Better life with steem || The Diary Game || 02 july, 2024 ||

in Incredible Indialast year

Picsart_24-07-02_12-25-04-874.jpg

সকাল বেলা

IMG_20240702_112143.jpg

শুভ সকাল বন্ধুরা,,

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন আমি দীর্ঘ দিন যাবৎ ধরে ভালো নেই তারপর ও বলতে হয় আমি অনেক ভালো আছি ৷

আমার গতকাল পরিক্ষা শেষ হয়েছে আর পরিক্ষা গুলোও অনেক টেনশন মানসিক চাপের মধ্যে দিতে হয়েছিলো ৷ জানি না পরে কি হবে আর আমার জন্য কি অপেক্ষা করতেছে 🥲 !!

যাই হোক আজকে সকাল বেলা ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে রাখলাম তারপর বাইরে এসে কিছুক্ষণ হাঁটাহাটি করে নিলাম ৷ তারপর বাড়িতে এসে ব্রাশ করে ঔষুধ খেয়ে নিলাম খাওয়ার আগে ৷ তারপর চা নাস্তা করে খাবারের পরের বাকি ঔষুধ গুলো খেয়ে নিলাম ৷

তারপর আবার কি চলে গেলাম দোগছি রোপণ করতে আমাদের এই সময়ে ধানের বীজের চারা রোপণ করাকে সাধারনত দোগছি বলা হয়ে থাকে ৷

কয়েক দিন থেকে দোগছি রোপণ করা হচ্ছে বৃষ্টির জন্য কিছু সময়ের জন্য বন্ধ করে রাখতে হচ্ছে ৷ যার জন্য আজকে খুব সকালে গিয়ে ২০ টার মত বোঝা দোগছি গুলো রোপণ করলাম একাই ৷ প্রায় ১১ টা বেজে যায় এই ২০ বোঝা ধানের চারা রোপণ করতে ৷

IMG_20240702_113056.jpg

তারপর জমির আল গুলো সঠিক ভাবে দেখে নিয়ে একজায়গায় আল কেটে দিলাম যাতে করে বৃষ্টির পানি আটকে না থাকে ৷ কারণ এই সময়ে বৃষ্টির পানি অতিরিক্ত আটকে থাকলে ধানের চারা গুলো নষ্ট হয়ে যাবে ৷

সবকিছু ঠিকঠাক করে রেখে চলে আসলাম বাড়িতে ৷

IMG_20240702_120526.jpg

দুপুর বেলা

কাজ শেষ করে এসে দুপুরের স্নান টা করে নিলাম তারপর রেস্ট নিতে নিতে একজন বন্ধুর ফোন আসলো সে নাকি খাট কিনতে যাবে আমাকেও নিয়ে যাবে ৷ আমি রেডি হতে হতে সে আমাকে নিতে আসলো আমি বাড়ি থেকে বের হয়ে তার সাথে চলে গেলাম শহরে ৷

বেশ কিছু দোকানে ঘুরে দেখলাম খাট পছন্দ হয় না যেগুলো খাট রয়েছে সবগুলোর মুল্য এতটাই বেশী যা আমাদের সাধ্যের বাইরে ছিলো ৷ তারপর বেশ কিছু দোকানে দেখার পর একটি দোকানে একটি খাট পছন্দ করলাম সেখানেও সেই খাটের মুল্য অনেক বেশী ছিলো অবশেষে কি আর করার অতিরিক্ত টাকা না থাকলে যা হয় আর কি ৷ তারপর আমরা খাট না কিনেই চলে আসলাম বাইরে ৷

IMG_20240702_121042.jpg

বিকেল বেলা

শহর থেকে বাড়িতে এসে চলে গেলাম কান্দের সেখানে কিছু শুকনো বাদাম রয়েছে সেগুলো বাড়ি নিয়ে আসতে হবে ৷ আকাশে প্রতিদিন মেঘ মাঝে মাঝে প্রতিদিন বৃষ্টি এভাবে বাদাম গুলো সেখানে রেখে কোন লাভ নেই ৷ রোদ হলে বাড়িতেই অল্প করে শুকিয়ে ঘরে তুলে রাখবো ৷

