Better life with steem || The Diary Game || 06 july, 2024 ||

in Incredible Indialast month

Picsart_24-07-06_23-36-46-748.jpg

সকাল বেলা

IMG_20240706_075942.jpg

শুভ সকাল বুন্ধুগণ,,

আশা করি সবাই ভালো আছেন ? আমার কথা আর কি বলবো খুব দুঃখ নিয়ে যন্ত্রণা নিয়ে দিন পার করতেছি ৷ জানি না একটু সুখের সময় কবে মিলবে ৷

যাই হোক অনেক টেনশন যন্ত্রণা প্রতিনিয়ত নিয়ে ঘুমাতে হয় ৷ আর ঘুম থেকে উঠেই সেই একই টেনশন যন্ত্রণা আবার ভুগতে হয় ৷ একটা মানুষ হয়ে আরকেটি মানুষকে এত বাজে ভাবে আঘাত দিতে পারে তা কখনই ভাবি নি আর কখনও চাই ও নি এই রকমের পরিস্থিতির স্বীকার হতে ৷

এই গুলো ভাবতে ভাবতে ঠিকমত ঘুম ভাঙলো তারপর খেয়াল করলাম প্রচুর বৃষ্টি হচ্ছে , কিন্তু কি আর করার একবার ঘুম ভাঙলে আমার আর ঘুম ধরে না ৷ বাইরে এসে একটু বসে থাকলাম তারপর ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করে নিলাম তারপর ফ্রেশ হয়ে ঔষুধ খেয়ে নিলাম ৷

তারপর সকালের নাস্তা হিসেবে টস বিস্কুট খেয়ে নিলাম ৷ তারপর আবার ঔষুধ খেয়ে নিলাম ঔষুধ খাওয়া শেষে ভাবলাম একটু নদী গিয়ে আসি পানি কেমন বাড়তেছে দেখে আসি ৷

IMG_20240706_075958.jpg

এই দিকে বৃষ্টি পড়তেছে আর আমি চলে গেলাম ছাতা নিয়ে গিয়ে দেখি নদীর পানি চকচক করতেছে তার মানে পুরো নদী ভরাট হয়ে গেছে ৷ নদীতে বেশ স্রোত সাথে নানা ধরনের কচুরিপানা গুলো ভেসে যাচ্ছে দেখতে আসলেই অসাধারন লাগতেছে ৷

অনেক দিন পর বর্ষাকালের মধ্যে এই প্রথম বন্যা আমাদের এই দিকে ৷ গ্রামের মানুষেরা জাল নিয়ে ছুটে চলছে নদীতে মাছ ধরার জন্য ৷ আজকেই কেন জানি মনে হচ্ছে বর্ষাকাল আমাদের এই দিকে ৷

প্রচুর বৃষ্টির কারণে সেখানে আর থাকলাম না ছাতা থাকা সত্তেও বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে পুরো শরীর যার কারণে সেখান থেকে চলে আসলাম ৷

IMG_20240706_231814.jpg

বিকেল বেলা

সারাদিন বৃষ্টির পর বিকেল বেলা একটু কমছে তারপরও কুয়াশার মত বৃষ্টি পড়তেছে ৷ কিছুক্ষণের মধ্যে আবার একেবারে বৃষ্টি থেমে গেলো সেই সময়ে একটা ছোট ভাই ফোন দিয়ে বললো একটু শহরে যেতে হবে ৷

আমিও রেডি হয়ে নিলাম সেও কিছুক্ষনের মধ্যে চলে আসলো তারপর আমরা দুজনে চলে গেলাম শহরে আর শহরে করতোয়া নদী পুরোটা ভরাট হয়ে গেছে দেখতও ভয় লাগতেছে আবার চারদিকের পরিবেশ টা তাকালে অনেক সুন্দর ও লাগতেছে ৷

যাই হোক শহরে যাওয়ার উদ্দেশ্যে ছিলো সে ফুল রাখার জন্য ফুলের টব কিনবে আমরা টবের দোকানে গিয়ে ছোট বড় মিলে ৬ টি টব কিনে নিলাম ৷ তারপর আমি আমার জন্য একটি প্যান্ট কিনলাম ৷

সব যাবতীয় জিনিস কেনাকাটা চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে বেশ কিছু সময় ঘুরাঘুরা করলাম ৷

IMG_20240706_231841.jpg

সন্ধ্যা বেলা

রাতের বেলা চলে গেলাম বাজারে যে প্যান্ট টা কিনে নিয়ে আসছি একটু ঢোলা ঢোলা লাগে একটু ফিটিং করে নিলে পড়তে মজা পাওয়া যাবে ৷ যার জন্য দর্জির দোকানে গিয়ে প্যান্ট টা ফিটিং করে নিলাম ৷

