Better life with steem || The Diary Game || 06 September, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO
everyone
শুভ সকাল বন্ধুরা !! আশা করি সবাই ভালো আছেন ? তো বন্ধুরা প্রতিদিনের মত আজকেও খুব সকালে উঠেছি কারণ গত দুদিন থেকে আমার হঠাৎ করে জ্বর চলছে ঠিকমত ঘুমাতে পারি না ঠিকমত চলাফেরা করতে পারি না বলা যায় কোন কাজই স্বাভাবিক ভাবে করতে পারি না ৷
দুদিন ঔষুধ খাওয়ার পর জ্বর কমেনি দিনের বেলা একটু কমলেও রাতে আবার শুরু হয় ৷ আর আজকে সারারাত ঘুমাতে পারি নাই শরীর ব্যাথা মাথা ব্যাথা থাকতে পারি নাই ৷ তাই আজকে সকাল বেলা উঠেই ফ্রেশ হয়ে হেঁটে হেঁটে চলে আসলাম বাড়ির পাশে বাজারে ৷
তারপর ঔষুধের দোকানে গিয়ে জ্বরের ঔষুধ নিলাম তারপর মাথা ব্যাথার ঔষুধ নিলাম ৷ সকাল বেলা তো কিছুই খাওয়া হয় নাই তাই ঔষুধ গুলো নিয়ে আগে চলে আসলাম একটি হোটেলে আর খাওয়ার ও রুচি নাই তারপরও একটা পরোটা সাথে একটা জিম ভাজি করে নিলাম ৷
তারপর ঔষুধ গুলো খেয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম একটু একটু কমে যাচ্ছে ৷ তারপর চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম শরীর টা অনেক দূর্বল লাগতেছে কি করবো বুঝতে পারি না আর আমার দিনের বেলা ঘুম ও ধরে না তারপরও চেষ্টা করলাম ঘুমানোর জন্য পরে এক ঘন্টার মত ঘুমিয়েছিলাম ৷
দুপুর বেলা |
---|
ঘুম থেকে দুপুরে উঠে ভাবলাম স্নান করবো কিন্তু মা স্নান করতে দিলো না যদি জ্বর আবার বেশী হয় তাই আর স্নান করলাম না ফ্রেশ হয়ে নিলাম ৷ তারপর মা খাইতে বলে আমার খাইতে ইচ্ছে করে না পরে চলে আসলাম দোকানে ৷
দোকানে গিয়ে একটা পেডিস নিলাম তার সাথে একটা চা নিয়ে পেডিস টা চায়ের সাথে চুবিয়ে খেয়ে নিলাম ৷ এগুলাও খেতে ইচ্ছে করে না খাওয়ার পর বমি বমি লাগছে কোনরকম খেয়ে আবার বাড়িতে এসে শুয়ে পড়লাম ৷
শুয়ে থাকতে আর ভালো লাগে না চলে আসলাম বাড়ির বাইরে এমন অবস্থায় একটা ঘাস ফড়িং আমার সামনে চলে আসে তারপর তাকে ধরার চেষ্টা করলাম খুব সহজেই ধরা দিয়ে দিলো ৷ তবে মজার বিষয় হলো ঘাস ফড়িং টা দেখে ও ধরতে পারায় তখন একটু মনটা অনেক ভালো লেগেছিল ৷
তারপর ঘাস ফড়িং এ ছেরে দিয়ে দিলাম সে উড়ে চললো মুক্ত আকাশে বাহ্ দৃশ্য টি আসলেই অনেক সুন্দর লাগলো ৷
সন্ধ্যা বেলা |
---|
সারাদিন তো বাড়িতেই ঘুরঘুর করলাম তাই ভাবলাম সন্ধ্যা হয়ে গেল একটু চৌরাস্তায় গিয়ে ঘুরে আসি ৷ এদিকে আবার একা যাইতে ইচ্ছে করে না একজন ছোট ভাইকে ফোন করে সাথে নিলাম তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম চৌরাস্তা বাজারে ৷
কিছুক্ষণ সেখানে আড্ডা দেওয়ার পর দুই একটা করে টিপস খেয়ে চলে আসলাম বাড়িতে ৷ খাওয়া দাওয়ার তো কোন রুচি নেই তাই আর বাড়িতে কিছু খাইলাম না সোজা রুমে এসে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা সবাইকে জানাই শুভ রাত্রি 🥰 ভালো থাকবেন সকলে ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
অসুস্থ হলে আমাদের শরীর অনেক সময় ভালো লাগেনা, অসুস্থ হলে আমরা নিয়মিত ওষুধ খেয়ে থাকি, অনেক সময় ওষুধ খেলে আমাদের অসুখ কমে না তখন শরীরটা আরো বেশি খারাপ লাগে, আপনার সারাদিনের কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হুম ভাই ঠিক বলেছেন শরীর একটু খারাপ হলেই কেন জানি অন্য মনস্ক হয়ে যাই ৷ তারপর আবার লাগেনা কিছু ভালো বলতে গেলে কোথাও গিয়ে শান্তি টুকু পাওয়া যায় না ৷
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য ৷
ঘনঘন বৃষ্টির হওয়ার কারণে অনেক মানুষ এখন অসুস্থ হয়ে পড়ছে আজকে বাড়িতে ফোন দিয়ে দেখি আমার আম্মাও অনেকটা অসুস্থ তিনার ও জ্বর এসেছে।
আপনার আম্মা ঠিক কথাই বলছে যে যদি এখন গোসল করা হয় তাহলে জ্বর আবার ঘুরে আসতে পারে। আপনার সুস্থতা কামনা করি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এভাবেই উপস্থিত থাকতে পারেন পরিবারের কারো অসুস্থর কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়। দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
হ্যা ভাই আমাদের এই দিকে কয়েকদিন যাবৎ ধরে প্রচুর রোদ তারপর আবার মাঝে দুদিন বৃষ্টি পড়ল এখন আবার সেই স্বাভাবিক রোদ করে এই জন্য অনেক মানুষ নানা ভাবে নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে ৷
শুনে খারাপ লাগলো হঠাৎ করে আপনি অসুস্থ হয়েছেন আর হ্যাঁ বর্তমানে জ্বর আসলে ওষুধ খাওয়ার পরও কমতে চায় না।। আর অসুস্থ সরেন নিয়ে হাঁটাহাঁটি বা বাইরে বের হতে ভালো লাগে না তারপরও সন্ধ্যার আগে বাইরে বের হয়েছেন জেনে ভালো লাগলো।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