পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ !!

in Incredible India11 months ago

sweeper-1687444_1280.jpg

source

নমষ্কার বন্ধুরা ,,

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় অনেক ভালো আছি ৷ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ৷ তাহলে চল শুরু করা যাক ৷

সাধারনত আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটি ভালো গুন ৷ এটা একটা ভালো উপলদ্ধি এবং মানসিক পরিস্থিতির চিহ্ন ৷ সাধারনত আমাদের প্রত্যেকে এমন অভ্যাস করা উচিত ৷ পরিষ্কার পরিচ্ছন্নত বলতে বুঝায় সব কিছু পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার অভ্যাস ৷ এটা সব কিছু সতেজ রাখতে সাহায্য করে থাকে ৷

এই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে একটা পরিবর্তিত এবং উন্নয়নশীল জীবন গ্রহণ করতে সাহায্য করে থাকে ৷ একটা সুস্থ মন পরিচ্ছন্ন পরিবেশের অধিকারী হয় ৷ একটি পরিচ্ছন্ন পরিবেশে মন সজীব এবং প্রাণবন্ত থাকে ৷ যদি একটি মানুষের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে , সে অনায়াসে আরাম অনুভব করে থাকে ৷

সাধারনত একজন ছাত্র যে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে থাকে এতে করে সে অনেক স্বচ্ছন্দ বোধ করে থাকে ৷ সে মোটেও লজ্জা অনুভব করে না ৷ তাই আমাদের উচিত আমাদের নিজেদের এবং পরিবেশের চার পাশ টা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ৷ এতে করে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি ৷

আমাদের জীবনধারা থেকে শুরু করে খাওয়া দাওয়ার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ৷ সব ধরনের খাবার পর্যাপ্ত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপর সেই খাবার আমাদের খেতে হবে ৷ এক কথায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম গুলো অনুসরণ করে চলতে হবে ৷

toilet-1132083_1280.jpg

source

wash-hands-4925790_1280.jpg

source

অপরপক্ষে , যদি আমার দেখি নোংরা আমাদের মনের অবস্থাকে ব্যাহত করে থাকে ৷ সাধারনত এই গুলো নোংরা জিনিস জীবাণু বহন করে থাকে ৷ তারপর নোংরামী মানুষকে হীন এবং নীচু করে থাকে ৷ একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেহ ছাড়া কোন মানুষের ভালো মন থাকতে পারে না ৷

বর্তমান সময়ে অনেক গ্রাম অঞ্চল রয়েছে যেখানে ময়লা আর্বজনা ফেলে দেয় তার পাশেই বাসা বেধে জীবনজাপন করতেছে ৷ এতে করে পরিবেশের দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর আবার তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খেয়াল করলেও সেই ক্ষতিগ্রস্ত দিক গুলো ভেসে উঠে ৷

আবার অনেকে রয়েছে যে কোন খাবারে জিনিস ভালোভাবে না ধুয়ে ফেলে ঐ ভাবেই খাওয়া শুরু করে দেয় ৷ যার কারনে নানা ধরনের রোগের সম্মুখীন হতে হয় ৷ ময়লা আর্বজনা পঁচা গ্যাস মানুষের নাকে গেলে আরো বেশী ক্ষতিগ্রস্ত করে থাকে ৷

যার জন্য আমাদের প্রত্যেককে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস অনুশীলন করা উচিত ৷ ধর্ম আমাদের পরিষ্কার এবং পরিচ্ছন্ন হতে উৎসাাহিত করে থাকে ৷ এ কারনে পরিষ্কার পরিচ্ছন্নতা একটি বাঞ্ছনীয় জিনিস ৷

সর্বশেষ একটি কথা বলতে চাই , আমাদের মনে রাখতে হবে যে , ইশ্বরপ্রেমীর পরের স্থান হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ৷

bath-1536473_1280.jpg

source

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ৷ আজকে আমার লেখাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷

The essence of my writing is Keeping clean is very important to us.
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much. Thank you all..

IMG_20230720_181603.png

Sort:  
 11 months ago (edited)

পরিষ্কার পরিছন্ন ঈমানের অঙ্গ। তাই আমাদের প্রত্যেকের উচিত সবসময় পরিষ্কার থাকা এবং আমাদের আশেপাশের সবকিছু পরিষ্কার রাখা।

আপনি একটা কথা বলেছেন এখনো বেশি কিছু অঞ্চলের মানুষ অপরিচ্ছন্ন ভাবে জীবন যাপন করে। এতে করে মানুষের নানার সমস্যা হয় বিশেষ করে স্বাস্থ্যের অনেক বেশি ক্ষতি করে থাকে।।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।।

Loading...
 11 months ago 

নিজের জন্যে পরিবারের জন্যে সবার পরিস্কার থাকা উচিৎ। এতে একদিকে যেমন আপনি সুস্থ থাকবেন অন্যদিকে আওনার ও আপনার পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। ধন্যবাদ এত সুন্দর কন্টেন্ট লেখার জন্যে।

 11 months ago 

পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। চারপাশে নোংরা বা নিজের গায়েও যদি নোংরা কিছু থাকে তখন দেখবেন কতটা অস্বস্তি লাগে।এ কারণেই আমাদের উচিত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করা। খুব সুন্দর ভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা বর্ণনা করেছেন এবং গুছিয়ে লিখেছেন ব্যাপার গুলো। খুব ভালো লাগলো পড়ে। ভালো থাকবেন।

 11 months ago 

পরিস্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি প্রতিটি মানুষের জন্যই।ক্লিন থাকলে শারিরীক ও মানসিক দুভাবেই ভালো থাকা যায়।
এই চমৎকার বিষয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66