কি বলবো সেই তিন চার দিন আগে ধান সিদ্ধ করছি রোদ না থাকার কারণে আজ পর্যন্ত ধান গুলো ঐ ভাবেই আছে ৷ তারপর যদি একদিন হালকা রোদ দিতো তাহলে ধান গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আরো কম থাকতো ৷

তারপরও ঐ ভাবেই ধান গুলো চারদিকে মেলে দিলাম যেন হাওয়া বাতাস পেয়ে অল্প কিছু হলেও ধান গুলো ভালো থাকে ৷ প্রায় ৫ মণ এর মত ধান নষ্ট হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে ৷

কি আর করার সারাদিন ধান গুলো বাতাসের মধ্যে কিছুটা শুকাইলাম তারপর আবার প্লাস্টিক দিয়ে ধান গুলো ঢাকা দিয়ে রাখলাম ৷

IMG_20240617_185857.jpg

সন্ধ্যা বেলা

আজকে ঈদ উপলক্ষে গ্রামের ছোট ভাইয়েরা সহকারে একটু ঘুরাঘুরি করলাম ৷ রাস্তায় বেশ যানজট চলতেছে রাস্তায় মটরসাইকেল চালাতে বেশ সমস্যা হচ্ছে কখন কি হয় বলা যাবে না ৷

যাই হোক তারপরও আমরা বেশ কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম ৷ প্রায় রাত দশ টা বেজে ঘুরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ৷

বাড়ি আসার পথে পেঁয়ারার দোকান দেখতে পেলাম আর পেঁয়ারা গুলাও দেখতে বেশ ভালোই লাগতেছে ৷ একটি পেঁয়ারার দাম করলাম ৫০ টাকা পিস চাচ্ছে এত বেশী দাম যার জন্য তিনটি পেঁয়েরা নিয়ে চলে আসলাম বাড়িতে ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী পোস্টে ৷ সবাই কে জানাই শুভ রাত্রি 🥰

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 last month 

সকালের খাবারটাই বেশী করে খাওয়ার চেষ্টা করবেন ভাই। মুখের রুচি কেন কমে যাচ্ছে সেটা বের করুন। কারণ খাবার খেতে না পারলে শরীর অসুস্থ হয়ে পড়বে। আপনাদের ওদিকে রোদ নেই আর আমাদের এদিকে রোদের অভাব নেই। গরমে টিকে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ধান শুকানোর জন্য রোদের দরকার। কিন্তু পর্যাপ্ত রোদ পাচ্ছেন না বলে শুকাতে পারেননি। ঈদ উপলক্ষ্যে সবাই ঘুরতে বের হয়েছে তাই যানজট লেগেছে রাস্তায়। এমন সময়গুলোতে সাবধানতা অবলম্বন করা উচিত। আপনার সংক্ষিপ্ত দিনলিপি পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।

 29 days ago 

ছোটবেলায় তো অনেক কিছুই খেতাম তবে এখন সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই। আপনাকে মাঝে মাঝে আম আর মুড়ি মাখা খেতে দেখি তবে কখনও খেয়ে দেখিনি। ঈদের দিন বৃষ্টি হলে সকলের ঘোরাঘুরি করতে অনেক সমস্যা হয়, সবার আনন্দটা মাটি হয়ে যায়। ধান করে রেখেছেন তবে রোদের অভাবে শুকাতে পারছেন না এটা খুবই বাজে পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 29 days ago 

আসলে মাঝেমধ্য আমাদের খাওয়ার রুচি অনেক কমে যায়। তবে নিজের শরীর ভালো টাকার জন্য জোর করে খাওয়াটা অনেক ভালো। খাওয়া-দাওয়া না করতে পারলে আমাদের শরীর অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে। তা থেকে আমাদের বড় ধরনের সমস্যা হতে পারে। যাইহোক এটা জানতে পেরে ভালো লাগলো যে সকালে হালকা বৃষ্টি হওয়ার পরে আর বৃষ্টি হয়নি যার জন্য সবাই ঈদের নামাজ ভালোভাবে আদায় করতে পেরেছে।

আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।

 29 days ago 

ঈদের দিনেও আপনি প্রায় সারাটাদিন কর্মব্যস্ততার মধ্যদিয়ে কাটিয়েছেন। আসলে এমন দিনে বৃষ্টি হলে নানান রকমের সমস্যা হয়ে থাকে।ধান না শুকালে যে বিশাল বড় ক্ষতির সম্মুখীন হতে হবে সে বিষয়েও অবশ্যই খেয়াল রাখতে হবে।সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিলেন।অনেক্ষন ঘুরাঘুরি করার পর পেয়ারা কিনেছেন।আসলে পেয়ারাগুলো খুব তরতাজা ছিলো।

 29 days ago 

সত্যিই পেয়ারা গুলো দেখতে ভীষন সুন্দর, তবে দাম অত্যাধিক বেশি। আমাদের এখানে অন্তত পেয়ারার এতো দাম না। ছোটোবেলায় আম পাকতে শুরু করলে আম মুড়ি আমারও প্রিয় ব্রেকফাস্ট ছিলো। এখনও মাঝে মধ্যে ভালোই লাগে খেতে। আপনাদের ওখানে রৌদ্রের অভাবে ধান শুকাতে পারছেন না, আর আমরা বৃষ্টির অভাবে গরমে শুকিয়ে যাচ্ছি। কলকাতা ও আশেপাশে যদিও বা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তবে আমাদের এলাকায় তার আনাগোনা একেবারেই নেই 😥। ভালো থাকবেন।

 18 days ago 

আসলে ঈদের দিন নামাজ পড়ার জন্য যদি বাইর হওয়া হয় সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে অনেকটাই খারাপ লাগে, যেটা হয়তো আর কোনদিন লাগে না। এবং আপনি যে ভালোভাবে ঈদের নামাজটা আদায় করতে পেরেছেন এটা শুনে অনেক খুশি হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65858.36
ETH 3493.88
USDT 1.00
SBD 2.53