একটি সুন্দর পোকার ফটোগ্রাফি

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা ,,

আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছি ৷ আমি আজকে আপনাদের মাঝে একটি ছোট সুন্দর পোকার বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলছি ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷

আমি একদিন হঠাৎ করেই রাস্তা দিয়ে যাচ্চি ৷ আর রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই রাস্তার পাশে একটি গাছের ডালে ও পাতায় এই ছোট পোকা টাকে দেখতে পাই ৷ তারা একই সাথে দুইটি পোকা গাছের পাতায় বসে আছে ৷ সাধারনত আমার জানা নেই এই পোকা গুলোর নাম তবে দেখতে আসলেই এরা অনেক সুন্দর ৷ এই ধরনের পোকা গুলো আমি আগে কখনও দেখি নি ৷ আজকেই দেখা মিলে গেলো এই পোকা গুলোর ৷

আমরা রাস্তা ঘাটে মাঠে বনে জঙ্গলে নানা ধরনের পোকামাকড় দেখতে পাই আর সেগুলো কতগুলো বিষাক্ত আবার কতগুলো আমাদের পরিবেশের জন্য উপকারে আসে ৷ আর বিশেষ করে আমরা বলতে পারি এই সব ধরনের ছোট বড় পোকামাকড় গুলো প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে থাকে ৷ আবার আমরা অনেকেই কি করি এই সব পোকামাকড় দেখলে মেরে ফেলার চেষ্টা করে থাকি আসলে এই সব পোকামাকড় মারা মহাপাপ হিসেবে আমরা মনে করি ৷ আমাদের উচিত প্রাকৃতিক পরিবেশের সব ধরনের সৃষ্টি কে ভালোবাসা ৷

সাধারনত এই পোকা গুলো দেখতে বেশ ছোট এদের ডানা রয়েছে আর ডানার সাহায্য নিয়ে এরা উড়ে বেড়ায় তারপর এদের পা রয়েছে অনেক গুলো তারপর মাথা টা শরীরের অংশের চেয়ে একটু ছোট মাথায় দুটো লম্বা শিং এর মত রয়েছে ৷ সাধারনত এরা বসন্তের শেষে দিকে গাছের নতুন পাতা গজার সাথে সাথে এই পোকাগুলির ডিম পারা শুরু হয়ে যায় এবং পাতা গুলো বেশ কিছু দিন পর স্বাভাবিক আসতে না আসতে এই পোকাগুলির আগমন ঘটে থাকে ৷ আর তখনি এই পোকাগুলোকে নতুন পাতার পেছনে দেখতে পাওয়া যায় ৷

কয়েকদিনের মধ্যে দেখা যায় এই পোকা গুলো সেই গাছের সব কচি পাতা গুলো খেয়ে শেষ করে দিয়েছে ৷ তবে যে সব ধরনের পোকা গাছের পাতা খেয়ে থাকে তেমন কিন্তু না কোন গুলো পোকা দেখতে পাওয়া যায় তারা কখনও সেই গাছের ক্ষতি করে থাকে না ৷ কিন্তু এই পোকা গাছের কচি পাতাকে খুব সহজেই সেবার করে ফেলতে পারে ৷ তবে আমরা অনেক সময় দেখেছি কোন প্রয়োজনীয় গাছে বা ফুল ও ফলের গাছের এই ধরনের পোকা গুলো বসে থাকে না ৷ এরা আমাদের জন্য যে গাছ গুলো রয়েছে ছোট খাটো জঙ্গলে সেই গাছ গুলোর মধ্যেই এদের বেশী দেখা যায় ৷

ধন্যবাদ সবাইকে আমার লেখাটি মনযোগ সহকারে এত সুন্দর ভাবে পড়ার জন্য ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷

শুভ রাত্রি,,

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

Está fotografía de insertos es muy bonita y con ella nos demuestra lo importante que es la naturaleza para nosotros. Saludos y bendiciones.🤗

 last year 

আজকে আপনি একটা পোকা নিয়ে ফটোগ্রাফি পোস্ট করেছেন। আপনার ফটো গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। পোকা গুলো একটি হলুদ পাতার উপর ছিল সেজন্য আরো সুন্দর লাগতেছিল।

আপনি আরো অনেক বিস্তারিত আলোচনা করেছেন, আমার অনেক ভালো লাগছে আপনার পোস্টটি পড়ে।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 last year 

আপনাকেও ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন ভাই।

Loading...
 last year 

আজকে আপনি একটি পোকা নিয়ে সুন্দর ভাবে আলোচনা করেছেন। কাটে নাম জানিনা তবে দেখতে অনেক সুন্দর। ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে।পোকাটি একটি হলুদ পাতার আছিল তার জন্য আরও সুন্দর লাগছে।

আপনি আরো অনেক কিছু পোকাটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যা শুনে আমার খুবই ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 last year 

সৃষ্টিকর্তা এ পৃথিবীতে কত কিছুই সৃষ্টি করেছে,, তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব। পোকা মাকড় সবকিছুই এ পৃথিবীতে অসম্ভব সুন্দর। যার সৌন্দর্য দেখার মতো চোখ আমাদের নেই। আজকে আপনি অসম্ভব সুন্দর একটা পোকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। যেটা হলুদ এবং সবুজ দেখতে বেশ ভালই লাগছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, নাম না জানা এই পোকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

পৃথিবীতে সৃষ্টি কূলে রয়েছে হাজারো প্রকাশ সৃষ্টি । প্রত্যেকটা সৃষ্টির শ্রেষ্ঠা একজন। আবার প্রতিটি সৃষ্টির ভিন্ন ভিন্ন রূপে রূপান্তরিত করেছে একজনই। আপনি আজকে সুন্দর একটি পোকার ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত এই ফটোগ্রাফি উপস্থাপনা করার জন্য।

Posted using SteemPro Mobile

ভাই এই পোকা টি আমি হয়তো কখনো দেখিনি কিন্তু আপনার পোস্টটি পড়ে আপনি কোথায় এই পোকা টি দেখতে পেয়েছেন তা জানতে পারলাম।আর পোকা টির কিছু সুন্দর ফটো দেখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোকা নিয়ে পোস্ট শেয়ার করার জন্য। ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

এরকম পোকা আমি আগে কখনো দেখি নাই। এত সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58391.36
ETH 2348.06
USDT 1.00
SBD 2.36