বিকেল বেলায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দুইটি ফুলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230525_075402.jpg

Hello Everyone

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ইশ্বরের কৃপায় ভালো আছি ৷ প্রতিদিনের মত আজকেও চলে আসলাম ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ জানি না কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চল শুরু করা আজকে বিকেল বেলার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফুলের ফটোগ্রাফি ৷

এই ফুলের নাম হচ্ছে ছোট কাশফুল ৷ সাধারনত এই কাশফুল গুলো বেশি বড় হয়ে থাকে না ৷ এই ফুল গুলো এই পর্যন্তই বেড়ে উঠে এবং এই ফুলের আগাল গুলো হেলিয়ে পরার কারনে খুব সুন্দর দেখায় ৷ আমি একদিন লক্ষ্য করেছি যেদিন হালকা বাতাস বয়ে থাকে এই ফুল গুলো সেই হালকা বাতাসের সাথে দুলতে থাকে ৷ তখনকার দৃশ্য টি অসম্ভব সুন্দর লাগে ৷

সাধারনত এই ছোট কাশফুল গুলো নদীর ধারে বা কোন কোন বড় বড় খোলাসা মাঠে এই ছোট ছোট কাশফুল গুলো দেখা যায় ৷ তবে যদি প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে এই ফুল গুলো অল্পতেই মাটিতে পরে গিয়ে নষ্ট হয়ে যায় ৷ তারপরও আজকে আমি এই ফুল গুলো দেখে আমার খুব ভালো লাগে ৷ তার সাথে আপনাদের মাঝেও শেয়ার করলাম ৷

সাধারনত আমরা জানি কাশফুল একধরনের বহুবর্ষজীবী ঘাসজাতীয় উদ্ভিদ। এরা যে কোন জায়গায় জন্মে থাকে ৷ যদি এই উপর দিয়ে হাটা যায় আরো অনেক সুন্দর একটি মূহুর্ত আমাদের কে মনে করিয়ে দিবে ৷ আমাদের এই দিকে হয়তো এই ছোট কাশফুল গুলো খুব কম দেখা যায় তবে অন্যান্য জায়গায় এই ছোট কাশফুলের সমাহার দৃশ্য গুলো উপভোগ করা যায় ৷

IMG_20230525_075346.jpg

IMG_20230525_075328.jpg

IMG_20230525_075307.jpg

IMG_20230525_075245.jpg

যদিও আমরা এই ধরনের ছোট ছোট কাশফুল বা ঘাসফুল যেটাই বলি না কেন আমরা কিন্তু এই জিনিস গুলোর উপর কোন ভাবেই নজর দিয়ে থাকি না ৷ সবসময় এড়িয়ে চলি আমরা ৷ আমার আজকে এই ছোট কাশফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি নিজেই মুগ্ধ কারন আমি ও ভাবতে পারি নি এই ফুলের মাঝে এত সৌন্দর্যতা লুকিয়ে রয়েছে ৷

আমাদের পৃথিবীতে থাকা সকল সৃষ্টির একটি নিজস্ব সৌন্দর্য রয়েছে ৷ যেগুলা আমাদের সবার চোখে পরে না আবার কারোর চোখে পরলেও সেটা এড়িয়ে চলার চেষ্টা করে থাকে ৷ সাধারনত আমরা দেখি কাশফুলের মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে হালকা নীল কিংবা লাল রঙের শাড়িতে সাজিয়ে তোলেন তরুণীরা। খোলা চুল কিংবা খোঁপা আর হাতে কাশফুল, এমন ছবিতেই ফুটে ওঠে তরুণীরা। এভাবেই মেতে উঠে গ্রাম বা শহরের কিছু মানুষজন ৷

IMG_20230525_075448.jpg

IMG_20230525_075520.jpg

IMG_20230525_075503.jpg

IMG_20230525_075429.jpg

এর পর চলে আসলাম সবজী গাছের ফুলের ছবি নিয়ে আর এটা সাধারনত লাউ সবজী গাছের ফুলের ফটোগ্রাফি ৷ এই ফুল গুলো সাদা দেখতেও অনেক সুন্দর লাগে ৷ তারপর আবার বিকেলের প্রাকৃতিক সৌন্দর্যে এই ফুল গুলো বেশ রঙ বর্ণ ধারন করে আছে ৷ দেখতেই অসম্ভব সুন্দর লাগতেছে ৷

যদিও আমরা লাউ সবজীর গাছের ফুল গুলো খেয়ে থাকি না ৷ এই ফুল গুলো গাছেই নষ্ট হয়ে যায় ৷ তবে লাউ সবজী ফল খেতে অনেক সুস্বাদু এটি আবার ভাজি সবজী বা ডাল হিসেবেও খাওয়া যায় ৷ লাউ আবার কাচাতেও খাওয়া যায় ৷ আবার দেখা যায় কোন কোন জায়গায় আঞ্চলিক ভাষায় এই লাউ কে কদুও বলে থাকে ৷

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
Loading...

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator08. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @stef1

Screenshot_20221130-164846_Canva.jpg

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59007.15
ETH 2493.89
USDT 1.00
SBD 2.46