Better life with steem || The Diary Game |19 December, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল সকলকে 😊 আজ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মত আজকেও সকাল বেলা ঘুম থেকে উঠলাম তারপর ফ্রেশ হয়ে দোকানে গিয়ে নাস্তা করে নিলাম ৷
আমরা কিছু জমিতে শাক চাষ করেছি সেগুলো তে আজকে পানি সেচ দিতে হবে সেজন্য জমিতে সেলো মেশিন নিয়ে গেলাম তারপর সব কিছু সেটিং করে মেশিন স্টার্ট করে দিলাম ৷
এদিকে ড্রেনে করে পানি যাচ্ছে আর আমরা শাকের মধ্যে পানি সেচ দিতেছি শাক গুলো এখনো ছোট রয়েছে সেজন্য বেশী করে পানি সেচ দিলে শাক গুলো মরে যাওয়ার সম্ভবনা রয়েছে সেজন্য অল্প করে সেচ দিতে হবে ৷
যাই হোক শাকের মধ্যে পানি সেচ দেওয়া হয়ে গেলে তারপর আমরা মেশিন বন্ধ করে বাড়িতে চলে আসি ৷
দুপুর বেলা |
---|
কাজ থেকে এসে দুপুর বেলা ধান নিয়ে চলে গেলাম আসলাম বাজারে বিক্রি করার জন্য ৷ আমাদের ধান গুলো ছিল সুমন সন্য যার বাজার মূল্য ছিল ১৪২০ টাকা মণ, তাছাড়াও ধান বেচা কেনার মধ্যে তেমন কোন দাম দর করতে হয় না যেদিন যে বাজার চলে সেদিন সেই দামেই ধান বিক্রি করা হয়ে থাকে ৷
আমি ৫ মণ ধান নিয়ে গেছিলাম এবং ১৪২০ টাকা করে মণ বিক্রি করি ৷ তারপর ধান গুলো পাইকারের কাছে দিয়ে মাপ ঠিকমত দেখিয়ে দিয়ে টাকা নিয়ে চলে আসলাম বাড়িতে ৷
বিকেল বেলা |
---|
বিকেল বেলা একটু ঘুরতে যাওয়ার জন্য বের হই নদীর পারে আর বিকেল বেলা নদীর প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করার মজাই অন্যরকম ৷ যাই হোক নদীতে এখন পানি খুবই কম আর নদীর চার পাশে মানুষজন বালু সরিয়ে পেঁয়াজ রোপণ করার জন্য জমি তৈরি করতেছে এই সব দৃশ্য গুলো আসলেই দেখতে অনেক ভালো লাগে ৷
যারা নদীর পাশে বসবাস করে তারা মূলত প্রতিবছর এই পেঁয়াজ চাষ করে অনেক টাকা লাভবান হয়ে থাকে ৷ অনেকে অনেক লাভবান হওয়ার জন্য পেঁয়াজ গুলো শুকিয়ে সংরক্ষণ করে অনেক দেরীতে বিক্রি করে অনেক টাকা লাভবান হয়ে থাকে ৷
তারপর দেখতে পেলাম নদীর পাড়ে বসে দুজন মানুষ ছিপ হাতে নিয়ে মাছ ধরতেছে ৷ আসলে আমি মনে করি ছিপ দিয়ে বা বরশি দিয়ে মাছ ধরার ব্যাপার টা অনেক ধর্য্যের কারণ ছিপ হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় তারপর মাছ ধরা যায় ৷
আবার কোন সময় সারাদিন বসে থাকলেও বরশি একটা মাছ ও আটকে না এভাবে যেমন তেমন মানুষ বা সাধারণ মানুষ তৎক্ষণাৎ বিরক্ত হয়ে চলে আসবে ৷
নদীর পাড়ের মানুষগুলো অনেক ধৈর্য্যশীল হয় এবং তারা মাছ ধরেই তারপর বাড়ি ফিরবে এটা তাদের অভ্যাস হয়ে গেছে বলা যায় ৷
যাই হোক অনেকক্ষণ যাবৎ ধরে নদীর পাড়ে আড্ডা দিলাম এদিকে সন্ধ্যা হয়ে আসছে সেজন্য চলে আসলাম চৌরাস্তা বাজারে ৷
সন্ধ্যা বেলা |
---|
চৌরাস্তা বাজারে এসে আগে ফ্রেশ হয়ে খেচুরি দোকানে গিয়ে ডিম ভাজি দিয়ে খেচুরি খাইলাম ৷ বাইরে ভাজা পোড়া খুবই কম খাই কারণ ভাজা পোড়া খেয়ে খেয়ে অতিরিক্ত গ্যাষ্টিক হয়েছে যার ফলে প্রতিদিন বমি বমি লাগে সেজন্য ভাজা পোড়া কমিয়ে দিয়ে খেচুরি খাইতে হচ্ছে ৷
যাই হোক খেচুরি খাওয়া শেষ করে বিল পেমেন্ট করে এক ছোট ভাইয়ের দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর চলে আসলাম বাড়িতে ৷
তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে সোজা পোস্ট লিখতে বসে পড়লাম ৷ তো বন্ধুরা এই ছিল আমার আজকের সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সকলে 🤍
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
Such a beautiful day first you work in field and then you back homes where enjoy delicious food