তারপর বাদাম গুলো একটি ভ্যানে করে নিয়ে আসলাম ৷ এবারে সবারই বাদাম কম বেশী বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে অনেকের বাদাম পঁচে নষ্ট হয়ে গিয়েছে ৷ যাই হোক বাদাম গুলো বাড়িতে এনে একজায় রেখে দিলাম যাতে করে আর পানি না পরে ৷

IMG_20240702_121823.jpg

সন্ধ্যা বেলা

রাতের বেলা একটু বাজারে গেলাম চুল কাটার জন্য কিন্তু কারেন ছিলো না অনেক যাবৎ অপেক্ষা করলাম কিন্তু কারেন আর আসলো না ৷ বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসলাম তারপর কিছু প্রয়োজনীয় জিনিস কেনা কাটা করে চলে আসলাম বাড়িতে ৷

বাড়িতে এসে খাওয়া দাওয়া করে পোস্ট লেখা শুরু করে দিলাম ৷

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো সবাই কে জানাই শুভ রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 last year 

আসলে প্রতিদিন আকাশে মেঘ হচ্ছে কখন যে কিভাবে বৃষ্টি হয় কেউ বলতে পারে না হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ করে থেমে যাচ্ছে, আপনি যে বাদামগুলো বাড়িতে নিয়ে গেছেন এটা আসলে ভালো কাজ করছেন না হলে দেখা গেল আরও বৃষ্টিতে বেশি ভিজে গেলে ক্ষতি হয়ে যেত বড়।

আপনার এই পোস্টের ভিতর আপনি যে ফটোগ্রাফি গুলো ব্যবহার করেছেন সেগুলো আসলে অনেক সুন্দর ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট ও ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

হুম ভাই এই হঠাৎ বৃষ্টি কাজের ব্যাঘাত ঘটায় আর এই বৃষ্টিতে ভিজেও জ্বর চলে এসেছে ৷ এক কথায় বলতে গেলে ভাই এই কয়েকটা দিন কেমন জানি হয়ে গেলো ৷

 last year 

পরিক্ষার সময় সবাই কম বেশি মানসিক টেনশনের মধ্যে থাকে। চিন্তা করবেনা না ভাই, আশা করি ভালল কিছুই হবে আপনার সাথে। আবারও ধান রোপনের সময় চলে এসেছে তবে আপনাদের এখানে একটু আগেই শুরু হয়ল গিয়েছে দেখছি। আমাদের এখানে এখনও জমি চাষ করাও শুরু হয়নি। রাতের বেলায় চুল কাটাতে গিয়েছিলেন কিন্তু কারেন্ট ছিলো না।

শুধু পরিক্ষার জন্য মানসিক টেনশন হয় না ভাই অনেক কারণে হয়ে থাকে জানি না কি হবে নিজেকে সামলাতেই পারি না মনে হয় যেন আমি এই পৃথিবীতে না থাকাই শ্রেয় ৷ 🧡

 last year 

পরীক্ষা শেষ হলে একটা ভালো লাগা কাজ করে। শুনে ভালো লাগলো আপনার পরীক্ষা শেষ এখন থেকে আবারও আমাদের মাঝে নিয়মিত কাজ করতে পারবে।।

আপনাদের ওখানে যেটাকে দোগছি বলা হয় আমাদের এখানে সেটাতে বোলান বলা হয়।। বন্ধুর সাথে খাট কিনতে গিয়েছিলেন আবার সেখান থেকে বাজারে সব মিলিয়ে ব্যস্ততায় দিনটা অতিবাহিত করেছেন ।।

হুম ভাই একেক জায়গায় একেক ধরনের নাম বলা হয়ে থাকে ৷ তবে আপনাদের ঐ দিবে দোগছির বদলে বোলান বলা হয়ে থাকে শুনে বেশ ভালোই লাগলো ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ৷

 last year 

আর বর্তমান সময়ে আমাদের এখানে সরাসরি বেসন থেকেই ধান রোপন করে বোলান করে না।। কিন্তু শহরের দিকে যে জমিগুলো আছে ওইগুলো বোলান কিনে নিয়ে রোপন করে।।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 104993.29
ETH 3711.36
USDT 1.00
SBD 0.61