কলার মোচা

in Incredible Indialast year

IMG_20230717_130731.jpg

হ্যালো বন্ধুগন,,,

আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অনেক শাক সবজী খেয়ে থাকি এবং নানা ধরনের ফলমূল খেয়ে থাকি ৷ তাদের মধ্যে অন্যতম একটি সবজী হলো কলার মোচা যা সবজী হিসেবে খাওয়া যায় ৷ এটি অনেক সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ ৷ আমাদের গ্রাম অঞ্চলের মানুষেরা এই কলার মোচা বেশি করে সবজী রান্না করে প্রায় সময় খেয়ে থাকে ৷

আপনারা যারা এই কলার মোচা এখনও খেয়ে থাকেন নি অবশ্যই নিজের বাড়িতে একদিন এই কলার মোচা রান্না করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ এই কলার মোচার সাথে মাছ এবং শুটকি একসাথে দিয়ে রান্না করে সেই রান্না টি আরো অনেক সুস্বাদু হয়ে থাকে ৷ তাছাড়াও এই কলার মোচার অনেক উপকারিতা রয়েছে ৷

তাহলে চল জেনে নেওয়া যাক কলার মোচার উপকারিতা সম্পর্কে ৷

উপকারিতা
  • সাধারনত আমাদের স্বাস্থ্যের জন্য যেমন কাচাকলা উপকারি সবজী তেমনি এই কলার মোচার সবজী আমাদের শরীরের জন্য খুবই উপকারি ৷ কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার ৷ এই ফলটি আমাদের দেশে এমনিতেই পাওয়া যায় আবার কোন কোন দেশে এই কলার মোচা সূলভ মূল্যে কিনে নিয়ে তারপর রান্না করে খাইতে হয় ৷

  • রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করার জন্য এই কলার মোচা খুবই গুরুত্বপূর্ণ ৷ এতে করে আমাদের শরীরের রক্ত অনেক শক্তিশালী হয়ে যাবে ৷ তাই আমাদের উচিত এই সব ধরনের সবজী মাঝে মধ্যে রান্না করে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷

  • কলার মোচাতে রয়েছে ভিটামিন সি ৷ আর ভিটামিন সি আমাদের শরীরের জন্য নানা ধরনের রোগ দমন করতে সাহায্য করে থাকে ৷

  • তারপর রাতকানা রোগের জন্য এই কলার মোচা খুবই উপকারি ৷ অল্প বয়সে প্রায় মানুষের রাতকানা রোগ হয়ে থাকে ৷ যার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ৷ এবং নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে ৷ চোখের দৃষ্টি শক্তিশালী করার জন্যও এই কলার মোচা বেশ উপকারি ৷

  • আমাদের শরীরের ত্বক থেকে শুরু করে মাথার চুল ভালো রাখতে এই কলার মোচা অনেক অবদান রয়েছে ৷ তাছাড়াও কলার মোচা আমাদের ক্যান্সার নামক রোগ থেকে মুক্তি পাওয়া যায় ৷ তাই যত পারেন কয়েকদিন পর পর এই কলার মোচা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷

  • রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে এই কলার মোচা ৷ আমাদের শরীরের রক্তচাপ বেড়ে গেলে নানা ভাবে দুর্বল হয়ে পরি এবং ঘটে যেতে পারে নানা ধরনের দূর্ঘটনা ৷ আর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই আমাদের কলার মোচা খাওয়া গুরুত্বপূর্ণ ৷

  • ডায়াবেটিস নিয়ন্ত্রন করে থাকে বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ৷ তারপর আমাদের মানসিক ভাবে মন ও মেজাজ সঠিক মাত্রায় রাখতে সাহায্য করে থাকে ৷

IMG_20230717_130758.jpg

IMG_20230717_131009.jpg

IMG_20230717_130942.jpg

IMG_20230717_130924.jpg

IMG_20230717_130909.jpg

IMG_20230717_130838.jpg

IMG_20230717_130819.jpg

আজকে এই ছিল কলার মোচা খাওয়ার উপকারিতা ৷ জানি না কেমন হয়েছে ৷ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
Sort:  
Loading...
 last year 

আপনি তো খুব সুন্দর করে কলার মোচার ফটোগ্রাফি পাশাপাশি এর উপকারিতা আলোচনা করেছেন তা জেনে অনেক উপকৃত হলাম। আসলে কলার মোচায় অনেক উপকারিতা রয়েছে যেমন কলার মোচা উপকারী এবং এটি বেশ সহজলভ্যও। বাজারে সবজির প্রায় সব দোকানেই মোচার দেখা পাবেন। এতে থাকা প্রচুর আয়রন হাড়ের গঠনে কাজ করে। এটি নারীদের জন্য বিশেষ করে গর্ভবতীদের জন্য অনেক বেশি উপকারী। শুধু আমাদের দেশে নয়, দক্ষিণ এশিয়ার অনেক দেশেই কলার মোচা জনপ্রিয়।
যারা বিষণ্নতা বা হতাশায় ভুগছেন তারা পাতে রাখতে পারেন কলার মোচা। কলার মোচায় আছে ম্যাগনেশিয়াম। এটি হতাশা, উদ্বেগ ইত্যাদি কমাতে সাহায্য করে। এটি মন ভালো রাখে। বিষণ্নতা কাটিয়ে উঠতে সাহায্য করে। তাই পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে কলার মোচা খাওয়ার উপকারিতা বর্ণনা করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61038.67
ETH 2626.98
USDT 1.00
SBD 2.62