জংলি করলা গাছের ফুলের ফটোগ্রাফি 🌼

in Incredible India2 months ago (edited)

IMG_20240516_114711.jpg

HELLO FRIENDS,,

কেমন আছেন সবাই ?? আশা করি সকলে অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় বেশ ভালো আছি ৷ আমি আজকে আপনাদের মাঝে করলা গাছের ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

প্রকৃতিতে কতই না ফুল রয়েছে যেই ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে ৷ আর প্রতিটি ফুলের নিজস্ব সৌন্দর্য এবং সুবাস রয়েছে তেমনি এই করলা গাছের ফুল গুলো দেখতে অনেক সুন্দর এই ফুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে তারপর সুবাস ও রয়েছে ৷ তবে এই ফুলের সুবাস অনেক দুর পর্যন্ত যায় না যদি সুবাস বা ঘ্রান নেওয়ার ইচ্চা থাকে তাহলে এই ফুলের কাছে গিয়ে ঘ্রাণ নিতে হবে ৷

এই করলা গাছের ফুলের ছবি গুলো দুপুর বেলা রাস্তার পাশ থেকে তুলেছি ৷ এই ফুলের রং দেখতে হলুদ রঙের মত ৷ তারপর এই ফুলের পাঁচটি পাপড়ি রয়েছে আর পাপড়ি গুলোও অনেক নরম এবং পাতলা যা টাচ করলেই পাতা গুলো ঝরে পরার সম্ভবনা রয়েছে ৷

সাধারনত এই করলা গাছটি হলো দেশী জাতের তবে এটা আমার মন হয় জংলি গাছে কিন্তু এই গাছটি দেখতে হুবুহু করলা গাছের মত ৷ যেটা সত্যিকারের করলা গাছ সেটি দেখতে ফুল গুলো আরেকটু বড় হয় তারপর গাছ গুলো সোজা হয়ে জাঙ্গি তে উঠে থাকে ৷ কিন্তু এই গাছটি সোজা ভাবে উঠেনি একজায়গা থেকে শুধু ডাল পালা এবং কুশি গুলা চারদিকে ছড়িয়ে গেছে এজন্যই আমি মনে করি এই গাছটি জংলি গাছ হবে ৷ কারণ এই করলা গাছটি একটি ছোট ঝোপের মধ্যে দেখতে পেয়েছি ৷ আর সেখান থেকেই ছবি গুলো তোলা ৷

IMG_20240516_114630.jpg

IMG_20240516_114618.jpg

আপনারা হয়তো দেখতে পারতেছেন করলা সবজী তারপর ফলের সাথে ফুল ধরেছে ৷ তবে এই জংলি করলা সবজী গুলো বেশী বড় হয় না আরকেটু হয়তো বাড়বে তারপর থেকে সব গুলাই এই রকমে হয়ে থাকে ৷ আবার কয়েকদিন পরে দেখা যায় এই ফল গুলো গাছেই পেকেই নষ্ট হয়ে যায় ৷ কারণ এই গুলো জংলি করলা সবজী যা কেউ দেখলেও খেতে চায় না ৷

করলা এখন সারাবছর চাষ করে বাড়িতে খাওয়ার জন্য বেশ উপযোগী হয়েছে ৷ আগেকার মানুষ শুধু প্রতি সিজিনে একবার করে করলা চাষ করতো কেউ বাড়িতে খাওয়ার জন্য আবার কেউ বাজারে বিক্রি করার জন্য ৷ তবে যেটা বাজারে বিক্রি করা হয় সেটা প্রতি সিজিনে চাষ করতে হবে তাছাড়া সারাবছর চাষ করলে করলা গুলো পঁচে যাওয়ার সম্ভবনা রয়েছে ৷

আর যারা বাড়িতে খাওয়ার জন্য এক থেকে চারটি গাছ প্রতিবছর চাষ করে তারা সারাবছর অল্প অল্প করে করলা সবজী খেতে পারবে কোন সমস্যা ছাড়াই ৷

IMG_20240516_090840.jpg

যাই হোক এখন জেনে নেওয়া যাক করলা সবজীর কিছু উপকারিতা ,,

করলা সবজীর উপকারিতা

✔ করলা সবজী তেতো স্বাদ জন্য এই করলা সবজী থেকে থেকে অনেক মানুষ দুরে থাকে ৷ আবার অনেকে আছে করলা সবজীকে বেশ ভালোই পছন্দ করে থাকেন ৷ সাধারনত করলা সবজী হজম সমস্যা দুর করে থাকে ৷ হজম সমস্যার আরেকটি অন্যতম কারণ হলো যদি করলা জুস করে খেতে পারেন ৷

