লতা পাতা ঘাস জাতীয় ফুলের ফটোগ্রাফি !!

in Incredible India8 months ago

IMG_20231115_115904.jpg

নমষ্কার বন্ধুরা,,

কেমন আছেন সবাই ! আশা করি সবাই অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় অনেক ভালো আছি ৷ আর আজকে আমি আপনাদের মাঝে একটি ছোট প্রজাপতি এবং লতা জাতীয় একটি ঘাস ফুলের ছবি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

আজকে আমি সকাল বেলা ধান কাটার উদ্দেশ্যে বের হই বাড়ি থেকে আমাদের ধানের ফসল মাঠ একটু দুরে বলা যায় ৷ যেতে দশ মিনিটের মত লাগলো ৷ বেশী পরিমাণ জমি ছিলো না সেখানে আমি একাই গিয়েছিলাম ধান কাটতে ৷ধান কাটতে কাটতে বারো টা বেজে গেলো তারপর ধান কাটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই ৷

হঠাৎ করেই আসতে আসতে এই ফুলের গাছটি চোখে পড়লো তার সাথে একটি ছোট কালো প্রজাপতি সে ফুল থেকে মধু সংগ্রহ করতে খুবেই ব্যস্ত ছিল ৷ কালো প্রজাপতিটির কাছে যাওয়ার পরেও প্রজাপতি টি মধু সংগ্রহ করতে ব্যস্ত কোথাও উড়ে যাচ্ছিলো না ৷ তবে আমার অনেক সুবিধা হয়েছে উড়িয়ে না যাওয়ার জন্য আমি ছবি তুলতে অনেক সময় পেয়েছি এবং সময় নিয়ে ছবি তুলতে পেরেছি সেই দিক দিয়ে আমি অনেক খুশি ৷

সাধারনত এই ঘাস জাতীয় ফুলের নাম আমি জানি না তবে কিন্তু এই লতা জাতীয় গাছ গুলো ব্যাপক ব্যবহার রয়েছে ৷ এই গাছের লতা গুলো গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তারপর এই গাছের লতাপাতা গুলো রোদের মধ্যে শুকাতে দিলে একবারে মচমচে হয়ে যায় তখন খুব সহজেই জ্বালানি হিসেব ব্যবহার করা যায় ৷

এই গাছ গুলো জঙ্গলের ঝোপাঝাড়ের মধ্যে খুবই দেখা যায় ৷ লতা পাতা দিয়ে অনেক টা জায়গা জুরে এই গাছ গুলো অবস্থান করে থাকে ৷ যার জন্য যদি সব গুলো একসাথে করা হয় তাহলে দেখা যাবে অনেক গুলো লতাপাতা জড়ো হয়েছে ৷ এই গাছগুলো অন্যান্য গাছের মধ্যে থাকতে ভালোবাসে তার মানে এরা অন্যান্য গাছের উপর নির্ভর করে থাকে ৷ যদি কোন ফলনশীল গাছে এই গাছগুলো থাকে তাহলে পুরো গাছটিকে ঘিরে চারদিকে লতাপাতা গুলো ছড়িয়ে যাবে তখন সেই গাছটি অনেক চাপে পড়ে যাবে খুব দ্রুত বাড়তে পারবে না এবং কি যদি ছোট গাছ হয়ে থাকে তাহলে সেই গাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

যদি কখনো দেখেন এই লতাপাতা গাছগুলো কখনও ফলনশীল গাছে ধরেছে তাহলে সেই সময়ে এই আগাছা যুক্ত গাছটি কেটে পরিষ্কার করে দিতে হবে তাহলে দেখা যাবে পরে আর কোন ধরনের সমস্যা দেখা যাবে না ৷

IMG_20231115_115738.jpg

IMG_20231115_120250.jpg

সাধারনত এই ফুল গুলো দেখতে সাদা আর বিশেষ করে সাদা ফুলে নানা ধরনের মৌমাছি ফড়িং প্রজাপতির আগমন ঘটে থাকে ৷ এই ফুলের পাঁপড়ি গুলো অনেক ছোট ছোট কিন্তু এই গাছের ডালে ডালে এই ফুল গুলো ফুটে আছে ৷ এই ফুলের হালকা সুবাস রয়েছে এই সুবাস শুধুমাত্র ফুলের কাছে নাক দিয়ে ঘ্রান নিলেই বুঝতে পারা যায় ৷ দুরের মানুষ এই ফুলের সুবাস খুব সহজেই পাবে না ৷

এই গাছের পাতা গুলো তিতা করে থাকে ৷ এই গাছের বীজ রয়েছে বীজ গুলো দেখতে কালো রঙের হালকা বাতাস হলেই ফল গুলো ঝরে পরে মাটিতে পরে যায় ৷ তারপর এই উদ্ভিদ টি খুব দ্রুত বর্ধণশীল খুব সহজেই বৃদ্ধি পেতে থাকে ৷

