Better life with steem || The Diary Game || 12 july, 2024 ||

in Incredible India2 months ago

Picsart_24-07-12_16-55-10-745.jpg

সকাল বেলা

IMG_20240712_100706.jpg

শুভ সকাল বন্ধুরা,,

প্রতিদিনের মত আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি পড়তেছে আর আজকে কেন জানি বিছানা ছারতেই ইচ্ছে করতেছে না ৷ যাই হোক আবার ঘুমানোর চেষ্টা করলাম কিছুক্ষণ ঘুমিয়ে প্রায় ১০ টার সময় আবারো ঘুম ভেঙে যায় ৷ তারপর দেখি বৃষ্টি থেমে গেছে ৷

ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম তারপর চলে গেলাম জমিতে সেখানে পানি জমে আছে আজকে আবার জমিতে চাষ করতে হবে বেশী পানি থাকলে জমিতে চাষ ভালো হয় না ৷ যার জন্য মূলত জমির আল কেটে দিয়ে হালকা পানি জমিয়ে রাখলাম যেন জমিতে চাষ ভালো ভাবে হয় ৷

আজকে আমাদের কিছু হাইব্রিড ধানের চারা রোপণ করবে কিছু মানুষ লাগাই দিছি তারাই রোপণ করে দিবে ৷ সব কিছু ঠিক ঠাক করে চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে সকালের খাবার টা সেরে নিয়ে কিছুক্ষণ পর ঔষুধ খেয়ে নিলাম ৷

তারপর রুমে এসে বিশ্রাম নিতে নিতে স্টিমিট প্লাটফর্মে গিয়ে কিছু বন্ধুদের পোস্ট পড়ে লাইক ও কমেন্ট করে নিলাম ৷ এভাবেই দেড় ঘন্টার মত সময় পার হয়ে গেলো ৷

IMG_20240712_161031.jpg

দুপুর বেলা

দুপুর বেলা চলে গেলাম যেখানে আমরা ধানী গোল্ড ধান রোপণ করেছি ৷ এই জমি টা আমাদের বাড়ি থেকে একটু অনেক দুরে সাইকেল করে যাতায়াত করার লাগে ফসল দেখতে ৷

আমরা দুই সপ্তাহ আগে এই জমিতে নিজে ধানের চারা লাগাইছি আজ অনেকদিন পর জমিতে গেলাম দেখার জন্য ৷ সাধারনত এই জমি গুলো অনেক উচু বর্ষাকালে শুরুতে এই জমি গুলাতে ধান চাষ করতে হয় তাহলে পরে পানির ঘাটতি দেখা যায় না ৷

তারপর আবার আরো বেশ কিছু সুবিধা রয়েছে যেমন একটু আগে ভাগে এই ধানী গোল্ড ধান রোপণ করলে তারাতারি ফসল পেকে যাবে তারপর সেই ফসল তুল খুব তারাতারি আলু রোপণ করতে পারবো জমিতে ৷

যাই হোক সবকিছু সুযোগ সুবিধা পাবো জন্য আমরা একটু আগে ভাগে উচু জায়গা গুলোতে ধান রোপণ করে ফেলেছি ৷

IMG_20240712_162702.jpg

বিকেল বেলা

বিকেল বেলা বাজারে গিয়েছিলাম জুতা কেনার জন্য আজকে হঠাৎ করেই আমার জুতার ফিতা ছিরে যায় কি আর করার কোন রকম ভাবে বাড়ি এসে চলে গেলাম বাজারে জুতা কেনার জন্য ৷

বেশ কিছু দোকানে গিয়ে দেখলাম জুতা পছন্দ হয় না তারপর এক দোকানে গিয়ে জুতা কোন রকম ভাবে পছন্দ হয় সেই জুতা গুলাই কিনে নিলাম ৷ তারপর চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে এক বিশাল বকানি খেলাম ৷ যেই জায়গায় ধান রোপণ করেছি সেখানে আশেপাশের বাড়ির গবাদিপশু গুলো ছেরে দেওয়া ছিল আর আমাদের জমির অর্ধেক চারা গাছ নষ্ট করে ফেলেছে ৷

এই সব শুনে আমার ও মেজাজ টা খারাপ হয়ে গেলো মনে মনে ভাবলাম কেনই জুতার ফিতা ছিরে গেলো আর কেনই বা বাজারে গেলাম ৷

