Better life with steem || The Diary Game || 08 june, 2024 ||
সকাল বেলা |
---|
নমষ্কার বন্ধুরা,,
"আজ শনিবার ২৫ জৈষ্ঠ্য ১৪৩১ বঙ্গাব্দ, ০৮ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ " |
---|
সকলে কেমন আছেন ! আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ৷
প্রতিদিনের মত আজকেও সকালে উঠলাম কাল রাতে একটু দেরী করেই ঘুমিয়েছি যার জন্য আজকে একটু দেরী করেই উঠলাম ৷ তারপর ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে বাইরে এসে কিছুক্ষণ হাঁটাহাটি করলাম ৷
তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা হিসেবে আম আর মুড়ি মেখে খেয়ে নিলাম ৷ আসলে বর্তমান সময়ে আম কাঠাল চিড়া মুড়ি দুধ দই হিসেবে সকালের নাস্তা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷
যেমন আগেকার মানুষ সকাল বেলা মাঠে যাওয়ার আগে আম চিড়া কাঠাল দুধ একসাথে মেখে খেয়ে মাঠে চলে যায় কাজের জন্য ৷ বর্তমান সময়েও দেখা যায় যারা মাঠে কাজ করেন তারা রাতের বেলা আম কুড়িয়ে রাখবে দিনে কাঠাল পেরে রাখবে মুড়ি চিড়া কিনে নিয়ে আসবে ৷
নাস্তা খাওয়া শেষ করে ধান গুলো শুকাতে দিলাম ৷ আজকে আবার রোদ নেই পুরো আকাশ মেঘে ঢাকা মাঝে মধ্যে আবার রোদের দেখা মিলতেছে ৷ যেহেতু আমাদের কাচা ধান যার জন্য ধান গুলো ঐ ভাবেই শুকোতে দিলাম ৷
যাই হোক সারাদিন রোদ না দিলেও বিকেল বেলা সময়টা একটু রোদ দিয়েছে ৷ তারপরও কাচা ধান গুলোর একটু উপকার হয়েছে ৷
বিকেল বেলা |
---|
ধান শুকানোর পর খড় শুকাতে দিয়েছিলাম আজকে খড় গুলো শুকিয়ে গেলে ধানের কাজ আমাদের শেষ হয়ে যাবে ৷ বিকেল বেলা ধান গুলো বস্তায় ভরে রাখলাম তারপর বস্তা গুলো বাড়িতে নিয়ে আসলাম ৷ আকাশে প্রচুর মেঘ যে কোন সময় বৃষ্টি নামতে পারে এমনি ভেজা ধান তার উপর যদি আবার ভিজে যায় তাহলে তো ধান গুলো আবার নষ্ট হয়ে যাবে রোদ সঠিক ভাবে না পেলে ৷
যাই হোক সব ধানের বস্তা বাড়িতে নিয়ে আসলাম তারপর খড় রাস্তার মধ্যে শুকাতে দিয়েছি সেগুলো একজায় রেখে দিলাম তারপর প্লাস্টিক দিয়ে ঢাকা দিলাম যেন বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে না যায় ৷
কাজ শেষ করে স্নান সেরে নিলাম তারপর খাওয়া দাওয়া করে বাজারে একটু আসলাম ৷ বাজার খরচ করতে হবে তারপর বেশ কিছু সবজী এবং প্রয়োজনীয় জিনিস গুলা কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম ৷
সারাদিন কাজ করে শরীরটা অনেক ক্লান্ত তাই আর দেরী না করে পোস্ট লিখতে বসলাম পোস্ট লেখা শেষ হয়ে গেলে বই পড়তে হবে সোমবার পরীক্ষা আছে আমার ৷
তো বন্ধুরা আজকে এই ছিলো আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | ভিভো Y11 |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
বর্তমান সময় আম, কাঁঠালের যুগ। অনেক কিছুর সাথেই আম খেয়ে থাকে মানুষ, যেমন আপনিও মুড়ির সাথে আম দিয়ে খেয়েছেন। জানি না কেমন খেতে কারন আমি কখনও খাইনি।
রোদ ছাড়া ধান শুকানো প্রায় অসম্ভবই বলা চলে। আমাদের সব কিছুরই প্রয়োজন রয়েছে। ফসল ফলাতে বৃষ্টির যেমন প্রয়োজন তেমনই রোদেরও প্রয়োজন। একটা ছাড়া ভালো ভাবে কোনো কিছু সম্পূর্ণ করা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
বর্তমানে আবহাওয়ার যে পরিস্থিতি সেটা ধান শুকানোর জন্য একদমই উপযুক্ত। কিন্তু রোদ্দুরের তাপমাত্রা এতটাই বেশি যে যারা ধানের কাজে নিজেকে নিয়োজিত করবে তাদের একটু সতর্ক থাকতে হবে।
আপনার সম্পূর্ণ দিনের কার্যক্রম সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম।
মোটামুটি বলা যায় বর্তমান সময়ে আপনাদের ওখানে ধানের কাজ চলছে। তাই নিজের পরিবারকে সাহায্য করার জন্য অনেক সময় ধানের কাজ করার ক্ষেত্রেই ব্যয় করেছেন। একদমই ঠিক বলেছেন বর্তমান সময়ে কাঁঠাল দিয়ে মুড়ি মাখা খেতে বেশ ভালোই লাগে। আর আমি খুব কম খায়, আপনি তার সাথে যুক্ত করেছেন দুই চিড়া খেতে কেমন লাগে আমি জানিনা। তবে একদিন খেয়ে দেখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
আসলে এখন মানুষ আম কাঁঠাল দই দুধ দিয়ে ঠিক ভাবে খাই বলে আমার মনে হয় না কিন্তু আগে এগুলো খুব মানুষ পছন্দ করত এবং খেতো। কিন্তু আপনার পোস্ট পড়ে জানতে পারি আপনি আম এবং মুড়ি দিয়ে সকালে নাস্তা খেয়েছেন। এবং আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম ধান নিয়ে আপনারা খুবই সমস্যার মধ্যে আছেন রোদ না হওয়ার জন্য।
যাই হোক আপনার একটি দিনের কার্যক্রম পড়ে অনেক ভালো লাগলো এবং শুভকামনা রইল আপনার জন্য।