✔ অনেকের রক্তের সুগারের মাত্রা অতিরিক্ত হয়ে থাকে তারা সাধারনত প্রতিদিন খাবারের তালিকায় অবশ্যই করলা সবজী রাখবেন ৷ কারণ করলা সবজী রক্তের সুগারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে ৷

✔ তারপর যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য করলা অন্যতম একটি খাবার ৷ এই করলা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ তারপর ওজন কমাতে সাহায্য করে থাকে এবং কি লিভার পর্যন্ত সুস্থ রাখতে সাহায্য করে থাকে ৷

অপকারিতা

অপকারিতার মধ্যে একটি বিষয় আমার জানা আছে যেটা হলো গর্ভবতী মা বোনদের জন্য করলা সবজী খাওয়া একেবারে নিষিদ্ধ ৷ তাই আপানারা একটু জেনে বুঝে খাবেন ৷

IMG_20240516_114655.jpg

করলা ফুলের ফটোগ্রাফি এবং করলা সবজীর উপকারিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভূলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 2 months ago 

ভাই আপনার ফটোগ্রাফি বরাবর দারুন হয়। আজ নতুন করে আর কিছুই বলবো না। তবে জংলি ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগছে। কেননা এই ফুলের গাছটি হুবুহু করলা গাছের মতন। ফুলের পাপড়ি, রঙ সবকিছুই। তবে ফুলটি কিছুটা ছোট হয় করলা ফুলের চেয়ে। যাইহোক আপনার ক্যমেরায় ফুলের ছবি দারুন লাগছে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার আগামী ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

 2 months ago 

হ্যা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইলো ৷

 2 months ago 

যাই হোক এখন জেনে নেওয়া যাক করলা ফলের কিছু উপকারিতা ,,

  • প্রথমেই জানিয়ে রাখি করলা একটি সব্জি, কোনো ফল নয়। তাই আপনাকে পোস্টের ভিতরে লেখা সব জায়গায় এডিট করে ফলের বদলে সব্জি লেখার জন্য অনুরোধ করছি।

  • আপনার ফটোগ্রাফি আমার বরাবর খুব ভালো লাগে। আজও তার ব্যতিক্রম নয়। তবে আপনি সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি এই সব্জির বিভিন্ন উপকারিতাও শেয়ার করেছেন। তারজন্য ধন্যবাদ আপনাকে। সত্যিই এই সব্জি আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে এই গরমের সময়। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

ঠিক আছে দিদি আমার একটু বুঝতে ভূল হইছে আমি এখনি ঠিক করে দিচ্ছি দিদি ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন ৷

 2 months ago 

সব ফুল দেখতে বেশ সুন্দর লাগে। আমাদের এখানেও ওইরকম করলার ফুল হয়। আমরা তো ছোটবেলায় দেখেছি বাগানে অনেক করলা হত। এইসব কাজ বনে জঙ্গলে বেশি হয়। করলা তেতো হলেও আমার ভীষণ ভালো লাগে। সব সবজির কিছু গুনাগুন তো রয়েছেই। তেমনি করলারও আছে। আজকের পোস্টটা আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন। কারণ আপনার পোস্টটা পড়ে আমি করলার উপকারিতা সম্পর্কে জানতে পারলাম।

 2 months ago 

করলার ফুল দেখতে আসলেই অনেক চমৎকার তবে এই গুলা জংলি ফুল কিন্তু এই ফুল গুলো দেখতে প্রায় আসল করলা সবজীর ফুলের মত ৷

 2 months ago 

আমরা সবাই জানি করলা খেতে অনেকটাই তেতো। কিন্তু এই করলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
করলা তো আমাদের নিত্যদিনের সবজি। আপনার করোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুব সুন্দর হয়েছে।
এরকম নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

করলা তেতো হলেও এই সবজীর অনেক কার্যকারিতা রয়েছে যেগুলো আমাদের স্বাস্থের জন্য বেশ উপকারী ৷

 29 days ago 

অনেক ভালো লাগলো আজকে আপনার পোস্ট পরিদর্শন করতে পেরে। কারন আপনার ধারণ করা করলা ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিলো। তার পাশাপাশি করলা সবজির বেশ কিছু উপকারিতা ও অপকারিতা আপনার পোস্টের মাধ্যমে দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51