বিস্কুট ফুলের ফটোগ্রাফি 🌼
HELLO FRIENDS,,
আশা করি সকলে অনেক ভালো আছেন !
আমি আজকে আপনাদের মাঝে একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি , আর এই ফুলের নাম হল বিস্কুট ফুল ৷ এই ফুলটিকে আমরা বিস্কুট ফুল নামেই চিনে থাকি ৷
সেদিন কলেজে ঘুরার সময় ফুলের বাগানে এই বিস্কুট ফুলকে দেখতে পাই ৷ তারপর আর কি সাথে সাথে ফোন বের করে এই ফুলের বেশ কিছু ছবি আমার ফোনে ক্যামরা বন্দি করে নেই ৷ সাধারনত এই ফুলের ছবি গুলো দুপুর সাড়ে ১২ টার দিকে তোলা হয়েছিলো ৷
আমার কাছে এই ফুলের সৌন্দর্যতা অনেক আকর্ষনীয় লাগে ৷ কারণ এই ফুলের গ্লুকোজ বিস্কুট এর মত ঘ্রাণ এই ফুল থেকে বের হয় ৷ আর এই গাছের ফুল গুলো দেখতে ছোট হলেও সৌন্দর্যতা দিক থেকে অনেক আকর্ষণীয় ৷
সাধারনত এই বিস্কুট ফুলের গাছ গুলো উচ্চতায় ৫ থেকে ৮ ফুট এর মত লন্বা হয়ে থাকে ৷ কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই ফুল গুলো বাড়ির আশে পাশে তেমন দেখা যায় না ৷ শুধু কোন ফুলের বাগানে বা কোন উদ্দ্যানে বা কোন ধরনের প্রতিষ্ঠানে এই ফুলের গাছ গুলো কে দেখা যায় ৷
তারপর এই বিস্কুট ফুল গাছের যে ফল রয়েছে এই ফল গুলো সাধারনত পাখিরা এসে খেয়ে থাকে ৷ তবে এই ফুলের গাছের কোন ধরনের ঔষুধি গুনাগুন রয়েছে কি না তা সম্পর্কে আমার কোন ধারনা নেই ৷
বিস্কুট ফুলের যত্নের কিছু টিপস
প্রথমত এই বিস্কুট ফুলে বেশ ভালো ভাবে যত্ন নিতে হয় ৷ যেমন এই ফুলের গাছকে নানা ধরনের ডিজাইনে কাটিং করে পার্কের মধ্যে রাস্তার পাশে রেখে দেওয়া হয় যাতে করে সেখানের পরিবেশের সৌন্দর্যতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ৷
তারপর এই ফুলের গাছকে সবসময়ের জন্য সূর্যের আলো রাখতে হবে ৷ এতে করে গাছটি দীর্ঘদীন পর্যন্ত বেঁচে থাকার সম্ভবনা রয়েছে ৷ এবং গাছটি তাজা ও মোটা হওয়ার সম্ভবনা দিন দিন বেড়েই চলবে ৷
তারপর সঠিক ভাবে গোবর সার প্রতিবছরে গাছের গোড়ায় দিতে হবে ৷ তারপর সপ্তাহে একবার করে পানি প্রয়োগ করতে হবে ৷
তারপর এই গাছের ডালপালা গুলো চারদিকে ছিটিয়ে ছড়িয়ে যায় এতে করে গাছটি তেমন আকর্ষণীয় দেখা যায় না ৷ যার জন্য মুলত এই গাছটি কে কয়েক মাস পর পর কাটিং করে সৌন্দর্যতা সৃষ্টি করা হয়ে থাকে ৷
আমরা অনেক সময় পার্কে ঘুরতে গিয়ে এই ফুলকে দেখতে পাই তারপর গাছ টিকে বেশ সুন্দর ভাবে কাটিং করে রেখে দেয় যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে ৷
আর এই গাছের যত্ন নেওয়া সব আমার মতামত অনুযায়ী আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ যেটা প্রাকৃতিক নিয়মে যে কোন ফুলের গাছকে আমরা সচরাচর পরিচর্যা ও যত্ন নিয়ে থাকি ৷
তো বন্ধুরা বিস্কুট ফুলের ফটোগ্রাফি এবং তার পাশাপাশি কিছু বর্ণনা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভূলবেন না ৷ ভালো থাকবেন সকলে ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | ভিভো Y11 |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
বিস্কুট ফুলের অনেক আগেই নাম শুনেছি। তবে সামনাসামনি এই বিস্কুট ফুল কখনো দেখিনি। সেদিন কলেজে পরীক্ষা দিতে গিয়ে ঘোরাঘুরি করার সময় এই বিস্কুট ফুল দেখেছেন। সাথে সাথে খুব সুন্দর করে ফটোগ্রাফিও করেছেন। তোমার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।
এরকম নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যা ভাই ফুলটি দেখতে অনেক সুন্দর আর এই ফুলের ঘ্রান পুরোপুরি গ্লুকোজ বিস্কুটের মত ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷
সেই ছোটবেলায় বিস্কুট তুলে নাম শুনেছি। কখনো এই গাছ বা এই ফুল সরাসরি ভাবে দেখা হয়নি। তবে আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে। চোখের সামনেই বিস্কুট ফুল গাছ দাঁড়িয়ে আছে। সবুজের মাঝে হালকা বেগুনি এই ফুলগুলো দেখতে সত্যিই অসাধারণ সুন্দর দেখাচ্ছে।