আসলে সত্যি কথা বলতে বাড়িতে থেকে এই ঝামেলা গুলো আর ভালো লাগে না ৷ যে কোন একটা কর্মসংস্থানে যোগ হতে পারলে এই বাড়ির আর কাজের ঝামেলা থেকে মুক্তি পেলেই অনেক শান্তি মিলবে ৷

চলে গেলাম জমিতে সেখানে বসে বসে পাহাড়া দিতে হবে তাছাড়া আর উপায় নাই ৷ কারণ আমাদের আশেপাশে জমিতে কেউ ধানের চারা লাগায় নি আমরাই সবার আগে লাগাইছি এই জন্যে পাহাড়া দেওয়া ছারা আর উপায় নেই ৷ যেহেতু বাড়ি একটু দুরে যাওয়া আসা করলে এর মাঝে আবার গবাদিপশু ক্ষেতে যাইতে পারে ৷

কাল থেকে সারাদিন পাহাড়া দিবো বাড়ি থেকে আর বকানি গুলো শুনতে ইচ্ছে করে না ৷

IMG_20240712_164529.jpg

সন্ধ্যা বেলা

বকানি খেয়ে তো মন মেজাজ খারাপ ছিলো তারপর চলে আসলাম চৌরাস্তা মোড়ে সেখানে ঔষুধের দোকানে গিয়ে কিছু ঔষুধ নিলাম ৷ তারপর এক জায়গায় বসে নিরবে ভাবতে লাগলাম আমার জীবন নিয়ে যে সামনে আমার জন্য কি অপেক্ষা করে আছে এই ভাবে আর কতদিন বাড়িতে থেকে এত ঝামেলা সহ্য করতে হবে ৷

এই সব ভাবতে ভাবতে এক সাথে চারটা সিগারেট শেষ করেছি ৷ অবশেষে সেখানেও আর ভালো লাগে না চলে আসলাম বাড়িতে ৷

বাড়িতে এসে খাওয়া দাওয়া না করেই শুয়ে পড়লাম কিছুক্ষণ যাওয়ার পর পোস্ট লিখতে বসতে পড়লাম ৷

দিনের শুরুটা ভালো মতই ছিলো কিন্তু দিনের শেষ টা একটু অন্যরকম ভাবে কেটে গেলো এমন হবে মোটেও প্রস্তুত ছিলাম না ৷

তো বন্ধুরা আজকে এই ছিলো আমার সারাদিনের কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷

শুভ রাত্রি 🌼

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 2 months ago 

ধানের জমিতে চাষ করার আগে অবশ্যই পানি অল্প রাখতে হয় তান হলে সব জায়গায় ভালো চাষ হয় না নাঙ্গল ভালোভাবে লাগতে পারে না। কৃষ পরিবারের ছেলে বলে এই কথাগুলো বুঝি।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।
আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

 2 months ago 

হ্যা ভাই কৃষি করতে গেলে অনেক নিয়ম কাকুন মেনে চলতে হয় তাহলে দেখা যায় ধানের ফসল ভালো ভাবে ফলানো যায় ৷

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দৈনন্দিন জীবনে প্রতিদিনের কার্যক্রম আমাদের সাথে অনেক সুন্দর করে আপনি শেয়ার করেছেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

আপনাদোর এখানে এখনও বৃষ্টি কমেনি? আমাূের এখানে একটানা কয়েকদিন বৃষ্টি হয়ে এখন খুব বেশি বৃষ্টি হচ্ছে না। আর তাছাড়া এখন ফসল চাষ করার সময় এসে গিয়েছে তাই বৃষ্টি তো হবেই। আপনি বাড়ির কাজে সাহায্য দেখে সত্যি ভালো লাগে। আজও জমিতে কাজ করেছেন। এভাবেই পরিবারের পাশে দাড়াবেন।

 2 months ago 

টানা একনাগারে বৃষ্টি চলছেই দিনে বৃষ্টি কমলেও রাতের বেলা আবার শুরু হয় বৃষ্টি ৷

 2 months ago 

বর্তমান সময়ে সব জায়গায় মানুষ চাষ করে নিচ্ছে আর জমির আইল গুলো ভালোভাবে বেঁধে নিচ্ছে।। আপনারাই বার হাইব্রিড ধান রোপন করবেন আমরা এখনো হাইব্রিড ধান রোপন করে।। বিকেলে বাজারে গিয়েছিলাম স্যান্ডেল কেনার পাশাপাশি ওষুধ নিয়েছে।।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ শুভকামনা রইল আপনার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60165.60
ETH 2421.15
USDT 1.00
SBD 2.44