ফুলের বাগানে গাছ কেনার মুহূর্ত 😍😍
HELLO
Everyone
আজকে বিকেল বেলা ফুল বাগানে গিয়ে কিছু ফুল ও ফলের গাছ কিনতে গিয়েছিলাম ৷ কিন্তু বাগানটি এতটা বড় যে এক ঘন্টা ঘুরেও শেষ করা যাবে না ৷ বর্তমান সময়ে যেহেতু বর্ষাকাল চলতেছে ভাবলাম কিছু ফুল ও ফলের গাছ রোপণ করি ভবিষ্যতে গাছের ফল খাওয়া যাবে ৷
যাই হোক বাগানে প্রবেশ করেই একটি ফুলের গাছ পছন্দ করলাম তারপর ফলের গাছ গুলো দেখতে লাগলাম বেশ কিছুক্ষণ দেখার পর আমের একটি বিদেশী জাত তারপর পেয়ারার একটি বিদেশী জাত পছন্দ করলাম ৷
বাগানের সব গাছের চেহারা গুলো বেশ সুন্দর রয়েছে মনে হয় সব গুলো গাছ কিনে রাখি কিন্তু রোপণ করার মত তো কোন জায়গায় নেই ৷ যার জন্য বেছে বেছে বেশ কিছু ফলের গাছ কিনে নিলাম রোপণ করার জন্য ৷
এটা নাকি সবেদা ফল আমি এই ফল কখনও দেখি নি তবে আজকে গাছ সহকারে ফলের নাম জানতে পারলাম ৷ ফলটি দেখে আমার কাছে কেমন কেমন জানি লাগলো তারপরও কিনে নিলাম নতুন একটি ফলের গাছ হিসেবে দুটি গাছের চারা কিনে নিলাম ৷
আমরা তো সবাই জানি মালটা ফল খেতে বেশ সুস্বাদু কিন্তু এই মালটা ফলের গাছ গুলো আমরা রোপণ করলে কেন জানি সঠিক ভাবে গাছের যত্ন এবং ফল আটকাতে পারি না ৷ আর ফুলের বাগানে এই ছোট গাছের ফল গুলো দেখেই মনে হয় অনেক গুলো গাছ কিনে বাড়ির চারাপাশে রোপণ করি ৷
এত কিছু ভাবনা বাদ দিয়ে দুটি মালটা ফলের গাছ কিনলাম এবারে একটু তাদের পরামর্শে ভালো করে গাছের যত্ন নিতে হবে ৷
এই ফলের গাছটিও আমার কাছে নতুন কিন্তু এই ফলের নাম কি জেনে বললো তা এই মুহূর্তে মনে পড়ছে না ৷ তবে বাড়িতে কিছু ফলের গাছ লাগিয়ে রাখলে সারাবছর নিজের গাছের ফল খাওয়া যেতে পারে ৷ যদি ও গাছ গুলো রোপণ করার মত জায়গা নেই তবে একটু ফাকা জায়গায় রয়েছে সেখানে সব গাছ গুলো রোপণ করে সারাবছর ফল খাওয়ার আশা রয়েছে ৷
যাই হোক এই ফলের গাছটি কিনে নিলাম ৷ সব গাছ গুলো কলম গাছ আর ছোট গাছে ফল ধরবে মাটি থেকেই পেরে খাবো আহ্ কি আনন্দ ৷
প্রায় ১০ টার মত ফলের গাছ কিনে ভ্যানে করে বাড়িতে পাঠিয়ে দিলাম ৷ তারপর আমরা বাগানের মালিক কে টাকা পেমেন্ট করে আসার সময় কয়েকটি ফুলের ফটোগ্রাফি করে নিলাম ৷ তবে ফুল গুলো খুব চেনা একটি ফুল যেটা হল রঙ্গন ফুল ৷ আর এই ফুল গুলো বাড়ির রাস্তার দুই পাশে লাগিয়ে রাখলে খুব সুন্দর দেখা যায় এবং বাড়ির সৌন্দর্যতা খুব দ্রুত ফুটে উঠে ৷
থোকায় থোকায় ফুটতে দেখা যায় এই রঙ্গন ফুল গুলো ৷ তবে এই ফুল গুলো অতিরিক্ত বৃষ্টি পেলে খুব তারাতারি পঁচতে থাকে ৷ তার জন্য যত রোদ থাকবে ততই এই ফুল গুলোর আকর্ষণ এবং সৌন্দর্যতা বৃদ্ধি পাবে ৷
তো বন্ধুরা আজকে ফুল বাগানে গিয়ে ফলের গাছ কেনার সময় এই ফুল ও ফলের ফটোগ্রাফি করেছিলাম যেটা আপনাদের মাঝে তুলে ধরেছি ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
বর্তমান সময়ে ফলের বাজার দর অনেক। বাড়িতে যদি ফলের গাছ থাকে তাহলে বাজার থেকে কেনার প্রয়োজন পড়ে না। আজ আপনি আমাদের সামনে ফলের বাগানের ফটোগ্রাফি ও সাথে ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। সবেদা খেতে আমার খুব ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফিই অসাধারণ লাগছে।
হ্যা ভাই আজকাল ফলের দাম অনেক বেশি হয়তো আরো বাড়তে পারে ৷ যার জন্য বাড়িতে দুই একটা ফলের গাছ রোপণ করা অতি উত্তম একটি কাজ ৷ ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য ৷
ফুলের বাগানে ফুল কেনার মধ্যে খুবই মজা আছে। তবে আমরা যদি সুন্দর ফুলগুলো ট্রাই করি তাহলে আমাদের বেশি ভালো লাগে।বিশেষ করে আপনার কমলা লেবুর ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
আপনার মত আমিও ফুলগাছ কিনতে খুব ভালোবাসি। তবে মাঝে মাঝে ফলের গাছও লাগায়। সবেদা আমার ভীষণ পছন্দের একটা ফল। সবেদা খেতে আমি খুব ভালোবাসি। তবে মালটা কি ধরনের ফল সেটা আমার জানা নেই। নামটা প্রথম শুনলাম। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...
এক ঘন্টা ধরেও শেষ করা যাবে না তাহলে বোঝাই যাচ্ছে কত বড় নার্সারি এটা।। ভবিষ্যতের চিন্তা করে আমাদের গাছ লাগানোর উচিত আর আমরা একটা সময় পর্বে সেই গাছের ফল উপভোগ করতে পারবে।। বেশ কিছু গাছ গাছ কিনেছেন থেকে বেশ ভালো লাগলো।।
নার্সারিতে গাছ কিনতে গিয়ে সন্ধ্যার কিছু মুহূর্ত আপনি আমাদের কাছে শেয়ার করছেন। বাংলাদেশে এখন গাছ লাগানোর মৌসুম তাই অনেকেই বাজার থেকেও চারাগাছ কিনে নিয়ে এসে বাড়িতে রোপন করছে আমাদের বাড়িতেও কয়েকটি লিচু গাছ রোপণ করতে হবে।