আমাদের পটল গাছের চাষ পদ্ধতি

in Incredible Indialast year

IMG_20230318_084133.jpg

হ্যালো বন্ধুরা নমষ্কার ও আদাব ৷ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷

আজকের ফটোগ্রাফি হলো আমাদের পটল গাছের পটল চাষ ৷ কিভাবে পটল চাষ করা হয় সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে ৷ সাধারনত পটল চাষ করতে হলে উষ্ণ ও আদ্র জলবায়ু পটল চাষের জন্য খুবই উপযোগী ৷ এবং তার সাথে বেশি পরিমাণে সূর্যালোকের প্রয়োজন হয় ৷

বণ্যা মুক্ত ও পানি জমে না থাকা এমন বেলে দো-আঁশ বা দো-আঁশ মাটি পটল চাষের জন্য ভালো ৷ নদীর সাথে পলি যুক্ত মাটিতেও এই পটল চাষ করা যায় ৷ আমরা নদীর পাশে কলা বাগান এর সাথে এই পটল চাষ করেছি ৷ আমরা প্রতিবছর পটল চাষ করে থাকি ৷

পটল চাষে তেমন কোন ধরনের খরচ হয় না শুধুমাত্র এই পটল গাছের জন্য ছোট করে সুতার জাঙি দিতে হয় ৷ তাহলে এই পটল গাছ থেকে ব্যাপক পরিমানে পটল ফল পাওয়া যায় ৷ এবং গাছ লাগানোর কিছু দিন পর পর ২ বার সার এবং পানি প্রয়োগ করতে হবে ৷ আর যখন গাছে ফল ধরা শুরু করবে তখন মাসে ১ বার করে স্প্রে করতে হবে তাহলেই পটলের ফলন আরো বেরে যাবে ৷

IMG_20230318_084131.jpg

IMG_20230318_084119.jpg

আপনারা দেখতেই পারতেছেন আমাদের পটল গাছে ফল ধরেছে ফল গুলো এখনও ছোট ছোট আছে ৷ আগে ফুল হবে আর ফুল থেকেই ফল হবে ৷ আর এই গাছ রোপণের সময় ফ্রেবুয়ারি থেকে মার্চ মাস এই সময়ে এদের রোপনের উপযুক্ত সময় ৷ আর পটল একটি সবজি ফসল ৷

এই পটল সবজীর বাজারমুল্য সবসময় বেশী থাকে ৷ কারন এই পটল চাষ খুবই কম বাজারে এর আমদানি খুবই কম যার ফলে এই পটল এর দাম অনেক বেশি থাকে ৷ আমরা ১০০ টি চারা রয়েছে ৷ এই ১০০ টি চারা থেকে আমরা ২ সপ্তাহ পর পর ৫০ -৬০ কেজি করে পটল ফল সংগ্রহ করে থাকি ৷ যার বাজার মুল্য প্রায় ৩ হাজার টাকার মত ৷

IMG_20230318_084117.jpg

IMG_20230318_084113.jpg

পটলের কিছু উপকারিতা:

সাধারনত ঠান্ডা লাগা, সর্দি, সাধারণ নানা শারীরিক সমস্যা দূরে রাখতে সাহায্য করে পটল। আয়ুর্বেদ অনুযায়ী, পটল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। গলার সমস্যা প্রতিরোধ করে। এছাড়াও, মাথার যন্ত্রণা প্রতিরোধ করতে, কাটা ছড়া দ্রুত কমাতে, চুল পড়ার সমস্যা দূর করতে, এবং ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে পটল সবজী ফল ৷

আমাদের মত মধ্যবিত্ত যারা আছে তারা পটল চাষ করে অনেক লাভবান হতে পারবে ৷ কারন এই গাছ একবার রোপণ করলে সেটা পরের মৌসুমে ঐ গাছের শিকর থেকেই চারা উৎপন্ন হয়ে থাকে ৷ একটি জাঙি ২ বছর ব্যবহার করতে পারবে যার জন্য কিছু খরচ অনেক টা বেচে যাবে ৷ এবং এই পটল সবজি ফল চাষে পরিশ্রম খুবই কম ৷

