বৃষ্টি ভেজা সন্ধামালতি ফুলের ফটোগ্রাফি

in Incredible India10 months ago

IMG_20230823_154902.jpg

হ্যালো বন্ধুরা ,,

আমি ফুলকে অনেক ভালোবাসি ৷ তাইতো আমি ফুল নিয়ে আপনাদের মাঝে প্রায় সময় ফুলের ফটোগ্রাফি করে থাকি ৷ আমাদের প্রকৃতিতে অনেক ফুল রয়েছে কিন্তু তার মধ্যে আমরা যে গুলো সচরাচর দেখে থাকি সেগুলো ফুল কেই আমরা চিনে থাকি ৷ এখনো আমাদের অনেক ফুল দেখার বাকি রয়েছে ৷ আমি চেষ্টা করি নতুন কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে একই ধরনের ফুল ছাড়া নতুন ফুলের দেখা মিলে না ৷

তারপরও আমি চেষ্টা করবো নতুন নতুন ফুলের ফটোগ্রাফি করার ৷ তাহলে আজকে এই ফুলের সংক্ষিপ্ত কিছু তথ্য সংক্রান্ত আলোচনা করে থাকি ৷ সাধারনত এই ফুলের নাম হলো সন্ধামালতি ফুল ৷ আর এই সন্ধামালতি ফুল প্রায় কম বেশি সবারই বাড়িতে রয়েছে ৷ বিশেষ করে যারা সনাতন ধর্মের মানুষ তাদের বাড়িতে বেশীর ভাগে পাওয়া যায় ৷ কারন তারা সকাল সন্ধ্যা পূজা অর্চনা করার জন্য এই সন্ধামালতি ফুলের প্রয়োজন পরে ৷

অন্যান্য ফুলের চেয়ে এই সন্ধামালতি ফুল অনেক বেশি ফোটে থাকে ৷ যার জন্য এই ফুল পূজা অর্চনা করার সময় ফুলের অভাব দেখা দেয় না ৷ সন্ধামালতি ফুল গাছে প্রচুর ফুল ফোটে আর একই গাছে ভিন্ন রঙের ফুল ফোটে থাকে ৷ যখন অনেক ফুল ফোটে দেখার সৌন্দর্য টা অনেক আকর্ষণীয় হয়ে উঠে ৷

সাধারনত এই সন্ধামালতি ফুল গুলো যখন বিকেল হয়ে সূর্য অস্ত যেতে থাকে তার মানে সন্ধার আগ পর্যন্ত এই সময়ে সন্ধামালতি ফুল গুলো ফোটে থাকে ৷ এবং এই ফুলের বাহারি রুপ গুলো সন্ধার আগে আমরা দেখতে পাই ৷ দিনের বেলা এই ফুল গুলো ফুটে থাকে না ৷ তবে এই ফুল গুলোর মধ্যে সব চেয়ে বেশি দেখা যায় গাঢ় গোলাপি রঙের ৷ এই সন্ধামালতি ফুলের সুবাস বাতাসে ছড়িয়ে থাকে হালকা মিষ্টি সুবাস ৷

এই সন্ধামালতি ফুলের গাছ গুলো সাধারনত দুই থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ৷ এই গাছের কান্ড গুলো খুবই নরম হয়ে থাকে ৷ অনেক সময় দেখা যায় হালকা বাতাসেও এই গাছের ডালপালা গুলো অতি সহজেই ভেঙে গিয়ে থাকে ৷ এই সন্ধামালতি ফুল গুলো বর্ষা ও শীতকালে বেশি ফোটে থাকে ৷ এই গাছের একটি বিচি পাওয়া যায় বিচি টার রঙ সাধারনত কালো গোলাকার ৷ এই ফুলের বিচি দিয়ে ছোটতে আমরা অনেক খেলাধুলা করেছি ৷