বিস্কুট ফুল গাছ রোপন করার পরে, বেশ কিছু যত্ন নেয়ার জন্য। আপনি আমাদের সাথে কিছু টিপস শেয়ার করেছেন। আসলে প্রত্যেকটা ফুল গাছ রোপন করার পর, অবশ্যই তার সঠিকভাবে যত্ন নিতে হয়। তাহলেই সে সঠিকভাবে বেড়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং টিপস গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
আপু এই ফুল গুলো বেশীরভাগে কোন বাগানে বা কোন প্রতিষ্ঠানে খুব দেখা যায় , সেখানকার সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য ৷ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
একটি অন্যরকম ফুল সম্পর্কে আজকে জানতে পারলাম। এ সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। বিস্কুট ফুল দেখতে অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সেটি আরো ভালোভাবে প্রকাশ পেয়েছে। সেই সাথে কি করে বিস্কুট ফুলের যত্ন করতে হয় সেটি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আমাদের সাথে অন্যরকম একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
বরাবরের মতো আজও আপনি আমাদের মাঝে ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আপনি ফটোগ্রাফি যে ভালো করেন সেটা আমরা সবাই জানি। এই ফুলটা আমি আগে কখনও দেখিনি আপনার পোস্টের মাধ্যমে দেখলাম।
আপনার মাধ্যমে এটাও জানলাম যে এই ফুল থেকে বিস্কটুকের মতো ঘ্রাণ বের হয়। বিস্কুট ফুল যত্ন নেওয়ারও কিছু উপায় বলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আজকে আমাদের মাঝে বিস্কুট ফুলের ফটোগ্রাফি করেছেন।। আপনার প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয় আর আজকের টা ও এর চাইতে কম নয়।। আর হ্যাঁ সবচাইতে ভালো লাগলো, আপনি এর কিছু টিপস আমাদেরকে দিয়েছেন।।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মত উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।।
হ্যা ভাই আমরা সচরাচর প্রাকৃতিক নিয়মে এই ভাবে গাছের যত্ন বা পরিচর্যা করে থাকি ৷ আর আমরা তো গাছে কয়েকদিন পর পর পানি দিয়েই থাকি ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
যেকোনো জিনিসেরই যত্ন নিতে হবে তাহলেই তার ফল দেখা যাবে।। আমরা যদি কোন গাছ বাজে কোন কিছু লাগিয়া তারা যত্ন না নেই তাহলে সেটা সঠিকভাবে বেড়ে উঠবে না একটা সময় মরে যাবে।।
আমি কোনদিন বিস্কুট ফুলের নাম শুনিনি ।এই প্রথমবার শুনলাম। ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আপনার পোস্টটি পড়ে আমার ভালো লাগলো ।ভালো থাকবেন।
আপনার পোস্টটা পড়ে হেসেছিলাম, কারণ প্রথমে টাইটেল পড়ে চোখ দিয়েছিল বিস্কুট ফুল আগে কখনো দেখিনি, কিন্তু যখনই পোস্টটা খুলে পড়া শুরু করছি এবং চোখে পড়তেই মনে হল এটাতো আমাদের বাড়ির সামনেই ছিল।।
তবে এই ফুলের নাম যে বিস্কুট ফুল সেটা জানা ছিল না ধন্যবাদ এই ফুলের যত্ন নেয়ার সম্পর্কে ভীষণ ধারণা দিয়েছেন।।
আসলে এই ফুলটি আমি অনেক দেখেছি বলে আমার মনে হয়। কিন্তু এই ফুলের নাম আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে মনে মনে অনেকটা হেসেছিলাম। কারণ বিস্কুট কোনো ফুলের নাম হতে পারে আপনার পোস্ট না পড়লে হয়তো বা আমি জানতে পারতাম না।
যাই হোক আপনার ফটোগ্রাফির কথা আর কি বলব আপনার প্রত্যেকটা ধারণ করা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি বেশি ভালো লাগে। এবং আপনি খুবই সুন্দর ফোটোগ্রাফি ধারণ করেন এটা আমি আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি পোস্ট পড়ে বুঝতে পারি।
শুভকামনা রইল এতো সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।