IMG_20230318_084354.jpg

IMG_20230318_084331.jpg

IMG_20230318_084256.jpg

IMG_20230318_084238.jpg

IMG_20230318_084206.jpg

IMG_20230318_084156.jpg

সাধারনত পটল একটি জনপ্রিয় উচ্চমূল্য সবজী ৷ পটল খরিপ মৌসুমের সবজী হলেও এটা সারাবছর পাওয়া যায় ৷ গ্রীষ্ম এবং বর্ষাকালে বাজারে যখন অন্যান্য সবজী কম পাওয়া যায় তখন পটল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ দেশের সকল জায়গায় পটল চাষ করা সম্ভব ৷

আর বিশেষ করে পটল গাছের গোড়ায় অনেক ধরনের আগাছা জন্মে থাকে যেগুলা পটল গাছকে অনেক দুর্বল করে ফেলে ৷ তাই আমাদের যে কোন ধরনের আগাছা সব সময় দমন করতে হবে ৷
বাংলাদেশ বিভিন্ন ধরনের পটলের জাত রয়েছে তার মধ্যে বারি পটল -১ ও বারি পটল -২ অন্যতম ৷

যাই হোক আপনারা কে কে পটল চাষ করেছেন এবং কি পটল সবজী কেমন খেতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ আশা করি আপনাদের সবারই ভালো লাগে এই পটল সবজী ফল ৷

ধন্যবাদ সবাইকে


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Sort:  
Loading...
 last year 

Hola amigo, siempre es bueno conocer los cultivos de otro país, nos has compartido el cultivo de una verdura muy beneficiosa para la salud, su manera de cultivo y cuidado son verdaderamente increíbles.

Me gustaron las fotos de la planta que compartiste , se ven muy bien. Fue un gusto leerte😊

 last year 

Thank you 😊

 last year 

আপনি কত সুন্দর করে আমাদের সাথে পটল চাষ নিয়ে একটা লেখা শেয়ার করেছেন যদিও আমি পটল খেতে পছন্দ করি না তবে আপনার পোস্ট খুব মনোযোগ সহকারে পড়েছি।

আপনি পটল চাষ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছেন সেগুলো থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং পটলের উপকারিতা সম্পর্কেও আমাদের সাথে আলোচনা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততম জীবনের মাঝখান থেকে কিছুটা সময় নিয়ে অনেক সুন্দর একটা লেখা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ৷

 last year 

ভাই আপনি যে পটলের ফুলগুলো ফটোগ্রাফি করেছেন আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই সুন্দর দেখাচ্ছে আপনার ফটোগ্রাফি গুলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

পটল চাষ নিয়ে সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। পটল চাষ যদিও আমি এর আগে দেখিনি, আজকে আপনার থেকে জানতে পারলাম। ভালো লাগলো আপনার পটলের ফটোগ্রাফি গুলো, অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর ভাবে মন্তব্য করার জন্য

 last year 

পটল চাষের পুরো প্রক্রিয়াটা আপনার লেখার মাধ্যমে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সেই সাথে আপনি পটলের নানাবিধ গুণাবলিও তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই

 last year 

পটল চাষের পুরো প্রক্রিয়াটা আপনার লেখার মাধ্যমে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সেই সাথে আপনি পটলের নানাবিধ গুণাবলিও তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই

 last year 

আপনি আপনার পোস্টে কিভাবে পটল চাষ করা হয় তা সুন্দর করে বর্ণনা করেছেন এবং পাশাপাশি পটল খাওয়ার উপকারিতা কথা বলেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই

 last year 

ধন্যবাদ ভাই

আপনার পটল চাষের পোস্টটা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে, গেল আমার দাদার সঙ্গেও আমি পটল চাষ করেছিলাম বাগানে সেই ছোট বেলা ভালো লাগলো পটল চাষের পোস্ট দেখে। আমার খুব পছন্দের এই সবজিটি এভাবে আপনি সামনের দিকে এগিয়ে যান ভবিষ্যতে সুন্দর করে বড় বাগান তৈরি করেন আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া আমাদের পরিশ্রম করেই এগিয়ে যেতে হবে ৷ অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন ভাই ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65