তবে এই ফুলের কিছু ব্যবহার রয়েছে ঔষুধি গুনাগুন ক্ষেত্রে ৷ আমরা অনেক সময় দেখি কারো কাটা গেলে এই গাছের লতা এবং পাতা গুলো বেটে কাটাযুক্ত স্থানে লাগানো হয়ে থাকে ৷ তারপর দেখা যায় অনেকের শীতের সময় হাতের তালুর চামড়া উঠে খসখসে হয় সেই সময়ে এই গাছের লতাপাতা গুলো বেটে হাতে লাগিয়ে রাখতে হয় কিছুক্ষন ৷ এভাবে কয়দিন রাখলে হাতের তালুতে চলে আসে মসৃনতা ৷

IMG_20231115_120057.jpg

IMG_20231115_115958.jpg

যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ৷ আর আজকে আমার অজানা লতা পাতা ঘাস জাতীয় ফুলের ফটোগ্রাফি এবং বর্ণনা গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দেখা হবে আবারো পরবর্তী পোস্টে ৷

The essence of my writing is Photography of creepers, grasses and flowers.
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much. Thank you all..
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 8 months ago 

নাম না জানা কিছু ফুলের ফটোগ্রাফি এবং সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 8 months ago 

আমি আপনার সম্পূর্ণ লেখাটি পড়ে বুঝতে পারলাম যে, আপনি সকালে ধান কাটতে গিয়েছেন। অনেক বছর হলো আমি ও ধান কাটি না। কারণ জায়গায় জমি সব লিস দেওয়া তাই আর মাঠের কাজ করা হয় না।

আপনি ধান কাটা শেষ করে বাড়ি ফেরার পথে আপনি একটা ফুলের ফটোগ্রাফি করেছেন। আর সেই ফুলের ওপর প্রজাপতি থাকার কারনে আপনার ফটোগ্রাফিটা অনেক সুন্দর লাগছে। আর এই ফুলের নাম আমি ও জানি না।

আর যাইহোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমদের সাথে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা রইলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।

চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। বিশেষ করে প্রথম ছবিটা আমার দারুন লেগেছে। ফুলের উপর প্রজাপতি বসে আছে। এই ফুলগুলোর নাম কি...???

 8 months ago 

ফুলের নাম টা আমিও জানি না ভাই ৷

Hello there! 👋🏼

There's a new travel community that is active now through this link:

https://steemit.com/trending/hive-188972

Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌

~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼

Blue Minimalist World Environment Day Banner.gif

 8 months ago 

Thank you so much dear 🙏

 8 months ago 

যদিও এই ফুলের নাম আমার জানা নেই, তবে খুব পরিচিত মনে হচ্ছে। রাস্তার পাশে প্রায়শই দেখা যায়। আপনি ভালো ফটোগ্রাফি করেন।

 8 months ago 

ধন্যবাদ আপনাকে

 8 months ago 

স্বাগতম, ভালো থাকবেন

Loading...
 8 months ago 

খুব সুন্দর একটি ফুল। আসলে এই মৌসুমে চারদিকে কত নান জানা ফুল দেখা যাবে। এবং এই ফুল গুলো ঘ্রানে চারদিকে সুভাষে ভরে থাকবে। আপনার তোলা ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 8 months ago 

এই গাছটা ছোটবেলায় অনেক দেখেছি। খেলতাম এই গাছ দিয়ে।অনেক দিন পরে সপ্তাহখানেক আগে এই গাছটি দেখেছি। দধন্যবাদ এই গাছ নিয়ে লেখার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 8 months ago 

আজকে আপনি ধান কাটার উদ্দেশ্যে বের হয়েছিলেন যাওয়ার পথে এই ফটোগ্রাফি গুলো আপনার নজরে আছে আর আপনি সেগুলো আপনার মোবাইলে ধারণ করে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।।। খুবই সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো সেই সাথে আপনার লেখা গুলো।।

 8 months ago 

প্রকৃতির মাঝে এমন কিছু সৌন্দর্য লুকিয়ে আছে। যেটা আমরা যখন প্রকৃতির খুব কাছাকাছি যাই। তখন বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারি আজকে আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে জানতে পারলাম। আপনি আপনার জমিনের মধ্যে ধান কাটতে গিয়েছেন। ঠিক তখনই এই ফুলগুলো দেখে আপনি তার প্রতি আকৃষ্ট হয়েছেন। এবং ওখান থেকে কিছু ফটোগ্রাফি তুলে নিয়েছেন।

সত্যি কথা বলতে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়। বিশেষ করে আপনি যে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন দেখতে বেশ ভালই লাগে। আজকের ফটোগ্রাফিও কম কিন্তু নয়। ঘাসের ওপর প্রজাপতি বসে আছে। দেখতে ভালো লাগতেছে। ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67024.68
ETH 3312.25
USDT 1.00
SBD 2.74