আর এই দিকে শুরু হয়ে গেলো বৃষ্টি আমরা অপেক্ষা করতে থাকলাম কখন বৃষ্টি সারবে প্রায় দেড় ঘন্টা ধরে অপেক্ষা করতেছি বৃষ্টি আর সারছে না ৷ কিছুক্ষনের মধ্যেই হঠাৎ করেই বৃষ্টি কমে গেলো আর আমরা এই সুযোগে চলে আসলাম বাড়িতে ৷

বাড়িতে আসতে আসতে একটু ভিজে গেলাম কি আর করার পোশাক গুলো পরিবর্তন করে নিলাম ৷ তারপর হালকা কিছু খাওয়া দাওয়া করে পোস্ট লিখতে বসলাম ৷

যাই হোক আজকে এখানেই শেষ করছি ৷ সবাইকে জানাই শুভ রাত্রি ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 last month 

আজকের আপনার সারাদিনের কার্যক্রম আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সারাদিন কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ৷

Loading...
 last month 

মাথায় টেনশন থাকলে কোন কিছুই ভালো লাগেনা ঘুমও হতে চায় না খেতেও ভালো লাগেনা।। টেনশন নিয়ে দিনটা শুরু করে, বৃষ্টি প্রতিনিয়ত হচ্ছে তার ফলেই এত পানি আমাদের এখনো অনেক পানি হয়েছে।। বিকালে শহরে গিয়েছিলেন প্রয়োজনীয় কাজে।। দোয়া রইল সকল টেনশন কেন দূর হয়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন।।

 last month 

হুম ভাই তারপরও বুকে অনেক কষ্ট টেনশন নিয়ে ঘুমাতে হয় ৷ হয়তো এই ধরনের অনুভূতি যারা এই পরিস্থিতে পরেছে তারা ভালো করেই জানে ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last month 

যদি মাথায় টেনশন থাকে তাহলে কোন কিছুই ভালো লাগেনা সব সময় সেটাই মাথার মধ্যে ঘুরপাক খায় এছাড়াও ঘুমের একটা সমস্যা হয়ে থাকে আমিও এর মধ্যে পড়েছিলাম কোন একদিন।।

 last month 

আপনাদের এখানে তো দেখি জলে সব কিছু তলিয়ে গিয়েছে। বন্যা হলে মানুষ ঘর বন্দী হয়ে পড়ে কারন মাঠে কাজ করার উপায় থাকে না এতে অনেক বড় সমস্যা দেখা দেয় বিশেষ করে গরিব মানুষের জন্য।

বর্ষায় মাঠে জল বেধে গেলে মানুষজন মাছ ধরতে বের হয়ে থাকে। ছাতা সাথে থাকলেও মাঝে মাঝে এমন জোরে বৃষ্টি হয় যে ছাতা কাজে আসে না। করতোয়া নদীর কথা শুনেছি তবে সরাসরি কখনও দেখিনি। নিজের জন্য আজ প্যান্ট কিনেছিলেন।ভালো থাকবেন।

 last month 

হুম ভাই এবারে বন্যা বেশ ভালোই হয়েছে ৷ কিছু ফসল এবং চাষাবাদ জমি এখন পর্যন্ত ডুবে রয়েছে ৷ হয়তো আর বৃষ্টি না আসলে কয়েকদিনের মধ্যে কমে যাবে ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last month 

আমাদের জীবনে টেনশন থাকবেই আর এগুলোকে সাথে নিয়েই আমাদেরকে হাসিমুখে পথ চলতে হবে।
আপনাদের নদীর পানি অনেক বেড়ে গেছে। যদিও খুব সুন্দর লাগতেছে দেখতে কিন্তু বন্যা হলে কি অবস্থা হবে তাই ভাবতেছিলাম। প্রার্থনা করি বন্যা যেন না হয়।
আজকে শহরে গিয়ে ছিলেন ফুলের টব কেনার জন্য। সেখানে থেকে আপনি আপনার জন্য প্যান্টও কিনে নিয়ে এসেছেন। এরপর কিছুট া লুজ লাগায় অল্টার করেছেন।
ভালো লাগলো আপনার জন্য লিপি পরে।

 last month 

হ্যা দিদি শত কষ্ট থাকা সত্তেও নিজেকে আড়াল করে ভালো থাকার চেষ্টা করি ৷ তাও কেন যেন দিন শেষে খুব খারাপ অনুভূতি অনুভব করি ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 29 days ago 

সারাদিন প্রায় বৃষ্টির মধ্য দিয়ে দিনটা অতিবাহিত হয়েছেন। কিছুদিন আগেও আপনাদের পোস্টে পড়েছি প্রচন্ড গরম বৃষ্টির কোন দেখা নাই তবে এখন এত পরিমান বৃষ্টি হচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থামছে না।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম বেশি ভালোভাবেই আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60935.93
ETH 2645.60
USDT 1.00
SBD 2.56