Better life with steem || The Diary Game || 09 April, 2024 ||

in Incredible India2 years ago

Picsart_24-04-09_21-52-29-526.jpg

সকাল বেলা

IMG_20240409_164706.jpg

শুভ সকাল,,

আজকে সকাল আটটার দিকে ঘুম ভেঙে যায় ৷ আমি তারাহুরো করে উঠে হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে একটু হাঁটাহাটি করলাম ৷ তারপর বাড়িতে এসে সম্পুর্ন ভাবে ফ্রেশ হয়ে নিলাম ৷ তারপর দোকানে গিয়ে চা বিস্কিট খাইলাম তারপর খাওয়া শেষে বাড়িতে চলে আসলাম ৷

আমার কাকুদের ভূট্টা ভাঙানো হয়েছে আর বর্তমানে যে ভূট্টার দাম তা বিক্রি করলে লচ হয়ে যাবে যার জন্য ভুট্টা গুলো শুকিয়ে রেখে দিতে হবে ৷ পরবর্তীতে ভূট্টার দাম বাড়তে পারে আর তখন ভুট্টা গুলো বিক্রি করে দিলে একটু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আর এই দিকে অনেক গুলো ভূট্টা রোদে শুকোতে হবে কিন্তু কাজ করার মানুষ পাচ্ছে না আর ভূট্টা গুলো খুব তারাতারি রোদে শুকাতে হবে তা না হলে ভূট্টার রঙ কালো হয়ে যাওয়ার বা ডিসকালার হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

যার জন্য আমাকে বলা হয়েছে আজকে ভূট্টা গুলো রোদে শুকাতে হবে আর ভূট্টা গুলো ঘর থেকে বের করে এনে রোদের মধ্যে দিতে হবে ৷ আমি একের পর এক ভূট্টার বস্তা গুলো বাইরে এনে প্লাস্টিকের উপর ঢেলে দিচ্ছি ৷ বর্তমান সময়ে যে রোদ প্লাস্টিকের উপরে দুই তিন দিন শুকাতে দিলে ভূট্টা গুলো পুরোপুরি ভাবে শুকানো হয়ে যাবে ৷

অনেক গুলো ভূট্টা আমার তিনজনে বের করে রোদে শুকাতে দিলাম ৷ তারপর একটু পর পর ভূট্টা গুলো তিনজন মিলে নাড়িয়ে দিচ্ছি যাতে করে ভুট্টা গুলো সঠিক ভাবে শুকানো হয় ৷

IMG_20240403_103534.jpg

দুপুর বেলা

কাজ করার ফাঁকে আমার হাঁসের বাচ্ছা গুলাকে একটু বের করে খাবার খাওয়াইলাম ৷ কারণ হাঁসের বাচ্ছা গুলাকে না দেখলে বিজি বা চিল পাখি গুলো ধরে নিয়ে চলে যাবে ৷ যার জন্য মূলত এই হাঁসের বাচ্ছা গুলাকে পাহাড়া দিয়ে কিছু সময় ধরে খাবার খাওয়াইলাম ৷

এই প্রথম হাঁসের বাচ্চা লালন পালন করা শুরু করলাম ৷ বর্তমান বাজারে যে হাঁসের দাম আর বিশেষ করে হাঁসের ডিমের প্রচুর দাম ৷ যার জন্য মূলত হাঁসের বাচ্চা লালন পালন করা শুরু করে দিয়েছি ৷

IMG_20240409_165833.jpg

বিকাল বেলা

ভূট্টা গুলো বিকেল হওয়ার সাথে সাথে জড়ো করতে লাগলাম ৷ তারপর আবার বস্তায় ভরতে লাগলাম ৷ প্রায় ৫০ টার মত বস্তা ভরা শেষ করলাম তারপর আমরা তিনজন মিলে বস্তা গুলো ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলাম ৷ তারপর বাড়িতে এসে স্নান করে স্টিমিট প্লাটফর্মে গিয়ে কিছু পোস্ট পড়তে লাগলাম তারপর বেশ কয়েকটি পোস্ট পড়ে সেখানে মতামত প্রকাশ করলাম ৷

IMG_20240409_213911.jpg

সন্ধ্যা বেলা

সব কাজ সেরে সন্ধ্যা বেলা স্কুল মাঠে যাইতে হয় সেখানে একটি ছোট মিটিং রয়েছে ৷ আর মিটিং টি হলো সামনে পহেলা বৈশাখ আসতেছে এই পহেলা বৈশাখে অনুষ্ঠান করবো যার জন্য মূলত আজকের এই মিটিং ৷ এর আগেও মিটিং হয়েছিলো আর ১৫০ কার্ড বিতরণ করেছি মানুষের মাঝে ৷ আজকে আবার মিটিং করলাম পহেলা বৈশাখের দিন সকাল বেলা পান্তা ভাত থাকবে সাথে শুটকি ভর্তা আলু ভর্তা ৷

পহেলা বৈশাখের পরের দিন থাকবে নিত্য প্রতিযোগীতা ৷ আমরা প্রতিবছরে এই পহেলা বৈশাখ পালন করে থাকি কিন্তু গত কয়েক বছর থেকে পহেলা বৈশাখ রমজান মাসে পরে যায় যার জন্য মূলত এই পহেলা বৈশাখের অনুষ্ঠান করা হয় না ৷ এই বার আমরা সবাই আবার উদ্দ্যেগ নিয়েছি যে পহেলা বৈশাখে এক বড় ধরনের অনুষ্ঠান করবো ৷

মিটিং শেষ করে চলে আসলাম বাড়িতে তারপর পোস্ট লেখা শুরু করে দিলাম ৷ তো বন্ধুরা আজকে এই ছিলো আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷

সবাইকে ধন্যবাদ শুভ রাত্রি 🌼

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 2 years ago 

আপনাদের ভুট্টা পলিথিন এর ওপর শুকানো দেখতেছিলাম আর আমার ছোট বেলার কথা মনে পরে যাচ্ছিল। তখন ধান শুকাতে দেখতাম উঠানের ওপর। বৃষ্টি নামলে দৌড়াদৌড়ি লেগে যেত সবাই মিলে সেই ধান তুলার জন্য। অথচ তখনও পলিথিন ছিল কিন্তু মানুষ এর বুদ্ধি ছিলো না।সময়ের সাথে সাথে মানুষ এর বুদ্ধি বৃদ্ধি পায়।
একদম ঠিক বলেছেন, গত কয়েক বছর যাবত রমজান এর কারনে পহ্রলা বৈশাখ ঠিক ঠাক ভাবে পালিত হচ্ছে না। এবার রমজান এর পরে হওয়ার কারনে ভালোভাবে পালন করা সম্ভব হবে।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ... নিজের প্রতি খেয়াল রাখবেন ,,

 2 years ago 

আমরা যারা গ্রামে বসবাস করি সবাই ভুট্টা শুকানোর সাথে জড়িত। গ্রামের প্রতিটা মানুষের এভাবে ভুট্টা শুকায়। এসব নিয়ে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকেই ভুট্টা তোলার পরে বিক্রি করে দেয়। আবার কেউ শুকিয়ে কিছুদিন রাখার পর বিক্রি করে।

সারাদিনের কার্যক্রম তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.032
BTC 112910.12
ETH 4121.43
USDT 1.00
SBD 0.67