আমাদের গ্রাম এবং শহরের কিছু ফটোগ্রাফি

in Incredible India10 months ago

IMG_20230811_133003.jpg

হ্যালো বন্ধুরা ,,

আজকে আমি আমার গ্রামের এবং শহরের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ৷ আমাকে গ্রাম এবং শহর দুটোই খুব ভালো লাগে ৷ যখন গ্রামে ঘুরতে যাই তখন গ্রাম খুব ভালো লাগে ৷ আর যখন শহরে ঘুরতে যাই তখন শহর ও অনেক সুন্দর লাগে ৷ যদিও আমি সবসময় ঘুরার সময় পাই না তবে আজকে আমি গ্রাম এবং শহরের ভালোবাসায় কিছু বলতে চাই ৷

সাধারনত বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ ৷ এটা সাধারনত আমরা সবাই জানি ৷ আমার নিজের গ্রাম আমার কাছে উত্তম একটি গ্রাম ৷ আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তারাও এই গ্রামেই বড় হয়েছিলেন আর এই গ্রামেই তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে ৷ সাধারনত আমি মনে করি এই গ্রাম আমার সামগ্রিক অস্তিত্ব ৷

আমাদের গ্রাম টা তেমন ঘনবসতি সম্পুর্ন নয় ৷ আমাদের গ্রামে প্রায় ২ হাজার এর মত মানুষ বসবাস করে আসছি ৷ আমরা সবাই একত্রে বসবাস করে আসছি ৷ কখনও কারো সাথে আমরা ঝগড়া বা মারামারি অথবা একে অপরের প্রতি অন্যায় অত্যাচার এই সব কাজ করতে কখনও দেখি নি ৷

তারপর আমরা একে অপরের বিরুদ্ধে কোন ধরনের ধর্ম বিরোধী করতে যাই নি ৷ আমাদের গ্রামের যে কোন ধর্মীয় অনুষ্ঠানে আমাদের গ্রামবাসীরা তাদের ভাব বিনিময় করে থাকে ৷ আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে থাকে ৷ এবং কৃষিকাজ করেই তারা তাদের সংসার চালিয়ে থাকেন ৷ এই কৃষিই ছিল তাদের প্রধান পেশা ৷

বর্তমান সময়ে আমাদের গ্রামের কিছু মানুষ চাকুরিজীবী এবং কিছু মানুষ ব্যবসায়ী হতে পেরেছে ৷ তারপর আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো রয়েছে ৷ আমাদের গ্রামের শুধু একটি মাত্র কাচা রাস্তা রয়েছে ৷ তাছাড়া সব গুলো রাস্তা পাকায় পরিনত হয়েছে ৷ যার জন্য আমাদের গ্রামবাসীরা বেশ সুবিধার্থে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছে ৷ আমাদের গ্রামে মাঝখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৷

তারপর আমাদের গ্রামের মধ্যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে ৷ তারপর আমাদের গ্রামের পাশেই একটি বড় ধরনের বাজার রয়েছে ৷ সেই বাজার থেকে আমারা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো সরবরাহ করে থাকি ৷ বাজারটি প্রতিদিন বসে থাকে ৷

বিশেষ করে আমাদের গ্রামের আবহাওয়া অনেক সুন্দর ৷ আমাদের গ্রামটি সবুজ গাছপালায় ঘেরা ৷ আর এই গাছপালা গুলো আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্ঘটনা থেকে রক্ষা করে থাকে ৷ তারপর আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেক চমৎকার ৷ আমাদের গ্রামে খেলাধুলা করার জন্য মাঠ রয়েছে ৷

সাধারনত আমি মনে করি আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম ৷

IMG_20230811_132902.jpg

IMG_20230811_132631.jpg

IMG_20230811_132705.jpg

IMG_20230811_132648.jpg

আমাদের গ্রামের পাশেই একটি শহর রয়েছে ৷ যেখানে আমরা একটু ভালো পরিবেশে ঘুরতে যাই এবং ভালো পরিবেশের কিছু সৌন্দর্যতা উপভোগ করে থাকি ৷ এই শহরের আমরা অনেক কিছু জিনিস ক্রয় বিক্রয় করতে পারি ৷ বড় বড় ধরনের সেবামুলক কাজ আমরা করে নিতে পারি ৷

এই শহরে একটি ব্রিজ রয়েছে সেই ব্রীজের নিচ দিয়ে চলছে করতোয়া নদী ৷ যেই নদীতে এখনও অনেক বড় বড় মাছ দেখতে পেয়ে থাকি আমরা ৷ অনেক সময় আমরা গ্রাম থেকে এসে এই করতোয়া নদীতে গোসল করে থাকি ৷ একটি শহর পাশে থাকলে যা যা সুযোগ সুবিধা পাওয়া দরকার তা আমরা সবই পেয়ে থাকি ৷

IMG_20230811_132803.jpg

ধন্যবাদ আপনাদের এত মনোযোগ সহকারে আমার লেখাটি পড়ার জন্য ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
Sort:  
Loading...
 10 months ago 

আপনাদের গ্রাম সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবেই বর্ণনা করেছেন। সেই সাথে আপনি আপনাদের শহর এবং তার সুন্দর ফটোগ্রাফি দিয়ে শহরের বর্ণনা করেছেন। যেখানে আপনারা মাঝে মাঝে ঘুরতে যান।

আসলে ঘুরতে যেতে আমারও খুব ভালো লাগে। কিন্তু পারিবারিক কিছু সমস্যার কারণে ঘুরতে যাওয়া হয় না। এরপরে আপনি বলেছেন আপনারা করোতোয়া নদীতে মাঝে মাঝে গোসল করতে যান। আসলে নদীতে গোসল করার মজাটাই অন্যরকম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনাদের গ্রাম এবং আপনাদের শহরের বর্ণনা এত সুন্দর ভাবে দেয়ার জন্য। সেই সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 10 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65021.86
ETH 3571.18
USDT 1.00
SBD 2.33