জলপাই ফল ও ফুলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230806_133841.jpg

হ্যালো বন্ধুগন,,

আপনাদের মাঝে আজকেও চলে আসলাম ফুল ও ফলের ফটোগ্রাফি নিয়ে ৷ আমাদের সবার সুপরিচিতি ফল যাকে আমরা সবাই জলপাই ফল নামে চিনে থাকি ৷ আজকে আমি এই জলপাই ফল ও ফুলের কিছু ফটোগ্রাফি ও কিছু তথ্য সংক্রান্ত আলোচনা শেয়ার করতে চলছি ৷ তাহলে চল শুরু করা যাক ৷

জলপাই ফল

আমাদের গ্রাম বাংলা অঞ্চলে এই জলপাইয়ের গাছ প্রায় সবার বাড়িতেই কমবেশী রয়েছে ৷ এই ফল গুলো বর্তমান সময়ে গাছে ধরে থাকে ৷ জলপাই গাছ থেকে এই জলপাই ফল বিক্রি করে আমরা অনেকেই লাভবান হয়ে থাকি ৷ কমপক্ষে একচি মাঝারি গাছ থেকে কম হলেও আমরা দুই হাজার টাকা করে বিক্রি করে থাকি ৷ প্রতিবারই এই ফলের গাছ বিক্রি করে দিয়ে টাকা হাতে নিয়ে থাকে ৷

যার জন্য মানুষ এখন ফলমূলের গাছ বেশী রোপণ করতেছে ৷ কারন বর্তমান সময়ে ফলমূলের গাছ থেকেই অনেক টাকা হতিয়ে নিচ্চে গ্রাম বাংলার মানুষেরা ৷ সাধারনত এই জলপাই ফল টক জাতীয় একটি ফল ৷ জলপাই ফল আমরা অনেকেই মরিচ লবণের সাথে মিশাল করে খেয়ে থাকি ৷ অনেক টেস্টি লাগতো এই জলপাই ফল খেতে ৷

জলপাই দেখতে সবুজ রঙের মত ৷ ভিতরের শাঁস টি অনেক টা সাদার মত ৷ তারপরে জলপাই ফলের ভিতরে একটি বীজ রয়েছে সেই বীজ টি অনেক শক্তিশালী ৷ আমরা যখন ছোট ছিলাম এই জলপাই ফলের বীজ দিয়ে অনেক খেলা করতাম ৷ খেলা করতে করতে এই জলপাই বীজ ধরে অনেকের মাঝে মারামারি লেগে যেত ৷

IMG_20230806_133916.jpg

IMG_20230806_134221.jpg

জলপাই ফল ও ফুলের উপকারিতা
  • সাধারনত জলপাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

  • তারপর জলপাই থেকে যে তৈল উৎপন্ন করা হয়ে থাকে ৷ সেই তৈল ব্যবহারের ফলে আমাদের শরীরের কোমরের ব্যথা নিমিষেই সেরে যাবে ৷ যার জন্য এই জলপাইয়ের তৈল আমাদের শরীরকে ঠিক রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

  • আমাদের অনেকের নানা ধরনের এলার্জি রয়েছে ৷ অনেকেই অনেক ঔষুধ খেয়েও এই এলার্জি সারাতে পারে না ৷ তার জন্য জলপাই বেশী পরিমাণে খেতে হবে এতে করে আপনার শরীরেরে থাকা এলার্জি আক্রমন করতে পারবে না ৷

  • আমাদের শরীরের ত্বক ও চুলের যত্ন নেওয়ার জন্য এই জলপাই ফল বেশ অবদান রয়েছে ৷ কালো জলপাইয়ে এক ধরনের তেল পাওয়া যায় সেই তেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারি ৷ এবং চুলের গোড়া অনেক শক্তিশালী করে তুলে খুব সহজেই ৷

  • আমাদের শরীরের হাড় ক্ষয়রোধ করতে সাহায্য করে থাকে এই জলপাই ফল ৷ জলপাইয়ের ফলে যে তেল পাওয়া যায় সেই তেল থেকেই হাড়ের ক্ষয়রোধ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে ৷ তারপর চোখের যত্নের জন্য এই জলপাই ফল বেশ উপকারি ৷ কারন জলপাই ফলে ভিটামিন এ যা চোখকে সবসময় সতেজ রাখতে সাহায্য করে থাকে ৷ আমাদের চোখে অনেক সময় দেখা যায় জীবানুর কারনে চোখে উঠে থাকে ফুলে যায় ঝাপসা মনে হয় ৷ এই সবের উপকার পেতে হলে জলপাই ফল নিয়মিত খেতে হবে ৷

IMG_20230806_134058.jpg

IMG_20230806_134037.jpg

IMG_20230806_133942.jpg

যতটুকু পারলাম আজকে আপনাদের মাঝে এই জলপাই ফলের ও ফুলের কিছু ফটোগ্রাফি ৷ এবং তার উপাকার উপাস্থাপন করলাম ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷ আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ ভালো থাকবেন সবাই

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 last year 

জলপাই গাছের ফুল যে এত সুন্দর হয় তা আমি আগে কখনো দেখিনি।চমৎকার আপনার ফটোগ্রাফি হয়েছে। আপনার ছবি দেখে বুঝতে পারলাম খুব শীঘ্রই জলপাই বাজারে পাওয়া যাবে ছবির সাথে সাথে খুব সুন্দর ভাবে লেখাটি দিয়েছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

জলপাই যে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন আসলে ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 last year 

জলপাই এবং জলপাই ফুল নিয়ে সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। সেই সাথে জলপাইয়ের নানাবিধ গুণাবলি সম্পর্কেও আলোচনা করেছেন। যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রতি শুভকামনা রইল ভাই।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 last year 

খুবই সুন্দর সুন্দর জলপাই ফল ও ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে এবং জলপাই ফল ও ফুলের বেশ কিছু উপকারিতা আপনার পোষ্টের মাধ্যমে আপনি উল্লেখ করেছেন আসলে আমি কিছুটা উপকারিতা জানি জলপাই সম্পর্কে কিন্তু তার ফুলে উপকারিতা আছে এই জিনিসটা আপনার পোষ্টের মাধ্যমে আমি জানতে পারলাম এবং জেনে খুবই ভালো লাগলো এবং জলপাই ফল আমার খুবই প্রিয় একটি ফল আমার খেতে খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 63683.34
ETH 2754.57
USDT 1.00
SBD 2.64