ঘাস ফুলের ফটোগ্রাফি 🌼🌼

in Incredible India2 months ago

IMG_20240709_095651.jpg

Hello Friends,,

চলে আসলাম আপনাদের মাঝে আজকে আবারো একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ আজকে যে ফুলটি শেয়ার করবো সেই ফুলের নাম হলো ঘাস ফুল ৷ আমরা আগে থেকেই এই ফুলকে ঘাস ফুল নামে চিনে থাকি ৷

আমাদের প্রকৃতিতে ফুলের কোন কমতি নেই আশে পাশে অনেক ফুল দেখতে পাই তবে প্রতিটি ফুলের সৌন্দর্য আমার কাছে অসাধারণ লাগে ৷ যেমন এই ঘাস ফুলটি দেখতে অনেক আকর্ষণীয় যে গাছের কোন পাতা নেই শুধু লম্বা কচি ডগা আর ফুল দেখতে পাওয়া যায় এই ফুল গাছের মধ্যে ৷

আর সাধারনত গাছগুলোও বেশ ছোট আকাড়ের হয়ে থাকে ৷ সবাই অনায়াসে এই ফুলটি ব্যবহার করতে পারবে বাড়িতে এতে করে বাড়ির সৌন্দর্য ফুটে উঠতে সাহায্য করবে ৷ এই ঘাস ফুলের তেমন কোন ঝাড় জঙ্গল হয় না এই দিক থেকে এই ফুল ব্যবহার করা অনেক সুবিধা রয়েছে ৷

ফুলটি দেখতে অনকেটা নিল ও হালকা লাল রঙের হয়ে থাকে ৷ এই ফুলের ছয়টি পাপড়ি রয়েছে আর পাপড়ি গুলোও দেখতে অনেক আকর্ষণীয় ৷ তারপর এই ফুলের শীর্ষক হিসেবে বেশ কয়েকটি কচি শীর্ষ বের হয়ে থাকে যার জন্য মূলত এই ঘাস ফুলটি আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয় ৷

এটি একটি বর্ষাকালীন ফুল যা বর্ষাকালে দেখা যায় ৷ তবে আমি টিভিতে বা ফোনে দেখেছি অন্যান্য দেশে এই ফুল চাষ করা হয় এবং এই ফুল সেখানে বেশ বড় আকাড়ের হয়ে থাকে ৷ আর আমাদের দেশে বেশীরভাগে ছোট আকাড়ের হয়ে থাকে বা দেখা যায় ৷

IMG_20240709_095835.jpg

IMG_20240709_095818.jpg

এই ফুলটি মাটিতে এবং টবে দুই ভাবে রোপণ করা হয়ে থাকে ৷ তবে আমি মনে করি এই ঘাস ফুলটি যেহেতু ছোট আকাড়ের হয়ে থাকে যার জন্য টবের মধ্যে রোপণ করলে আরো বেশী সুন্দর লাগবে ৷ টবের মধ্যে যে কোন ফুলের গাছ দেখতেও ভালো লাগে তার পাশাপাশি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে থাকে ৷

যাই হোক মোটামুটি এই ঘাস ফুল সম্পর্কে বললাম ৷ এই সব কিছুর পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে যেটা হল এই ঘাস ফুলের বেশ কিছু ঔষুধি গুনাগুন রয়েছে যার জন্য মূলত আমরা আমাদের বাড়িতে এই ঘাস ফুল রোপণ করেছি ৷

সবচেয়ে মারাত্মক রোগের ঔষুধ হিসবে এই ঘাস ফুল টি ব্যবহার করা হয়ে থাকে ৷ আমরা তো গ্রামের ভাষায় অনেকদিন থেকে বৃন্দিশ্বর বলে আসছি আর সেই বৃন্দিশ্বর রোগের জন্য এই গাছের মূল ও শিকরের বেশ কার্যকারিতা রয়েছে ৷ আমরা সাধারনত বলি বৃন্দিশ্বর কিন্তু শুদ্ধ ভাষায় বলা হয় পাইলস ৷ আর এই পাইলস কিন্তু এক ধরনের মারাত্মক রোগ যেটা বর্তমান সময়ে অধিকাংশ মানুষের দেখা যায় ৷

কিন্তু বর্তমান সময়ে যতই মারাত্মক বা বড় ধরনের রোগ ব্যাধি হোক এখন আর গাছগাছড়ার ঔষুধ সেবন করে না ৷ এখন সবাই ভালো ডাক্তার বা অন্য দেশে গিয়ে ভালো চিকিৎসা নিয়ে আসে ৷

IMG_20240709_095749.jpg

IMG_20240709_100025.jpg

আমি বাড়ির আঙিনায় এই ফুলের গাছ কে মাটিতেই রোপণ করেছি ৷ মাটিতে তেমন ভালো একটা দেখায় না আজকে বাজারে গিয়ে একটি প্লাস্টিকের টব কিনে এনে টবের মধ্যে রেখে দিবো তাহলে দেখতে আরো সুন্দর লাগবে ৷

