কৃষক বা দিনমজুর নিয়ে কিছু কথা !!

in Incredible India11 months ago

IMG_20231106_130252.jpg

নমষ্কার বন্ধুরা,,,

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় বেশ ভালো আছি ৷ আজকে আমি শেয়ার করবো কৃষকের কাজ করার কিছু ফটোগ্রাফি ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চল শুরু করা যাক ৷

আমাদের গ্রাম বাংলার কৃষকেরা আসলেই অনেক পরিশ্রমী ৷ কারন তারা প্রতিদিন মাঠে কাজ করে তাদের নিজেদের সংসার চালিয়ে থাকেন ৷ তারা সকালে উঠে ৮ টার সময় কাজে যায় এবং বিকেল ৪ টা বেজে কাজ শেষ করে বাড়ি ফিরে আসে ৷ আর বাকি সময় টুকু তারা তাদের নিজেদের কাজ করে থাকেন ৷ এভাবেই তাদের দৈনদিন কাজকর্ম চলতে থাকে ৷

আমরা এমনও সময় দেখেছি কৃষকেরা ঝড় বৃষ্টির মধ্যেও মাঠে কাজ করে থাকেন ৷ কারন তারা দিনে কাজ করে পুরো টাকাটা পেতেন ৷ তাদের সময় অনুযায়ী কাজ না করলে তারা পুরো টাকাটা পাবে না ৷ যার জন্য তারা নিজেদের কাজে সবসময় অটল থাকতেন ৷ তারা সারাদিন কাজ করে পুরো টাকা নিয়ে তারপর বাড়ি ফিরেন ৷

বর্তমান সময়ে এমন কৃষক বা দিনমজুর রয়েছে যারা কিনা কাজ না করলে তাদের ভাত জুটে না ৷ আর বর্তমান সময়ে সবকিছুর দাম অতিরিক্ত হয়ে গেছে তারা যদি বাজার খরচ করে তাহলে একদিনের ইনকামের অর্ধেক টাকা বাজার খরচ করতেই চলে যায় ৷ আর বাকি টাকা দিয়ে তারা তাদের অন্যান্য খরচ বহন করে থাকে ৷ এভাবেই তারা খুব কষ্টে জীবনজাপন করে আসতেছে ৷

একটি মধ্যবিত্ত পরিবারে টিকে থাকা অনেক কঠিন আমি মনে করি ৷ কারন একটি মধ্যবিত্ত পরিবারের বেশি চাহিদা অনুসরণ করলেও তারা সেটা মেটাতে পারে না ৷ তারা তাদের সামর্থ্য অনুযায়ী বাইরে কিছুই করতে পারে না ৷ তারা যেটা পায় সেটা দিয়ে তারা তাদের পরিবারকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে থাকে ৷ তাদের শখ রয়েছে কিন্তু সেটা পুরণ করতে পারে না ৷

IMG_20231106_130318.jpg

IMG_20231106_130412.jpg

কিছু কৃষক বা দিনমজুর বেশীরভাগে দল বেধে কাজ করে থাকেন ৷ যখনি দল বেধে কাজ করা হবে তাহলে দেখা যাবে সেই কাজে খুবই মনোযোগী হওয়া যায় এবং হাসি খুশি ভাবে তারা একই সাথে কাজ করে থাকে ৷

আমরা এমনও অনেক মানুষ রয়েছি যারা কিনা কৃষকের বা দিনমজুর দের দিয়ে কাজ করে নেয় তাদের ব্যবহার এমনও হয়ে থাকে যেটা বলার বাইরে ৷ কোন দিনমজুর যদি তার কাজে এক ঘন্টা দেরি করে আসে তাহলে সেই দিনমজুর কে গালাগাল বা কাজে হাত লাগাতে দেয় না ৷

সেক্ষেত্রে দেখা যায় সেই দিনমজুর মন খারাপ করে খালি হাতে বাড়ি ফিরে আসতে হয় এবং তার বাকি সময় টা সে এমনি পার করে দেয় ৷ দিনমজুর তারাও মানুষ কোন না কোনদিন হয়তো দেরি হতেই পারে কোন কারনবশত তাই বলে তাদের গালাগাল বা কাজ থেকে বিরত রাখা যাবে না বা এটা উচিত না আমি বলে মনে করি ৷

অবশেষে তারাও মানুষ তাদের ও নানা ধরনের সমস্যা থাকতে পারে ৷ যেগুলো আমাদের খেয়ার করা দায়িত্বের মধ্যে পরে ৷ তারা কাজ করেই তারপর টাকা নেন তার আগে তারা তাদের কাজকে সম্মানের সহিত সম্পুর্ন করে থাকেন ৷ আমাদের প্রত্যেকের উচিত সে কৃষক হোক বা দিনমজুর হোক তাদের সম্মান করা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পরে ৷

IMG_20231106_130343.jpg

IMG_20231106_130447.jpg

তো বন্ধুরা আজকে আমার কৃষক বা দিনমজুর নিয়ে লেখাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷ দেখা হবে আবার পরবর্তী পোস্টে ৷

The essence of my writing is Something about the farmer or day laborer.
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much. Thank you all..
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 11 months ago 

কৃষক হোক বা দিনমজুর সবর শ্রমের মূল্য দেওয়া উচিত। সবাইতো মানুষ তবে দিনমজুর একটু বেশি কষ্ট করে যেদিন কাজ পায় না সেদিন তার কপালে ভাত জুটে না। খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Loading...
 11 months ago 

কাজ কোনটাই ছোট না,সব কাজই সমান।। দিন মজুর,কৃষক হলেও তারাও মানুষ।। আর আমি মনে করি কৃষকদের কে সব থেকে বেশি সম্মান করা উচিত কারণ তারা ফসল আবাদ করে বলেই আমাদের কাছে খাবার পৌছায়।।
আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো,আর আপনার পোস্টের ফটোগ্রাফি গুলো একদম মন ছুয়ে যাওয়ার মতো।

 11 months ago 

কৃষক ও শ্রমিকদের আসলেই অনেক কষ্ট করতে হয়। তারা ঝড়-বৃষ্টিতে জমিতে কাজ করে থাকে। আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়ে কৃষক ও শ্রমিকদের কাজ করে জীবিকা নির্বাহ করা অনেক কষ্ট হয়ে গেছে।

আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে তারা দিন মজুরদের মানুষ মনে করে না।। তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে এ থেকে আমাদের সবার বেরিয়ে আসতে হবে।। তাদের কে মানুষ মনে করতে হবে এবং তাদের সাথেও ভালো আচরণ করতে হবে।।

 11 months ago 

কৃষক রাই আমাদের দেশের আসল হিরো যারা কষ্ট করে মাটিতে সোনা ফলায়। একবার ভাবুন আপনার টাকা আছে কিন্তু কোন খাবার কিনতে পারছেন না কারণ কৃষক ফসল ফলানো বন্ধ করে দিয়েছে, কি খাবেন? টাকা?

কৃষক রা আছে বলেই আমরা খেয়ে বেচে আছি। তাই সবার উচিৎ কৃষকদের সম্মান করা।

ধন্যবাদ এত সুন্দর বিষয় ফুটিয়ে তোলার জন্যে।

 11 months ago 

কৃষকদেী যদিও আমি কাছ থেকে দেখি নাই খুব একটা কিন্তু তাদের প্রতি সবসময়ই খুব কৃতজ্ঞ।কারন তারা রোদে পুরে বৃষ্টতে ভিজে কাজ করে বলেই আমরা খেতে পারি।
ধন্যবাদ সমাজের এই দুই শেনীর মানুষকে নিয়ে লেখার জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66