Better life with steem || The Diary Game || 10 july, 2024 ||

in Incredible India3 months ago

Picsart_24-07-10_21-07-56-196.jpg

সকাল বেলা

IMG_20240710_173455.jpg

শুভ সকাল বন্ধুগণ ,,

সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়তেছে ৷ আজকের বৃষ্টি ভেজা সকাল টা অনেক মিষ্টি ছিল ৷ বিছানা ছারতেই ইচ্ছে করতেছে না কিন্তু একবার ঘুম ভেঙে গেলে আর থাকতে ইচ্ছে করে না ৷

যাই হোক বিছানা গুছিয়ে চলে আসলাম বাইরে আর সাধারনত বাইরে অনেক বৃষ্টি পরতেছে একটা ছাতা নিয়ে বাইরে চলে আসলাম ৷ কিছুক্ষণ বৃষ্টি ভেজা পরিবেশ উপভোগ করলাম ৷ তারপর বাড়িতে এসে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম ৷

তারপর চলে আসলাম দোকানে এই বৃষ্টি ভেজা সকালে চা খেতে বেশ ভালো লাগে ৷ দোকানে এসে এক কাপ চা আর রুটি খেয়ে নিলাম ৷ তারপর দোকানে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে ৷

IMG_20240710_192330.jpg

বাড়িতে এসে কিছুক্ষণ শুয়ে পড়লাম শরীরে একটু জ্বর চলতেছে খুব খারাপ লাগে মাঝে মধ্যে ৷ এভাবেই কিছুক্ষণ শুয়ে থাকলাম তারপর আমার কাকু ফোন দিয়ে বললো আমাদের মেহমান আসবে একটু পাশের গ্রামে যাইতে হবে ছাগল মেনাজ করার জন্য ৷

কি আর করার ঐ ভাবে রেডি হয়ে চলে গেলাম পাশের গ্রামে সেখানে ছাগলের খোজ নিতে লাগলাম ৷ বেশ কিছুক্ষণ খোজ নিলাম সবার ছাগল ছোট ছোট কেউ বিক্রি করতে চাইছে না ৷ অবশেষে হঠাৎ করেই একজনের ছাগলের খোজ পেলাম সেখানে চলে গেলাম ৷

IMG_20240710_204007.jpg

বাড়িতে ছাগল ছিলো না বাইরে ছেরে দিয়ে এসেছে আমি চলে গেলাম কান্দরে যেখানে ছাগল ছেরে দেওয়া আছে ৷ সেখানে গিয়ে ছাগলটি কে খুজে দেখলাম বেশ বড় আছে অনেক গুলো মাংস হবে তার পাশাপাশি আমাদের গ্রামের কিছু মানুষ মাংস নিতে পারবে ৷

খাসি ছাগল টি পছন্দ হয়ে গেলো তারপর আমার কাকুকে ফোন করে নিয়ে আসলাম ৷ ছাগলের মালিকের সাথে কাকু কথা বলে এবং দাম দর ঠিক করে ছাগলটি কে নিয়ে আসলাম বাড়িতে ৷

IMG_20240710_205214.jpg

বিকেল বেলা চলে গেলাম কলা ক্ষেতে সেখানে সুপারি গাছের চারা লাইছি সেগুলো কে দেখতে গেলাম ৷ নানা কাজের জন্য ব্যস্ত থাকায় অনেক দিন হল কলা ক্ষেতে যেতে পারি না ৷

অনেক দিন পর গিয়ে দেখলাম সুপারি গাছ গুলো বেশ বড়ই হয়েছে ৷ আর তিন থেকে চার মাস গেলে একটি সুপারি গাছ প্রায় ৫০ টাকা করে বিক্রি করতে পারবো ৷

কলা ক্ষেতের পাশাপাশি সুপারি গাছ রোপণ করেছি যখন সুপারি গাছ গুলো বড় হবে তখন সব কলা গাছ গুলো কেটে পরিষ্কার করে দিবো ৷ তবে এই একই জমিতে দুটি ফসল এই প্রথম করলাম জানি না কেমন লাভবান হওয়া যাবে ৷