তো বন্ধুরা আমার এই সুপরিচিতি ঘাসফুলের ফটোগ্রাফি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 2 months ago 

আজ আপনি ঘাস ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন আপনার প্রতিটি ঘাস ফুলের ফটোগ্রাফি অসাধারণ আমি মুগ্ধ আপনার ফটোগ্রাফির দক্ষতা খুব সুন্দর এবং আপনি খুব সুন্দর ফটোগ্রাফি ধারণ করেন এবং সুন্দর লেখা উপহার দিয়েছেন।

আসলে গাছের ওপরে কোন শক্তি হয় না যেকোনো একটি গাছের অবশ্যই তার কোন না কোন দিক থেকে ভালো আছে এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা আমরা পেয়ে থাকি। কিন্তু বর্তমানে গাছ গাছালির ঔষধ টা সেবন করতে চায় না সবাই ডাক্তারের কাছে যেতে চাই এটা একদম ঠিক কথা।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 months ago 

ফুল যে কোন প্রজাতির হোক না কেন ফুলকে সবাই ভালোবাসে। আপনার মোবাইল ফোন দিয়ে ঘাস ফুলের ছবি এত সুন্দর করে ধারণ করেছেন তা প্রশংসনীয়। আপনার এই পোস্টের মাধ্যমে ঘাস ফুলের সাথে আমার প্রথম পরিচয় হলো। আপনি ঘাস ফুল আমাদের সাথে শেয়ার না করলে আমি কখনো জানতে পারতাম না যে এত সুন্দর একটি ফুল আছে। আর এই পৃথিবীতে গাছের মধ্যে নানা রকম ওষুধি গুণ রয়েছে যা আমরা সব জানিনা। যাইহোক এত সুন্দর ভাবে ঘাস ফুলের বর্ণনা দেওয়ার জন্য এবং পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 2 months ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে। এইরকম ঘাসফুল আমাদের বাগানে রয়েছে। এই ঘাসফুল গুলো বিভিন্ন রঙের হয়। কিন্তু ছবিতে গোলাপি রঙের ফুলটা বেশি ফুটছে। আপনার এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

হুম দিদি এই ফুল গুলো আমার কাছেও অনেক সুন্দর লাগে তবে এই গাছ গুলো যদি ফাকা জায়গায় অনেক গুলো হতো দেখতে আরো অনেক সুন্দর লাগতো ৷

 2 months ago 

আপনার প্রতিটা ফটোগ্রাফিমূলক পোস্ট আমার কাছে ভালো লাগে তবে সত্যি বলতে আপনার আজকের ফটোগ্রাফিগুলো অনেক বেশি ভালো লাগছে এটা যে কেউ স্বীকার করে নিবে। ছবির কালার ও ফোকাস এক কথায় অসাধারণ। ঘাস ফুল সরাসরি দেখেছি তবে এতটা সুন্দর লাগেনি। আপনার পরবর্তী ফটোগ্রাফি দেখার অপেক্ষায় থাকবো।

 2 months ago 

ভাই আমি মনে করি আমার ফটোগ্রাফি চেয়ে সরাসরি এই ফুল গুলো দেখতে আরো অনেক আকর্ষণীয় লাগে ৷

 2 months ago 

গ্রামগঞ্জে এই ঘাসফুলের দেখা অনেক পাওয়া যায় আর এক একটা ফুল একেক রকম হয়ে থাকে।। আপনার ফটোগ্রাফি প্রতিবারই খুবই চমৎকার হয়ে থাকে আর এবারও হয়েছে।। ঘাসফুল সম্পর্কে বেশ আলোচনা করেছে পরে ভালো লাগলো।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ শুভকামনা রইল আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡

 2 months ago 

এগুলো সাধারণ কোন ঘাসফুল নয় এগুলোকে বলা হয় বিদেশি ঘাসফুল আর এর বিভিন্ন রকম কালার হয়ে থাকে। তবে এই ঘাসফুলের মধ্যে যেগুলো সাধারন রয়েছে সেগুলো আমার কাছে অসম্ভব সুন্দর লাগে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

এতো চমৎকার একটা ফুল কিন্তু আমার চোখে কখনো পরে নাই। আমিও আপনার সাথে একমত যে এই ফুল টবে অনেক সুন্দর লাগবে। এই ফুল মনে হয় আমাদের এলাকাতে বিলুপ্ত হয়ে গেছে। সেই সাথে এই ফুল যে পাইলসের জন্য উপকারী সেটাও আপনার লেখায় তুলে ধরেছেন। এতে করে অনেকেই উপকৃত হবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55049.50
ETH 2307.72
USDT 1.00
SBD 2.30