দাঁতরাঙা ফুলের ফটোগ্রাফি !!

in Incredible India8 months ago

IMG_20231120_200621.jpg

নমষ্কার বন্ধুরা ,,

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন ৷ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দাঁতরাঙা কিছু ফুলের ফটোগ্রাফি ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চল শুরু করা যাক ৷

প্রথমত আমার ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে, বলতে পারেন ফটোগ্রাফি আমার একটি শখ ৷ যদিও আমি কাজে ব্যস্ত থাকি প্রায় সময় তাই সময় নিয়ে কখনো ছবি তুলতে পারি না কিন্তু হঠাৎ করেই কোথাও ঘুরতে গেলে চারপাশে তাকিয়ে থাকি যে কি কি ফটোগ্রাফি করা যায় ৷ যখন চোখের সামনে যা আসে তাই নিয়ে ফটোগ্রাফি করে থাকি ৷ যেমন ফুল , ফল , প্রাকৃতিক সৌন্দর্য তারপর বলা যায় যে কোন আকর্ষণীয় জিনিস ৷

যেমন আজকে দাঁতরাঙা ফুলের ফটোগ্রাফি করেছি ৷ ফুল গুলো দেখতে আসলেই অনেক সুন্দর ৷ ফুল গুলো দেখতে বেগুনী রঙের এবং পাঁচটি বিশিষ্ট পাপড়ি রয়েছে আর গাছ গুলোও বেশ মাঝারি আকাড়ের হয়ে থাকে ৷ হয়তো এই ফুল গুলো কেউ চাষ করে না বা বাড়িতে রোপন করে না ৷ তারপরও এই ফুল গুলো আমরা রাস্তার পাশে বা ছোট বড় জঙ্গলে দেখতে পাওয়া যায় আর যখনি দেখতে পাই এই ফুল গুলোর আকর্ষণে মায়ায় পড়ে যাই ৷

মাঝে মাঝে ভাবি যে কি অপরুপ সৌন্দর্য দেখতেছি ৷ যদিও এই ফুল গুলো অবহেলায় বেড়ে উঠে তারপরও এরা দেখতে অনেক সুন্দর হয় এবং গাছ গুলোও বেশ তরতাজা ভাবে বেড়ে উঠে ৷ সাধারনত এই ফুল গাছের পাতা গুলো অনেকটা তেজ পাতার মত দেখতে লাগে ৷ আমি প্রথমেই পাতা গুলো দেখতে পেয়ে তেজপাতা গাছ মনে করেছিলাম যখন গাছটির কাছে গেলাম তখন দেখলাম এটা তেজপাতার গাছ না ৷

জংলি ফুল হলেও এই দাঁতরাঙা ফুল গাছের কিছু ঔষুধি গুনাগুন রয়েছে তা নিচে বর্ণনা করা হলো

IMG_20231120_200652.jpg

IMG_20231120_200757.jpg

আমরা অনেকেই রয়েছি শুধু গাছ চিনে থাকি কিন্তু কোন গাছ কি ধরনের কাজে লাগে তা আমরা কেউ জানি না ৷ কিন্তু অনেক মানুষ রয়েছে এই সব গাছ গুলোর ব্যবহার এবং কি কি কাজে লাগতে পারে সেই সব ধারনা তাদের কাছে রয়েছে ৷

সেই সব মানুষদের কাছ থেকেই শোনা এই দাঁতরাঙা ফুল গাছের বেশ কয়েকটি ভেজষ ঔষুধি গুনাগুন রয়েছে ৷ যেমন : এই ফুল গাছের শিকর গরম পানিতে সিদ্ধ করে একটি সুতি কাপড়ের মধ্যে রেখে শরীরের মধ্যে থাকা ব্যাথা যুক্ত স্থানে শেক দিলে যে কোন ব্যাথা খুব সহজেই চলে যাবে ৷

তারপর এই গাছের মূলের রস বেটে খেলে পেট ব্যাথা থেকে উপশম পাওয়া সম্ভব ৷ তারপর আমাশয় থেকে শুরু করে বাতজ্বর পর্যন্ত দুর করে থাকে এই দাঁতরাঙা ফুলের গাছ ৷

অনেকেই এই গাছকে বন তেজপাতা নামে চিনে থাকে ৷ বিশেষ করে পাহাড়ি মানুষেরা এই গাছ কে বন তেজপাতা নামে চিনে থাকে এবং কি তারা রান্নার কাজে এই গাছের পাতা গুলো তেজপাতা মনে করে ব্যবহার করে থাকে ৷

IMG_20231120_200830.jpg

IMG_20231120_200720.jpg

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ৷ আজকে আর লিখছি না ৷ আজকে দাঁতরাঙা ফুলের ফটোগ্রাফি এবং তার পাশাপাশি বর্ণনা গুলো কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ৷

The essence of my writing is Tooth-colored flower photography.
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much. Thank you all..
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 8 months ago 

এই প্রথম এমন ফুলের নাম জানতে পারলাম, তবে ফটোগ্রাফি গুলো খুব ই ন্যাচারাল ও সুন্দর হয়েছে।

 8 months ago 

ফুল গুলো দেখতে সত্যি অসাধারণ। এ ফুল অনেক বার দেখেছি তবে এর নাম যে দাঁত রাঙা তা জানতাম না। আর আপনি এই ফুলের অনেক ভেষজ গুনাগুন সম্পর্কে আলোচনা করছেন যা অনেক উপকারী। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

দাঁতরাঙা ফুলটি আমার কাছে একদম অজানা মনে হচ্ছে।। কখনো দেখেছি বলে মনে হয় না।। দাঁতরাঙা ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে।।

আপনি আপনার পোস্টের এই ফুলের কিছু উপকারিতা বলেছেন যেগুলো আমার একদম জানা ছিল না।।

আপনাকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর অপরিচিত একটি ফুল নিয়ে পোস্ট করার জন্য।।

 8 months ago 

প্রথমেই বলবো লেখাতে উপস্থাপিত আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল অসাধারণ। আপনার লেখা এবং ফটোগ্রাফির মাধ্যমে নতুন একটি ফুল সম্পর্কে জানতে পারলাম।

আমি আপনার লেখার মধ্য এই দাতরাঙ্গা ফুল গাছের কিছু গুনাবলী দেখলাম। আমাদের পাশে থাকা নাম না জানা এবং জানা প্রতিটি উদ্ভিদ অনেক গুণাবলী সম্পন্ন। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 7 months ago 

দাঁতরাঙা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এবং আপনার লেখার মধ্যে এই দাঁতরাঙা ফুলের অনেক তথ্য আপনি আমাদের মাঝে দিয়েছেন এবং এই ফুলটি আমি অনেক বার দেখেছি এবং এই ফুলের সম্পর্কে আমার কোন ধারণা খুব বেশি ছিলো না। আজ আপনার পোষ্টের মাধ্যমে এই ফুলের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57889.17
ETH 3155.19
USDT 1.00
SBD 2.42