সবশেষে দেখতে পেলাম একটি কাটা কলা গাছে একটি ছোট কলার ফল দিয়েছে দেখতে পেয়ে বেশ মজা লাগলো দেখতে অসাধারণ লাগতেছে ৷

যাই হোক তারপর চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়লাম ৷

IMG_20240710_205900.jpg

সন্ধ্যা বেলা

রাতের বেলা চলে গেলাম বাজারে কিছু কেনাকেটা করার জন্য ৷ দোকানে গিয়ে প্লাস্টিকের কিছু টব তারপর দুটি চেয়ার কিনে নিলাম ৷

তারপর বাড়ির জন্য বাজার খরচ করে কিছুক্ষণ বাজারেই আড্ডা দিলাম ৷ তারপর দেখি আকাশ প্রচন্ড খারাপ হঠাৎ করেই বিদ্যুৎ চমকাতে লাগলো ৷ ভয়ে আর বেশীক্ষণ বাজারে থাকলাম না ৷ চলে আসলাম বাড়িতে তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে ঠান্ডা মাথায় পোস্ট লিখতে শুরু করলাম ৷

সবাইকে জানাই শুভ রাত্রি ভালো থাকবেন সকলে সবাই নিজের খেয়াল রাখবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 3 months ago 

আপনার সারাদিনের কার্যক্রম দেখে খুব ভাল লাগল, এখন বর্ষাকাল কখনও বৃষ্টি শুরু হয় আবার কখনও রোদের দেখা পাওয়া যায়, মেহমানদের জন্য ছাগল কিনতে পাশের গ্রামের যাওয়া ভাল ছিল। ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 months ago 

শরীরে জ্বর থাকলে কোন কিছুই ভালো লাগেনা তারপর অনেক সময় অনেক কিছু করতে হয়।। কাকুর কথা মত ছাগল কিনতে গিয়েছিলেন অনেক ছাগল দেখার পর একটা ছাগল নিয়ে আসেন।। এছাড়াও কলাবাগানে গিয়েছিলাম আর হ্যাঁ আমাদের বাসায়ও সুপারির চারা রয়েছে।।

 3 months ago 

কি বলবো ভাই একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর জ্বর অনুভব শুরু হয় ৷ বর্তমান সময়ের দিনগুলাই এমনি ৷ তারপরও আজকে একটু ব্যস্ত সময় পার করেছিলাম ৷

 3 months ago 

আর অনেক জায়গায় অনেকের জ্বর হচ্ছে আর ভালো হতে যাচ্ছে না।। বর্তমান সময়ে বৃষ্টিতে না ভেজায় বুদ্ধিমানের কাজ কারণ জ্বর হলে অনেক খারাপ লাগে কোন কিছুই ভালো লাগেনা।।

 3 months ago 

যাইহোক আজকে আপনি আপনার সারাদিনের কার্যকর আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই যে আপনি আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 3 months ago 

শরীর খারাপ থাকলে আসলেই কোন কিছু করতে ভালো লাগেনা শরীরে জ্বর বইছে তাই কিছুক্ষণ সময় শুয়ে পড়ছেন সকালে চা খেয়ে এসে।

আপনার শরীর যেন দ্রুত সুস্থ হয় এই দোয়াই করি যেন আগের মত স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারেন।।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

 3 months ago 

সকালে ঘুম থেকে উঠেই দেখলেন যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঁঝেই ছাতা নিয়ে দোকানে গেলেন চা খাওয়ার জন্য। এরপর কাকুর কথামতো ছাগল কিনতে গেলেন। পছন্দমতো ছাগল পেয়ে সেটাকে কিনলেন। এরপর কলা ক্ষেতে গেলেন। অনেকেই তো ইদানিং দুই ফসল লাগিয়ে লাভবান হচ্ছে বলে শুনেছি। আপনারাও লাভবানই হবেন এই কামনা করি।
দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 64367.46
ETH 2522.70
USDT 1.00
SBD 2.65