এই গাছ অতিরিক্ত রোদ এবং অতিরিক্ত জলাশয় সহ্য করতে পারে না ৷ এরা ঝোপঝার হলেই অতিরিক্ত ডালপালা গুলো ছেটে দিলে অনেক সুন্দর দেখা যায় ৷ বাগানের জন্য এই সন্ধামালতি ফুলের গাছ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ যেমন বাগানের ভিতরে মাটি দূষন রোধ করতে সাহায্য করে থাকে ৷ তারপর বাগানের জন্য ভালো ফলাফল বয়ে আনতে সাহায্য করে থাকবে ৷ তাই তো যাদের বাগানে এই সন্ধামালতি ফুলের গাছ নেই তাই আজই সংগ্রহ করুন এই সন্ধামালতি ফুলের বীজ ৷ খুব সহজেই এই ফুলের বীজ গুলো রোপণ করলে সেখান থেকে চারা উৎপন্ন করা যায় ৷

IMG_20230823_154920.jpg

IMG_20230823_154958.jpg

IMG_20230823_154937.jpg

IMG_20230823_154832.jpg

আজকে এই ছিল আমার বাগানের সন্ধামালতি ফুলের কিছু সংক্ষিপ্ত বর্ণনা ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে৷ আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 10 months ago 

আপনি ঠিপ কথা বলেছেন দিনের বেলা ফুল গুলো চুপসে থাকে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর। এক গাছে কয়েক রঙের ফুল হয় দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটা ফুল সম্পর্কে আলোচনা করার জন্য।

 10 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 10 months ago 

আজকে আপনি আমাদের মাঝে সন্ধামালতি নিয়ে অনেক সুন্দর একটা ফটোগ্রাফি করেছেন! আপনার ফটোগুলো দেখে অনেক ভালো লেগেছে এবং সন্ধা মালতি ফুল দেখতে আসলে অনেক সুন্দর হয়ে থাকে।

আপনি সন্ধা মালতি ফুল নিয়ে অনেক কিছুই আলোচনা করেছেন! তার মধ্যে আপনি বলেছেন এই ফুলগুলো দিনের বেলায় ফোটে না এবং এর গাছ দুই থেকে তিন ফিট লম্বা হয় এবং একটু বাতাস বা বৃষ্টিপাত বেশি হলে ডালগুলো ভেঙ্গে দেওয়া সম্ভাবনা বেশি থাকে।

আপনার পোস্ট থেকে আমি সন্ধা মালতি ফুল সম্পর্কে অনেক অজানা তথ্য পেয়েছি! অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 10 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Loading...
 10 months ago 

সন্ধ্যামালতী ফুল দেখতে অনেক বেশি সুন্দর,,, বিশেষ করে আমার কাছেও এই সন্ধ্যামালতী ফুল গাছ রয়েছে! তবে আমার ফুল গুলোর কালার দুই রকমের,,, কিছুটা হলুদ আর কিছুটা হচ্ছে হালকা গোলাপি।

আসলেই একদম ঠিক,,,, এই ফুলগুলো চুপসে থাকে এর পরে আবার সন্ধ্যার পরে এগুলো তাদের পাখা মেলে দেয়! আজকে আপনি বৃষ্টি ভেজা সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন! যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, শুভকামনা রইল। ভালো থাকবেন।

 10 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

আমি এই ফুলটির সাথে অনেক ছোটবেলা থেকে পরিচিত। আমার নিজের ভাষাতেও বিভিন্ন রঙের এই সন্ধ্যা ফুল লাগিয়েছিলাম । সন্ধ্যা ফুলের আরেকটি প্রজাতি আছে লাল রঙের। এই লাল রঙের সন্ধ্যা ফুলটি আমার অনেক পছন্দের ছিল। এই ফুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বভাব হচ্ছে এটি সন্ধ্যাবেলায় ফোটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সন্ধ্যা ফুল সম্পর্কে সকল তথ্য দিয়ে পোস্টটি সাজিয়ে আমাদের কাছে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 62274.69
ETH 3366.73
USDT 1.00
SBD 2.43