Better life with steem || The Diary Game || 06 june, 2024 ||

in Incredible Indialast month

Picsart_24-06-06_20-53-58-724.jpg

সকাল বেলা

IMG_20240606_194616.jpg

নমষ্কার বন্ধুরা ,,

"আজ বৃহস্পতিবার ২৩ জৈষ্ঠ্য ১৪৩১ বঙ্গাব্দ, ০৬ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ "

আজ সকাল সকাল ঘুম ভেঙ্গে ছিলো কারণ আজকে আমার পরিক্ষা ছিলো একটু একটু সকাল সকাল উঠে বই পড়তে হয়েছিল ৷ আজকে একটু পড়ার চাপ থাকার কারণে সকাল বেলা হাটতে বের হতে পারি নাই ৷ যাই হোক ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত বই পড়লাম ৷

তারপর হাতে ব্রাশ নিয়ে বাইরে একটু বের হইলাম ব্রাশ করা শেষে স্নান টাও সেরে ফেললাম ৷ তারপর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া শেষ করে ঘড়ির দিকে তাকাতেই দেখলাম ৯ টায় ৫০ মিনিট বেজে গেছে তাই আর বেশী দেরী না করে তারাতারি রেডি হয়ে নিলাম ৷

আমাদের অটো গাড়ি আসবে সাড়ে দশটা বেজে আমি তারাতারি করে চলে গেলাম চৌরাস্তার মোরে সেখানে অটো তে উঠতে হবে ৷ কিছুক্ষণ পরেই অটো চলে আসলো সবাই মিলে অটো তে উঠে রওনা দিয়ে দিলাম ৷

IMG_20240606_194427.jpg

দুপুর বেলা

প্রায় দুপুর সাড়ে বারো টার দিকে পরিক্ষা কেন্দ্রে পৌছে গেলাম ৷ তারপর সবাই যার যার মত করে ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করলো আমি রুমে প্রবেশ করলাম ৷ কিছুক্ষণের মধ্যে পরিক্ষার খাতা দিয়ে দিলো সব কিছু কার্যক্রম শেষ করে প্রশ্ন দিয়ে দিলো ৷

প্রশ্ন টি দেখে বেশ চমকে গেলাম কিছু কমন আসছে আর কিছু কমন আসে নাই যাই হোক আগে কমন গুলাই লিখতে বসলাম ৷ টানা চার ঘন্টা পরিক্ষা দেওয়া আর এই চার ঘন্টা শুধু লিখতেই হয় হাতের অবস্থা খারাপ হয়ে যায় ৷

IMG_20240606_194444.jpg

তারপর ও লিখতে ধরলে কোন দিক দিয়ে সময় যাবে নিজেও টের পাওয়া যায় না ৷ অবশেষে সব কিছু লেখার পর ২ মিনিট আগেই খাতা জমা দিয়ে বাইরে চলে আসলাম ৷

IMG_20240606_194544.jpg

বিকেল বেলা

আজকে বেশ গরম পরেছে পরিক্ষা দেওয়া শেষে সবাই বললো চলো আজকে দই খাবো ৷ আমার একটি দইয়ের দোকানে গিয়ে সবাই মিলে দই খেয়ে নিলাম খাওয়ার সাথে সাথে একটু হলেও শরীর টা ঠান্ডা হয়ে গেলো ৷

দই খাওয়া শেষ করে আবার অটো তে উঠে বসলাম ৷ অটো গাড়িতে একটি বক্স ছিলো সবাই গান শুনতে শুনতে চলে আসলাম ৷

IMG_20240606_194636.jpg

সন্ধ্যা বেলা

সন্ধ্যা সাত টার দিকে চলে আসলাম আমারে লক্ষিরহাট বাজারে ৷ সেখানে আমরা সবাই নেমে গেলাম ৷ একজন বন্ধু টি শার্ট কিনবে তাকে নিয়ে একটি দোকানে গিয়ে দুইটি টি শার্ট পছন্দ করে এবং কিনে দিলাম ৷

তারপর সবাই মিলে চা খেয়ে আপন আপন বাড়িতে চলে আসলাম ৷ বাড়িতে এসে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম এতটা পথ জার্নি করে মাথা টা ব্যাথা লাগতেছে ৷ তাই আর দেরী না করে পোস্ট লেখা শুরু করে দিলাম ৷ আজকে একটু তারাতারি ঘুমাতে হবে ৷

যাই হোক বন্ধুরা আজকে এই ছিলো আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ সকলকে জানাই শুভ রাত্রি 🙏🌼

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 last month 

সকালবেলা পরিক্ষার জন্য আজকে বাইরে হাঁটতে যেতে পারেন নি। আসলে প্রতিদিন তো সমান যায় না। টানা ৪ ঘন্টা লেখালেখি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। হাত আর চলতে চায় না। পরিক্ষার পর সবাই মিলে দই খেয়েছেন। আমারও দই খুব পছন্দের। সন্ধ্যার দিকে আপনার বন্ধু ২ টি টি-শার্ট ও কিনলো। সবশেষে চা খেয়ে বাসায় চলে এসেছেন। পরিক্ষার চাপ থাকলেও ভালোভাবেই দিনটি কেটেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 last month 

আজ আপনার পরিক্ষা ছিলো তাই স্বাভাবিকভাবে পড়ার চাপও ছিলো অনেক। পড়া শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিক্ষার হলে চলে গিয়েছিলেন। একু আগে যাওয়াই ভালো।

আপনি ঠিকই বলেছেন , পরিক্ষার সময় যে কিভাবে চলে যায় সেটা টেরই পাওয়া যায় না। পরিক্ষার এই ৪ ঘন্টা মনে হয় ২ ঘন্টার সমান। নির্দিষ্ট সময়ের আগেই পরিক্ষার খাতা জমা দিয়েছিলেন কেনে ভালো লাগলো। এক বন্ধুর টি শার্ট কিনতেও গিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 last month 

আপনার পরীক্ষা ছিল এজন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন। ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত একটানা বই পড়েছেন। পরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে গিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। আসলে আপনি ঠিক বলেছেন, যেগুলা কমন পড়েছে, সেগুলো আগে লেখা শুরু করা উচিত।
পরীক্ষা শেষে বাসায় আসার পথে আপনার এক বন্ধু টি শার্ট কিনেছে।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 last month 

আসলে ৪ ঘন্টা একটানা লিখলে হাতের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়।আপনি দুপুর বেলা পরিক্ষা দিতে যান।এরপর পরিক্ষা শেষ হলে বন্ধুদের সাথে মিলে ঠান্ডা দই খান।আর এরপর আপনারা মার্কেটে যান বন্ধুর জন্য টিশার্ট কিনতে।আপনার পুরো দিনটি অসাধারণ একটা দিন ছিলো।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65858.36
ETH 3493.88
USDT 1.00
SBD 2.53